Redmi ও Poco পেরিস্কোপ টেলিফটো ক্যামেরার সাথে দুটি দুর্ধর্ষ ফোন আনছে
Redmi K90 Pro এবং POCO F8 Ultra স্মার্টফোনে উন্নত ক্যামেরা প্রযুক্তির ব্যবহার করা হবে। নতুন পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দেখা যেতে পারে।
অঙ্কিতা মন্ডল, কলকাতা: ক্যামেরা এমনই একটি ফিচার যা একটি নতুন ফোন কেনার আগে সবচেয়ে বিচার্স বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই প্রতিটি স্মার্টফোন কোম্পানিরা তাদের লেটেস্ট মডেলের ফটোগ্রাফি ডিপার্টমেন্ট ঢেলে সাজাচ্ছে। শোনা যাচ্ছে, Redmi এবং Poco ব্র্যান্ডের নেক্সট জেনারেশন ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলির ক্যামেরা প্রযুক্তিতে আপগ্রেড আসতে চলেছে। সূত্রের দাবি, আপকামিং Redmi K90 Pro এবং POCO F8 Ultra স্মার্টফোনগুলিতে উন্নত ক্যামেরা প্রযুক্তির ব্যবহার করা হবে।
জানা গিয়েছে, Redmi K90 Pro ও Poco F8 Ultra ফোন দুটিতে উন্নত জুম ক্যামেরা যুক্ত হবে। রেডমি তাদের K90 Pro মডেলটিতে বিভিন্ন আপগ্রেড করবে, যার মধ্যে একটি হল আল্ট্রাসনিক আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং অপরটি পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। Poco F8 Ultra ফোনটি Redmi K90 Pro-এরই রিব্র্যান্ডেড সংস্করণ হবে বলে আশা করা হচ্ছে, তাই এতেও এই ক্যামেরা প্রযুক্তি দেখা যেতে পারে।
উল্লেখ্য, Redmi K90 Pro ফোনটি ২.৫x অপটিক্যাল জুম এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন) সহ ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরার সাথে লঞ্চ হয়েছে। তাই K90 Pro সম্ভবত উন্নত অপটিক্যাল জুম আনছে। জল্পনা শোনা যাচ্ছে যে, রেডমি, পোকো সহ চাইনিজ ব্র্যান্ডগুলির আসন্ন ফ্ল্যাগশিপ ফোনগুলিতে নতুন Snapdragon 8 Elite 2 প্রসেসর অফার করবে। Redmi K90 সিরিজের পাশাপাশি OnePlus 14, Realme GT 8 Pro-এ ওই চিপসেট দেখা যেতে পারে।
ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, রেডমি, পোকোর আসন্ন ফোনগুলির আর্লি ইঞ্জিনিয়ারিং প্রোটোটাইপ পেরিস্কোপ টেলিফটো ক্যামেরার সাথে আসতে পারে। জনপ্রিয় Redmi K সিরিজে পেরিস্কোপ টেলিফটো ক্যামেরার সংযুক্তি শুধু সময়ের অপেক্ষা, কারণ আরও সাশ্রয়ী মূল্যের Redmi Note 14 Pro+ একই ধরণের প্রযুক্তি অফার করবে।
সৌভিক মুখার্জী, কলকাতা: না, কোন এপ্রিল ফুল নয়। এই ছাতিফাটা গরমে রাজ্যের বাসিন্দাদের জন্য দারুণ…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: শত্রুপক্ষকে শায়েস্তা করতে ভারতীয় অস্ত্রে চোখ পড়েছে ইউরোপের একাধিক দেশের। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ…
সৌভিক মুখার্জী, কলকাতা: অর্থবর্ষের প্রথম দিনেই রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর। সম্প্রতি রাজ্য সরকারের…
Realme P3 সিরিজের লঞ্চের রেশ না কাটতেই, ভারতে আরও একটি নতুন স্মার্টফোন লাইনআপ আনতে চলেছে…
সৌভিক মুখার্জী, কলকাতা: হাওড়ার বেলুড় এলাকায় এক অবিশ্বাস্য চুরির ঘটনা ঘটেছে। সিভিক ভলেন্টিয়ারের (Civic Volunteer)…
সৌভিক মুখার্জী, কলকাতা: এখনকার সময় বাড়িতে বসেই ব্যবসা করা যায়। তাও একদম স্বল্প বিনিয়োগে। যদি…
This website uses cookies.