Redmi ও Poco পেরিস্কোপ টেলিফটো ক্যামেরার সাথে দুটি দুর্ধর্ষ ফোন আনছে
Redmi K90 Pro এবং POCO F8 Ultra স্মার্টফোনে উন্নত ক্যামেরা প্রযুক্তির ব্যবহার করা হবে। নতুন পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দেখা যেতে পারে।
অঙ্কিতা মন্ডল, কলকাতা: ক্যামেরা এমনই একটি ফিচার যা একটি নতুন ফোন কেনার আগে সবচেয়ে বিচার্স বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই প্রতিটি স্মার্টফোন কোম্পানিরা তাদের লেটেস্ট মডেলের ফটোগ্রাফি ডিপার্টমেন্ট ঢেলে সাজাচ্ছে। শোনা যাচ্ছে, Redmi এবং Poco ব্র্যান্ডের নেক্সট জেনারেশন ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলির ক্যামেরা প্রযুক্তিতে আপগ্রেড আসতে চলেছে। সূত্রের দাবি, আপকামিং Redmi K90 Pro এবং POCO F8 Ultra স্মার্টফোনগুলিতে উন্নত ক্যামেরা প্রযুক্তির ব্যবহার করা হবে।
জানা গিয়েছে, Redmi K90 Pro ও Poco F8 Ultra ফোন দুটিতে উন্নত জুম ক্যামেরা যুক্ত হবে। রেডমি তাদের K90 Pro মডেলটিতে বিভিন্ন আপগ্রেড করবে, যার মধ্যে একটি হল আল্ট্রাসনিক আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং অপরটি পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। Poco F8 Ultra ফোনটি Redmi K90 Pro-এরই রিব্র্যান্ডেড সংস্করণ হবে বলে আশা করা হচ্ছে, তাই এতেও এই ক্যামেরা প্রযুক্তি দেখা যেতে পারে।
উল্লেখ্য, Redmi K90 Pro ফোনটি ২.৫x অপটিক্যাল জুম এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন) সহ ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরার সাথে লঞ্চ হয়েছে। তাই K90 Pro সম্ভবত উন্নত অপটিক্যাল জুম আনছে। জল্পনা শোনা যাচ্ছে যে, রেডমি, পোকো সহ চাইনিজ ব্র্যান্ডগুলির আসন্ন ফ্ল্যাগশিপ ফোনগুলিতে নতুন Snapdragon 8 Elite 2 প্রসেসর অফার করবে। Redmi K90 সিরিজের পাশাপাশি OnePlus 14, Realme GT 8 Pro-এ ওই চিপসেট দেখা যেতে পারে।
ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, রেডমি, পোকোর আসন্ন ফোনগুলির আর্লি ইঞ্জিনিয়ারিং প্রোটোটাইপ পেরিস্কোপ টেলিফটো ক্যামেরার সাথে আসতে পারে। জনপ্রিয় Redmi K সিরিজে পেরিস্কোপ টেলিফটো ক্যামেরার সংযুক্তি শুধু সময়ের অপেক্ষা, কারণ আরও সাশ্রয়ী মূল্যের Redmi Note 14 Pro+ একই ধরণের প্রযুক্তি অফার করবে।
বাজেট ফ্রেন্ডলি রিচার্জ প্ল্যান এনে জনপ্রিয়তা লাভ করেছে BSNL। কম দামে দীর্ঘ মেয়াদের একাধিক রিচার্জ…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩১শে মার্চ, সোমবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Samsung আনতে চলেছে নতুন প্রযুক্তির ফোল্ডেবল স্মার্টফোন, যা ৩৬০ ডিগ্রি ফোল্ড করা যাবে বলে দাবি…
গত কয়েকবছরে স্মার্টফোনের ব্যাটারি ক্যাপাসিটিতে পরিবর্তন এসেছে। এখন ৫০০০ এমএএইচ এর পরিবর্তে ফোনে আরও বড়…
সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ডিএ মামলা (DA Case) নিয়ে বিতর্ক এখন…
নতুন অর্থবছর শুরুর আগেই ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) এক গুরুত্বপূর্ণ ঘোষণা করে ফেলল, যা সমস্ত…
This website uses cookies.