রেডমি আজ ভারতে তাদের সাশ্রয়ী মূল্যের ফোন Redmi A5 লঞ্চ করল। এর দাম শুরু হয়েছে মাত্র ৬,৪৯৯ টাকা থেকে। এই স্মার্টফোনে আছে ৬.৮৮ ইঞ্চি HD+ ডিসপ্লে, ৩২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৫২০০ এমএএইচ ব্যাটারি। এটি তিনটি কালার অপশনে পাওয়া যাবে। রেডমির দাবি, এই ডিভাইসে দুটি বড় অ্যান্ড্রয়েড আপডেট আসবে।
Redmi A5 এর ভারতে দাম ও সেলের তারিখ
রেডমি এ৫ এর ৩ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬,৪৯৯ টাকা। আর ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭,৪৯৯ টাকা। এটি জয়সালমের গোল্ড, জাস্ট ব্ল্যাক ও পন্ডিচেরি ব্লু কালার অপশনে এসেছে।
রেডমি এ৫ আগামী ১৬ এপ্রিল দুপুর ১২টা থেকে Flipkart ও Xiaomi India-র অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কেনা যাবে।
Redmi A5 এর স্পেসিফিকেশন ও ফিচার
রেডমি এ৫ স্মার্টফোনে আছে ফ্ল্যাট ফ্রেম ও নতুন ধরনের মেটালিক ফিনিশ। ডিভাইসটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৮৮ ইঞ্চি HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে ইউনিসক টি৭২৫০ অক্টা-কোর প্রসেসর। হ্যান্ডসেটটি ৪ জিবি পর্যন্ত র্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। আবার এতে ৪ জিবি ভার্চুয়াল র্যাম সাপোর্ট করবে।
ফটোগ্রাফির জন্য Redmi A5 স্মার্টফোনে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। আর পিছনে আছে ৩২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও একটি সেকেন্ডারি সেন্সর। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলবে, এবং রেডমি জানিয়েছে যে, ডিভাইসটি ২টি বড় অ্যান্ড্রয়েড আপডেট ও ৪ বছরের সিকিউরিটি প্যাচ পাবে। সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও AI ফেস আনলক ফিচার রয়েছে।