Redmi A5 4G Launched: 8 হাজার টাকার কমে লঞ্চ হল Redmi A5 4G, 32 মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে বড় ব্যাটারি | Redmi A5 4G Price

শাওমি নিঃশব্দে Redmi A5 4G ফোন লঞ্চ করল। কম দামে দুর্দান্ত স্পেসিফিকেশন এটিকে বাজেট সেগমেন্টে অন্যতম সেরা বিকল্প করে তুলেছে। মজার বিষয় হল, এই ডিভাইসটি POCO C71 নামে ভারতে লঞ্চ হতে পারে বলে অনুমান করা হচ্ছে। Redmi A5 4G সম্প্রতি বাংলাদেশে পা রেখেছে। এই বাজেট স্মার্টফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৫২০০ এমএএইচ ব্যাটারি এবং AI ক্যামেরা সহ ভালো ডিসপ্লে আছে। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

READ MORE:  Redmi A5 Price: Redmi A5 ভারতের আগেই বাংলাদেশে খুব সস্তায় লঞ্চ হচ্ছে, জেনে নিন দাম ও ফিচার্স | Redmi A5 Launch in Bangladesh

Redmi A5 4G এর দাম

রেডমি এ৫ ৪জি এর ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম বাংলাদেশে ১০,৯৯৯ টাকা (ভারতে প্রায় ৭,৮৫৫ টাকা) এবং এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা (ভারতে প্রায় ৯,২৮৩ টাকা)। ফোনটি কালো, বেইজ, নীল এবং সবুজ, এই চারটি রঙে এসেছে।

Redmi A5 4G এর স্পেসিফিকেশন ও ফিচার

রেডমি এ৫ ৪জি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৮৮-ইঞ্চি HD+ এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এন্ট্রি লেভেলের এই ডিভাইসে রয়েছে স্মুথ স্ক্রলিং ফিচার। পারফরম্যান্সের জন্য এতে ইউনিসোক টি৭২৫০ চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি সোশ্যাল মিডিয়া, ওয়েব ব্রাউজিং এবং বেসিক গেমিংয়ের মতো দৈনন্দিন কাজ করার জন্য আদর্শ স্মার্টফোন।

READ MORE:  Flipkart Valentines Day Sale: ভ্যালেন্টাইনস ডে সেলে সস্তা হল ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার Redmi ফোন | Redmi Note 13 5G 108MP Camera Smartphone

ফটোগ্রাফির জন্য Redmi A5 4G স্মার্টফোনে ৩২ মেগাপিক্সেল AI রিয়ার ক্যামেরা উপস্থিত। আর সামনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই স্মার্টফোনে এজি ফ্রস্টেড গ্লাস ব্যাক এবং সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

Redmi A5 4G ডিভাইসটি POCO C71 নামে ভারতের মতো একাধিক বাজারে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। এটি ১০,০০০ টাকার কম দামে আসা সেরা একটি বাজেট ফোন হবে। যদিও পোকোর তরফে এখনও কোনও অফিসিয়াল তথ্য জানানো হয়নি।

READ MORE:  Redmi Turbo 4 K80 Ultra Specification: একঝাঁক স্মার্টফোন থেকে শুরু করে ট্যাব, Xiaomi লঞ্চ করছে চমকপ্রদ সব ডিভাইস | Redmi Turbo 4 K80 Ultra Launch Timeline

Scroll to Top