Redmi A5 Price: Redmi A5 ভারতের আগেই বাংলাদেশে খুব সস্তায় লঞ্চ হচ্ছে, জেনে নিন দাম ও ফিচার্স | Redmi A5 Launch in Bangladesh
Redmi A5 নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছে। এটি একটি বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন যা শীঘ্রই ভারতে লঞ্চ হবে বলে জানা গিয়েছে। কিন্তু ভারতের আগেই বাংলাদেশে ফোনটির লঞ্চের সম্ভাবনা তৈরি হয়েছে। শাওমি ২০ মার্চ প্রতিবেশী দেশটিতে একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করেছে। সেখানে Redmi Note 14 সিরিজের পাশাপাশি Redmi A5 আত্মপ্রকাশ করতে পারে। অফিসিয়াল লঞ্চের আগেই, এখন ডিভাইসটির দাম, ছবি, এবং বৈশিষ্ট্য ফাঁস হয়েছে। নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত ক্রেতাদের জন্য আসছে এই ফোন।
বাংলাদেশের অফলাইন রিটেলারদের কাছে রেডমি এ৫ পাওয়া যাচ্ছে বলে শোনা গিয়েছে। এতে ৬.৮৮ ইঞ্চির এলসিডি ডিসপ্লে প্যানেল রয়েছে যার মধ্যে একটি ওয়াটারড্রপ নচ বর্তমান। স্ক্রিনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও এইচডি+ রেজোলিউশন অফার করে। নতুন এই স্মার্টফোনে ইউনিসক টি৭২৫০ প্রসেসর ব্যবহার করেছে শাওমি।
রেডমি এ৫ দুটি মেমরি কনফিগারেশনে বাজারে উপলব্ধ হবে – ৪ জিবি র্যাম + ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৬ জিবি র্যাম + ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ। ডিভাইসটিতে ৫,২০০ এমএএইচ ব্যাটারি থাকবে যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। তবে, ফোনের রিটেল বাক্সে একটি ১৫ ওয়াট চার্জার অন্তর্ভুক্ত রয়েছে।
রেডমি এ৫ ফোনটির পিছনে আকর্ষণীয় দেখতে ফ্রস্টেড গ্লাস প্যানেল ও একটি ডিম্বাকৃতির ক্যামেরা মডিউল রয়েছে, যার মধ্যে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পরিচালিত ৩২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা মিলবে। সেলফি ও ভিডিয়ো কলের জন্য, সামনের দিকে একটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। সিকিউরিটির জন্য, ফোনে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।
সূত্রের দাবি, বাংলাদেশে রেডমি এ৫ স্মার্টফোনের দাম ১০,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৭,৮৫০ টাকা। অন্যদিকে, ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজের মূল্য ১২,৯৯৯ টাকা, অর্থাৎ এখানকার টাকায় ৯,২৮০। এটি চারটি রঙে পাওয়া যাবে: কালো, বেইজ, নীল এবং সবুজ। তবে মনে রাখবেন, শাওমি আনুষ্ঠানিকভাবে এখনও স্পেসিফিকেশন বা দাম ঘোষণা করেনি।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৮ই মার্চ, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আজ আপনার দিন…
আগামী সেপ্টেম্বরে লঞ্চ হতে পারে iPhone 17 Air। তার আগে বিভিন্ন রিপোর্ট থেকে ডিভাইসটি সম্পর্কে…
ভারতের টেলিকম বাজারে আসতে চলেছে আবার নতুন বিপ্লব। রিলায়েন্স জিও এবং এয়ারটেল এবার হাত মিলিয়েছে…
ভাল ক্যামেরা-সহ একটি ফ্ল্যাগশিপ অর্থাৎ এমন একটি স্মার্টফোনের সন্ধানে রয়েছেন, যেখানে ঠাসা থাকবে ফিচার, তাহলে…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ ভারতীয় রেলে যাতায়াত করেন, কিন্তু অনেকেই হয়তো জানেন না যে, মহিলা যাত্রীদের…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ শেয়ারবাজারে (Stock Market Tips) এখন বিনিয়োগের প্রবণতা অনেকের মধ্যেই দেখা যায়। কিন্তু…
This website uses cookies.