সৌভিক মুখার্জী, কলকাতা: বেসরকারি টেলিকম সংস্থাগুলি দিনের পর দিন যে হারে রিচার্জের দাম বাড়াচ্ছে, তাতে বহু মানুষ সরকারি টেলিকম সংস্থা BSNL এর দিকে পা বাড়াচ্ছেন। আর এখানেই বাজিমাত করলো BSNL। এবার তারা গ্রাহকদের জন্য এমন একটি প্ল্যান নিয়ে এসেছে, যার সুবিধা শুনলে আপনার চক্ষু চড়কগাছে উঠবে। হ্যাঁ, মাত্র 1198 টাকার প্ল্যানে পুরো 1 বছরের রিচার্জ! কি অবাক লাগছে শুনতে? কিন্তু এটাই সত্যি। এমনকি সঙ্গে থাকবে প্রতি মাসে ডেটা, কলিং, SMS এর মত সুবিধা।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
কী কী থাকছে এই নতুন প্ল্যানে?
আসলে BSNL এর নতুন প্ল্যানটি (Recharge Plan) মূলত তাদের জন্যই তৈরি, যারা প্রতি মাসে রিচার্জ করার ঝামেলা এড়িয়ে চলতে চান। প্ল্যানটি মাত্র একবার রিচার্জ করলেই 12 মাস নিশ্চিন্তে কাটানো যাবে। আর এই প্ল্যানের সুবিধা সম্পর্কে জানলে আরো অবাক হবেন।
প্রথমত প্ল্যানটিতে 12 মাসের ভ্যালিডিটি দেওয়া হচ্ছে। সাথে দেওয়া হচ্ছে প্রতি মাসে 3GB করে ডেটা, মিলছে প্রতি মাসে 300 মিনিট ফ্রি কল। এছাড়া প্রতি মাসে 30টি SMS দেওয়া হচ্ছে। আর এই প্ল্যানের খরচ পড়ছে মাত্র 1198 টাকা। মানে মাসের গড় হিসাব করলে দাঁড়াচ্ছে মাত্র 100 টাকা। তাই যারা কম খরচে দীর্ঘমেয়াদী রিচার্জ প্ল্যান খুঁজছেন, তাদের জন্য সেরা বিকল্প এটি।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
টেলিকম দুনিয়ায় বিপ্লব আনছে BSNL
BSNL শুধুমাত্র কম খরচে প্ল্যান এনেই থেমে থাকছে না। বরং সংস্থাটি বর্তমানে তাদের নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ জোরকদমে এগিয়ে নিয়ে যাচ্ছে। সূত্রের খবর, 2025 সালের জুন মাসের মধ্যেই তারা নাকি 5G পরিষেবা চালু করতে চলেছে। যদিও এখনো দেশের অনেক জায়গায় তাঁদের 4G পরিষেবা চালু হয়নি।
আর এই সমস্যা সমাধান করতেই BSNL সম্প্রতি একটি লাইভ কভারেজ ম্যাপ চালু করেছে। যেখানে আপনি ঘরে বসেই দেখে নিতে পারবেন, আপনার এলাকায় BSNL এর কোন পরিষেবাটি উন্নত- 2G, 3G নাকি 4G।
BSNL ব্যবহার করার আগে অবশ্যই কিছু বিষয় মাথায় রাখুন…
যদিও প্ল্যানটি আকর্ষণীয়, তবুও BSNL সিম নেওয়ার কিছু বিষয় মাথায় রাখা দরকার। প্রথমত আপনার এলাকায় BSNL এর নেটওয়ার্ক কতটা ভালো, তা যাচাই করে নিন। এর জন্য লাইভ কভারেজ ম্যাপের সাহায্য নিতে পারেন।
কিছু ব্যবহারকারী এমনও অভিযোগ করছে, ঘরের ভিতরে BSNL এর সিগন্যাল খুবই দুর্বল থাকছে। তাই ঘর বা অফিস থেকে বাইরে বেরিয়ে ইন্টারনেট ব্যবহার করতে হচ্ছে। ফলে এই বিষয়গুলি সম্পর্কে সচেতন থাকুন।
কাদের জন্য সেরা এই প্ল্যানটি?
এই প্ল্যানটি মূলত উপকারে আসবে প্রতি মাসে রিচার্জ করতে ভুলে যান বা ঝামেলা মনে করেন, এমন গ্রাহকদের। এছাড়া যারা মোবাইল সীমিত ব্যবহার করেন, তাদের জন্যও সেরা। পাশাপাশি দীর্ঘমেয়াদে সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান খুঁজছেন যারা এবং গ্রামীণ এলাকায় ব্যবহারকারীদের জন্য BSNL এর এই প্ল্যানটি নিঃসন্দেহে সেরা বিকল্প।