Redmi Gaming Tablet Specification: বাজার কাঁপাতে আসছে রেডমির প্রথম গেমিং ট্যাবলেট, ফিচার্স শুনলে চোখ কপালে উঠবে | Redmi Gaming Tablet Launch Timeline
চাইনিজ টেক জায়ান্ট শাওমি এই বছর একঝাঁক নতুন ট্যাবলেটের উপর কাজ করছে বলে জানা গিয়েছে। যার মধ্যে রেডমি ব্র্যান্ডের একটি ট্যাব নিয়ে প্রত্যাশার পারদ চড়ছে। এটি কোম্পানির ফ্ল্যাগশিপ স্মার্টফোন Redmi K80 Ultra-র সঙ্গে ২০২৫ সালের তৃতীয় ত্রৈমাসিকের (জুলাই-সেপ্টেম্বর) মধ্যে বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম) পোস্ট অনুযায়ী, রেডমির গেমিং ট্যাবলেট জুলাই অথবা আগস্ট মাসে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে।
রেডমির গেমিং ট্যাবলেটে ৮.৮ ইঞ্চির এলসিডি ডিসপ্লে থাকবে যার রিফ্রেশ রেট বেশি হবে, ফলে গেমারদের মসৃণ ভিজ্যুয়ালের চাহিদা পূরণ হবে। ডিভাইসটিতে মিডিয়াটেকের আসন্ন ডাইমেনসিটি ৯৪০০+ প্রসেসর থাকবে। উল্লেখ্য, এটি ডাইমেনসিটি ৯৪০০ চিপসেটের একটি ওভারক্লকড ভেরিয়েন্ট, যা ফ্ল্যাগশিপ স্তরের পারফরম্যান্স নিশ্চিত করবে। নতুন মডেলটির মার্কেটিং নাম এখনও অজানা, তবে এটি রেডমি প্যাড প্রো-এর উত্তরসূরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
রেডমির গেমিং ট্যাবলেটটিতে মেটাল ইউনিবডি ডিজাইন থাকবে, যা দীর্ঘস্থায়ী গেমিং সেশনের জন্য হালকা ওজনের ফর্ম ফ্যাক্টর বজায় রেখে ড্যুরাবিলিটির প্রতিশ্রুতি দেয়। অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে উন্নত হ্যাপটিক ফিডব্যাকের জন্য ডুয়াল এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর, উন্নত সংযোগের জন্য ডুয়াল ইউএসবি-সি পোর্ট এবং ইমারসিভ অডিওর জন্য ডুয়াল-স্পিকার সেটআপ গুরুত্বপূর্ণ।
অন্যদিকে, রেডমির এই গেমিং ট্যাবের সাথে অথবা তারপর লঞ্চ হতে চলা Redmi K80 Ultra ফ্ল্যাগশিপ Dimensity 9400+ প্রসেসর, ১.৫কে রেজোলিউশনের ফ্ল্যাট ওলেড ডিসপ্লে, আল্ট্রাসনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, মেটালের তৈরি মিডল ফ্রেম, ৭,০০০ এমএএইচ বা তার বেশি ক্যাপাসিটির ব্যাটারি এবং ১০০ ওয়াট চার্জিং অফার করবে বলে আশা করা হচ্ছে।
বৈদ্যুতিক যানবাহন সম্পর্কে মানুষকে সচেতন করতে বিশ্ব ইভি দিবস পালিত হয়। সেই উপলক্ষে দেশীয় বৈদ্যুতিক…
শ্বেতা মিত্র, কলকাতা: বাংলায় রেকর্ড হারে বেড়েছে পর্যটকদের সংখ্যা (West Bengal Tourism)। ২০২৪ সালে বাংলায়…
প্রীতি পোদ্দার, কলকাতা: মার্চ মাসের শুরুতেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা যেন পাল্লা দিয়ে বাড়ছে। সূর্য মধ্য গগনের…
জুন মাস থেকে পাইপের মাধ্যমে ঘরে ঘরে গ্যাস (Pipeline Gas) পৌঁছাবে। বাংলার মানুষের জন্য দুর্দান্ত…
ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে চার্জিংয়ের সময় কমানোর জন্য ইতিমধ্যে গবেষণা শুরু করেছে একাধিক সংস্থা। পেট্রল বা…
আপনি যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট হোল্ডার হন এবং ব্যাঙ্কিংয়ের প্রয়োজনে SBI মোবাইল ব্যাঙ্কিং…
This website uses cookies.