Redmi A5 4G বাংলাদেশের পর এবার ইউরোপের বাজারে আসছে। লঞ্চের আগেই ফাঁস দাম, ছবি ও ফিচার্স।
অঙ্কিতা মন্ডল, কলকাতা: গত সপ্তাহে আনুষ্ঠানিক লঞ্চের আগেই বাংলাদেশে শাওমির নতুন বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন, A5 4G এর বিক্রি শুরু হয়ে গিয়েছে। ফোনটি এ দেশে কবে লঞ্চ হবে সেই নিয়ে জল্পনা চললেও সংস্থার ভারতীয় শাখা এই নিয়ে কোনও মন্তব্য করেনি। কিন্তু এখন মনে করা হচ্ছে যে ডিভাইসটি ভারতের আগেই ইউরোপে রিলিজ হতে চলেছে। কারণ একটি সূত্র এই সাশ্রয়ী মূল্যের ফোনটির উচ্চমানের রেন্ডার, সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং ইউরোপীয় বাজারের জন্য দাম ফাঁস করেছেন।
Redmi A5 4G: স্পেসিফিকেশন ও ফিচার্স
টিপস্টার সুধাংশু আম্ভোরে ইউরোপে রেডমি এ৫ স্মার্টফোনের দাম সহ খুঁটিনাটি প্রকাশ করেছেন। এতে ৬.৮৮ ইঞ্চির এলসিডি ডিসপ্লে প্যানেল রয়েছে যার মধ্যে একটি ওয়াটারড্রপ নচ বর্তমান। স্ক্রিনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও সর্বাধিক ১৫০০ নিটস ব্রাইটনেস সমর্থন করবে, যা এই প্রাইস পয়েন্টে একেবারে বিরল। তবে অন্যান্য বাজেট ফোনের মতো রেজোলিউশন এইচডি প্লাস (৭২০ x ১৬৪০ পিক্সেল রাখা হয়েছে। নতুন এই ফোনে ইউনিসক টি৭২৫০ প্রসেসর ব্যবহার করেছে রেডমি।
এটি একটি এন্ট্রি-লেভেল প্রসেসর যা মৌলিক কাজ পরিচালনার বাইরে বেশি লোড নিতে পারবে না। খরচ কমাতে LPDDR4X র্যাম এবং eMMC 5.1 স্টোরেজ যুক্ত করা হয়েছে, এর ফলে অ্যাপ লোড হওয়ার সময় বাড়তে পারে। ফোনটির পিছনে দারুণ দেখতে ফ্রস্টেড গ্লাস প্যানেল ও একটি ডিম্বাকৃতির ক্যামেরা মডিউল রয়েছে, যার মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পরিচালিত ৩২ মেগাপিক্সেল ক্যামেরা মিলবে।
অন্যদিকে, সেলফি ও ভিডিয়ো কলের জন্য, সামনের দিকে একটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ৫,০০০ এমএএইচ ব্যাটারি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং অফার করবে। সিকিউরিটির জন্য, সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ (গো এডিশন) অপারেটিং সিস্টেমে চলে, যা নিম্নমানের হার্ডওয়্যারের জন্য তৈরি অ্যান্ড্রয়েডের একটি হালকা সংস্করণ।
ইউরোপে Redmi A5-এর দাম
টিপস্টারের দাবি, ইউরোপে Redmi A5 স্মার্টফোনের দাম ১৪৯ ইউরো থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৩,৮০০ টাকা। এটি ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজের মূল্য। ভারতে অবশ্য ফোনটি ১০,০০০ টাকার মধ্যে লঞ্চ হবে বলে আশা করা যায়।