Redmi A5 4G Launched: 8 হাজার টাকার কমে লঞ্চ হল Redmi A5 4G, 32 মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে বড় ব্যাটারি | Redmi A5 4G Price
শাওমি নিঃশব্দে Redmi A5 4G ফোন লঞ্চ করল। কম দামে দুর্দান্ত স্পেসিফিকেশন এটিকে বাজেট সেগমেন্টে অন্যতম সেরা বিকল্প করে তুলেছে। মজার বিষয় হল, এই ডিভাইসটি POCO C71 নামে ভারতে লঞ্চ হতে পারে বলে অনুমান করা হচ্ছে। Redmi A5 4G সম্প্রতি বাংলাদেশে পা রেখেছে। এই বাজেট স্মার্টফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৫২০০ এমএএইচ ব্যাটারি এবং AI ক্যামেরা সহ ভালো ডিসপ্লে আছে। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
রেডমি এ৫ ৪জি এর ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম বাংলাদেশে ১০,৯৯৯ টাকা (ভারতে প্রায় ৭,৮৫৫ টাকা) এবং এর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা (ভারতে প্রায় ৯,২৮৩ টাকা)। ফোনটি কালো, বেইজ, নীল এবং সবুজ, এই চারটি রঙে এসেছে।
রেডমি এ৫ ৪জি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৮৮-ইঞ্চি HD+ এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এন্ট্রি লেভেলের এই ডিভাইসে রয়েছে স্মুথ স্ক্রলিং ফিচার। পারফরম্যান্সের জন্য এতে ইউনিসোক টি৭২৫০ চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি সোশ্যাল মিডিয়া, ওয়েব ব্রাউজিং এবং বেসিক গেমিংয়ের মতো দৈনন্দিন কাজ করার জন্য আদর্শ স্মার্টফোন।
ফটোগ্রাফির জন্য Redmi A5 4G স্মার্টফোনে ৩২ মেগাপিক্সেল AI রিয়ার ক্যামেরা উপস্থিত। আর সামনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই স্মার্টফোনে এজি ফ্রস্টেড গ্লাস ব্যাক এবং সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
Redmi A5 4G ডিভাইসটি POCO C71 নামে ভারতের মতো একাধিক বাজারে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। এটি ১০,০০০ টাকার কম দামে আসা সেরা একটি বাজেট ফোন হবে। যদিও পোকোর তরফে এখনও কোনও অফিসিয়াল তথ্য জানানো হয়নি।
ভারতে কুইক কমার্সের জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই পরিষেবার মাধ্যমে খুব তাড়াতাড়ি বিভিন্ন আইটেম বাড়িতে…
ভারত সরকার দেশের দরিদ্র ও অভাবী মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা…
প্রীতি পোদ্দার, কোচবিহার: কিছুদিন আগে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ে এক বিজেপি কর্মীকে যৌণ নিগ্রহের অভিযোগ…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পুরনো সঙ্গীর হাতেই বধ হবে RCB? বিষয়টা খানকিটা তেমনই। এক সময়ে রয়েল…
শ্বেতা মিত্র, কলকাতা: পেনশন নিয়ে জরুরি খবর। মূলত এবার মহিলাদের জন্য পারিবারিক পেনশন (Family Pension)…
আপনি যদি কম দামে নতুন LED TV কেনার কথা ভেবে থাকেন, তাহলে এই প্রতিবেদন থেকে…
This website uses cookies.