Redmi থেকে Samsung, দশ হাজার টাকার মধ্যে 5G স্মার্টফোন, রয়েছে ফাটাফাটি ফিচার ও ক্যামেরা | Top 5 Best 5G Smartphones Under 10000
গত কয়েক সপ্তাহে বাজারে একাধিক 5G স্মার্টফোন পা রেখেছে। আর ডিভাইসগুলির দামও বেশি নয়। তাই আপনি যদি সস্তায় নতুন 5G ফোন নিতে চান তাহলে এদের মধ্যে থেকে যেকোনো একটি বেছে নিতে পারেন। এই প্রতিবেদনে আমরা এমন পাঁচটি 5G হ্যান্ডসেট সম্পর্কে বলবো যেগুলো অ্যামাজনে ১০ হাজার টাকার কম দামে পাওয়া যাচ্ছে। লিস্টে Samsung, Tecno এবং iQOO এর মতো ব্র্যান্ডের স্মার্টফোন আছে।
কিছুদিন আগেই ভারতে এই ফোনটি লঞ্চ করেছে স্যামসাং। এর ৪ জিবি র্যাম + ১২৮ জিবি ভ্যারিয়েন্টটি অ্যামাজনে ৯,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। এর সাথে ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফারের পাওয়া যাচ্ছে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট ব্যবহার করা হয়েছে। সাথে আছে বড় এইচডি প্লাস ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি। ফোনটি তিন বছর পর্যন্ত ওএস আপডেট পাবে।
আইকো জেড৯ লাইট ৫জি এর ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি অ্যামাজনে ১০,৪৯৮ টাকায় তালিকাভুক্ত আছে। আবার ব্যাঙ্ক অফারের সুবিধা গ্রহণ করলে, ফোনটি ৯,৪৯৯ টাকায় কেনা যায়। এর সাথে এক্সচেঞ্জ বোনাস দেওয়া হচ্ছে। ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট রয়েছে। এতে পাওয়া যাবে বড় ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি।
রেডমি এ৪ ৫জি এর ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি অ্যামাজনে ৮,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এতে স্ন্যাপড্রাগন ৪এস জেন ২ চিপসেট আছে। এর পাশাপাশি ৬.৮৮-ইঞ্চি ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে।
ফোনটির ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি অ্যামাজনে ৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেটের সাথে এসেছে। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ ব্যাটারি রয়েছে। এচে NFC সাপোর্ট করে।
লাভার স্মার্টফোনটি ৯,২৯০ টাকায় অ্যামাজনে তালিকাভুক্ত আছে। এই মূল্য ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। এই ফোনে পাওয়া যাবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ চিপসেট, ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি।
Xiaomi হ্যারি পটার প্রেমীদের জন্য একটি বিশেষ স্মার্টফোন এনেছে। এই ফোনের নাম Redmi Turbo 4…
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
This website uses cookies.