Redmi থেকে Motorola, Infinix থেকে Poco, ১০ হাজার টাকার কমে সেরা স্মার্টফোন

আপনি যদি ১০,০০০ টাকারও কম দামে সেরা স্মার্টফোন খোঁজ করে থাকেন, তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা সেইসব ফোনের সন্ধান দেবো যেগুলি বাজেটের মধ্যে সেরা ফিচার অফার করে। এই বিভিন্ন ই-কমার্স সাইটে ডিভাইসগুলি টপ সেলিং স্মার্টফোন।

১০ হাজারের নীচে সেরা ফোন ২০২৫

Motorola G35 5G

মোটোরোলা স্মার্টফোনে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির বড় ব্যাটারি আছে। বিশেষ অফারের ফোনটি ৯,৯৯৯ টাকায় কেনা যাবে।

READ MORE:  দাম ৮ হাজার টাকার কম, ৫০ মেগাপিক্সেল ক্যামেরার সেরা ৫ স্মার্টফোন দেখে নিন

Redmi A4 5G

ফোনটি স্ন্যাপড্রাগন ৪এস জেন ২ প্রসেসর দ্বারা চালিত এবং এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে আছে। এই সেলে আপনি ফোনটি ৮,৯৯৯ টাকায় কিনতে পারবেন।

Motorola G45 5G

ক্রেতারা স্টাইলিশ বিল্ড-কোয়ালিটি এবং ৫০০০ এমএএইচ ব্যাটারির মোটোরোলা ফোনটি ৯,৯৯৯ টাকায় কেনা যাবে। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

READ MORE:  Huawei Hi Nova 12z Camera: ৩৬ মিনিটেই ফুল চার্জ! ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার দুর্দান্ত স্মার্টফোন এল বাজারে | Huawei Hi Nova 12z Launched

Infinix Smart 8 HD

ইনফিনিক্সের এই ডিভাইসে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে আছে। এটি ইউনিসোক টি৬০৬ প্রসেসর সহ এসেছে এবং সিকিউরিটির জন্য রয়েছে সাইড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ক্রেতারা এটি ৬,৬৯৯ টাকায় কিনতে পারবেন।

Redmi 13C 5G

শাওমি স্মার্টফোনে আছে ৫জি কানেক্টিভিটি সহ ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান এবং এচে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। এটি ৯,০৯৯ টাকায় কেনা যাবে।

READ MORE:  ৬৯৯৯ টাকা থেকে শুরু ১২ জিবি র‌্যাম ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার এই তিন Motorola ফোন | Best Motorola Smartphone Under Price Rs 6999

Poco C65

পোকোর এই স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ বর্তমান। এতে ৬.৭৪ ইঞ্চি ডিসপ্লে আছে। এই ডিভাইসের দাম ৬,৯৯৮ টাকা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

Scroll to Top