লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Redmi 14C 5G: মাত্র ৪৯০ টাকায় 50MP ক্যামেরা, 128GB-র ফোন! প্রজাতন্ত্র দিবসে ধামাকা অফার দিচ্ছে Flipkart | Flipkart Republic Day Sale Redmi 14C 5G starting at Rs 490

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ পুরোনো ফোনটা স্লো হয়ে গিয়েছে? আপনি কি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন? তাহলে আপনার জন্য এই প্রজাতন্ত্র দিবসে রয়েছে জিভে জল আনার মত লোভনীয় অফার। মাত্র ৫০০ টাকারও কমে আস্ত একটা স্মার্টফোন পেয়ে যেতে পারেন। এই ফোনটিতে 50MP ক্যামেরা থেকে শুরু করে 128GB স্টোরেজ থাকবে। কিভাবে আর কথা থেকে? সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে আজকের প্রতিবেদনেই, তাই অবশ্যই শেষ অবধি পড়ুন।

৫০০ টাকারও কমে নতুন স্মার্টফোন দিচ্ছে ফ্লিপকার্ট | Flipkart Republic Day Sale 2025

হ্যাঁ একেবারে ঠিক দেখছেন, প্রতিবছরের মত এবারেও প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিরাট সেলের আয়োজন করেছে ই কমার্স সংস্থা ফ্লিপকার্ট। আর সেখানে স্মার্টফোনের উপর যেমন ছাড় রয়েছে তেমনি একেবারে নামমাত্র EMI-তেই ফোন কিনতেও পারা যাচ্ছে। আপনি যদি Redmi 14C 5G  কিনতে চান তাহলে সেটা মাত্র ৪৯০ টাকা দিয়েই নিজের করে নিতে পারেন। কিভাবে? সবটা জানাবো তবে তার আগে ফোনটির ফিচার্স সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক।

READ MORE:  ১০ হাজার টাকার কমে ভালো ক্যামেরা ও বড় ব্যাটারির সেরা ৫ ফোন, Redmi, Samsung আছে লিস্টে

Redmi 14C 5G এর ফিচার্স

কিছুদিন আগেই লঞ্চ হয়েছে Redmi 14 সিরিজ, যার মধ্যে Redmi 14C 5G মডেলটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে। বাজেটের মধ্যে সমস্ত ফিচার্স দেওয়ার কারণেই এর চাহিদা অনেকটাই বেশি। ফোনটি মোট ৩টি আলাদা ভার্শনে পাওয়া যাচ্ছে। যার মধ্যে দুটিতে 4GB Ram ও একটিতে 6GB RAM থাকবে। ষ্টার লাইট ব্লু, ষ্টার ডাস্ট পার্পল ও স্টারগেজ ব্ল্যাক এই তিনটি কালারে পাওয়া যাবে ফোনগুলি।

READ MORE:  DA নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল নবান্ন

ফোনটিতে 6.88 ইঞ্চির 120Hz ডিসপ্লে থাকবে যেটায় ব্লু লাইট সার্টিফিকেশন রয়েছে অর্থাৎ চোখের জন্য ক্ষতিকর নয় ডিসপ্লেটি। প্রসেসর হিসাবে থাকছে Qualcomm Snapdragon 4 Gen 2, যেটা মাল্টিটাস্কিংয়ের জন্য যথেষ্ট। বিশেষ করে 6GB RAM + 128GB Storage মডেলটি নিলে পারফর্মেন্স নিয়ে কোনো কথাই হবে না। এর সাথে পরবর্তীতে চাইলে স্টোরেজ বাড়ানোও যাবে Sd Card এর মাধ্যমে।

দুর্দান্ত ছবি তোলার জন্য Redmi 14C 5G ফোনটিতে 50MP প্রাইমারি সেন্সর থাকছে। এছাড়া সেলফির জন্য 8MP ক্যামেরা থাকছে। সারাদিন যাতে ব্যবহার করা যায় তার জন্য 5160 mAh এর দমদার ব্যাটারি ও সেটিকে চার্জ দেওয়ার জন্য 33 Watt এর ফাস্ট চার্জারও থাকছে। এছাড়া ফোনটি IP52 রেটিং থাকছে, যেটা ধুলো আর অল্প কিছুটা জলের থেকে বাঁচাবে।

READ MORE:  রাজ্যের উপর আর ভরসা নয়! এবার হাইকোর্টে যাচ্ছেন চাকরিহারারা

কিভাবে ৪৯০ টাকায় পাবেন Redmi 14C 5G?

এই মুহূর্তে 4GB + 64GB মডেলটির দাম চলছে ৯,৯৯৯ টাকা, 4GB + 128GB মডেলটির দাম চলছে ১০,৯৯৯ টাকা ও 6GB + 128GB মডেলটির দাম চলছে ১১,৯৯৯ টাকা। তবে যদি আপনার কাছে ক্রেডিট কার্ড থাকে তাহলে অতিরিক্ত ৫% ক্যাশব্যাক পাওয়া যাবে। আর যদি আপনি EMI করেন তাহলে ২৪ মাসের ক্ষেত্রে ৪৯০ টাকা আর যদি Bank of Baroda এর কার্ড থাকে তাহলে মাত্র ৩৫২ টাকা মাসে খরচ করেই ফোনটিকে কিনে ফেলতে পারবেন।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.