Redmi A5 এবার ইন্দোনেশিয়াতে লঞ্চ হল৷ বড় ডিসপ্লে, সক্ষম ক্যামেরা এবং শক্তিশালী ব্যাটারির সমন্বয়ে তৈরি হয়েছে এই ফোন।
বাংলাদেশে শাওমির ওয়েবসাইটে এখনও লিস্টেড না হলেও, ইতিমধ্যেই সেখানে অফলাইনে Redmi A5-এর বিক্রি শুরু হয়ে গিয়েছে। এই বাজেট ফ্রেন্ডলি ফোন ইউরোপেও আত্মপ্রকাশ করবে বলে জানা গিয়েছে। ভারতে কবে লঞ্চ হবে তা জানা না গেলেও, দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশে রেডমির নতুন ফোনটি রিলিজ হয়েছে বলে খবর সামনে এসেছে। বড় ডিসপ্লে, সক্ষম ক্যামেরা এবং শক্তিশালী ব্যাটারির সমন্বয়ে তৈরি হয়েছে Redmi A5। চলুন ফোনটির দাম সহ খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
Redmi A5: স্পেসিফিকেশন ও ফিচার্স
রেডমি এ৫ স্মার্টফোনে ৬.৮৮ ইঞ্চির এলসিডি ডিসপ্লে প্যানেল রয়েছে যা সর্বাধিক ৪৫০ নিটস ব্রাইটনেস, ২৬০ পিপিআই পিক্সেল ডেনসিটি, ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করবে। কোম্পানি বেশিরভাগ বাজেট স্মার্টফোনের মতো এটির রেজোলিউশন এইচডি প্লাস (৭২০ x ১৬৪০ পিক্সেল রেখেছে। সিকিউরিটির জন্য, সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। এতে ৪ জিবি ভার্চুয়াল র্যামের সুবিধা পাওয়া যাবে।
রেডমি এ৫ ফোনে ইউনিসক টি৭২৫০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি একটি ১২ ন্যানোমিটার প্রসেসর যার আটটি কোরের ক্লক স্পিড ১.৮ গিগাহার্টজ পর্যন্ত। ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজের সিঙ্গেল মেমরি কনফিগারেশন উপলব্ধ। ফোনের পিছনে আকর্ষণীয় দেখতে ফ্রস্টেড গ্লাস প্যানেল ও একটি ডিম্বাকৃতির ক্যামেরা মডিউল আছে, যার মধ্যে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা মিলবে।
অন্যদিকে, সেলফি ও ভিডিয়ো কলের জন্য, ডিসপ্লের ওয়াটারড্রপ নচের মধ্যে একটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ডিভাইসটির ৫,০০০ এমএএইচ ব্যাটারি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং অফার করবে। Redmi A5 সফটওয়্যারের দিক থেকে অ্যান্ড্রয়েড ১৫ গো এডিশনে রান করে, যা নিম্নমানের হার্ডওয়্যারের জন্য তৈরি অ্যান্ড্রয়েডের একটি হালকা সংস্করণ।
Redmi A5-এর দাম
ইন্দোনেশিয়াতে Redmi A5 স্মার্টফোনের দাম ১,১৯৯,০০০ আইডিআর থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১০,৩০০ টাকা। এটি ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভার্সনের মূল্য। ভারতে ফোনটি এর থেকেও সস্তায় লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। তবে এটি নাম পাল্টে এদেশে Poco C71 হিসাবে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।