লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Redmi K90 Processor: কম বাজেটের ক্রেতাদের জন্য সাশ্রয়ী মূল্যের ফ্ল্যাগশিপ ফোন আনছে Redmi, প্রসেসরে বড় চমক | Redmi K90 Launch Date

Published on:

Qualcomm এই বছরের অক্টোবরে পরবর্তী প্রজন্মের Snapdragon 8 Elite 2 প্রসেসর উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। সেই কারণেই এই চিপসেট চালিত একাধিক চাইনিজ ফ্ল্যাগশিপ ফোন বছরের অন্তিম ত্রৈমাসিকে লঞ্চ হবে। Xiaomi 16 সিরিজ উক্ত চিপ সমন্বিত প্রথম স্মার্টফোন হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে শাওমির সাব-ব্র্যান্ড রেডমিও চলতি বছরের শেষে Redmi K90 সিরিজ লঞ্চ করতে পারে। এই ফ্ল্যাগশিপে একটি কাস্টম-মেড চিপসেট ব্যবহার হতে পারে বলে দাবি করা হয়েছে।

READ MORE:  Oppo Find X8 Ultra Launched: পিছনে পাঁচটি ক্যামেরা, iPhone কে টেক্কা দিতে Oppo Find X8 Ultra দুর্ধর্ষ ফিচার সহ লঞ্চ হল, রয়েছে ওয়্যারলেস চার্জিং | Oppo Find X8 Ultra Price

জনপ্রিয় চীনা চিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করেছেন, Redmi K90 এবং K90 Pro কোয়ালকমের আসন্ন SM8845 এবং SM8850 চিপসেট দ্বারা চালিত হবে। শোনা যাচ্ছে যে SM8850 আসলে Snapdragon 8 Gen 4 প্রসেসর। অন্যদিকে, SM8845 হবে কাস্টম-ডিজাইন করা এক 3nm+ চিপ, যা কোয়ালকম ও রেডমি যৌথ উদ্যোগে তৈরি করছে।

READ MORE:  এপ্রিলে বিশাল সারপ্রাইজ নিয়ে হাজির হচ্ছে Redmi, আসছে 7,550mAh ব্যাটারির দুর্দান্ত ফোন

সূত্রের তরফে আরও জানানো হয়েছে, নতুন চিপটিতে সম্পূর্ণ কাস্টম আর্কিটেকচার রয়েছে। Snapdragon 8 Elite প্রসেসরের মতো বেঞ্চমার্ক স্কোর প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে এটি। তবে বাস্তবে কেমন পারফরম্যান্স পাওয়া যাবে সেটা এখনও অজানা। Redmi K90 সিরিজ প্রাইসের উপর বিশেষভাবে ফোকাশ করছে বলে খবর সামনে এসেছে। অর্থাৎ কর্মক্ষমতার বদলে সাশ্রয়ী মূল্যকেই বেশি গুরুত্ব দিয়ে দেখছে রেডমি।

READ MORE:  Flipkart Big Saving Days Sale: ভিভোর সবচেয়ে সেরা ক্যামেরা স্মার্টফোনে ৫৫০০ টাকা ডিসকাউন্ট, Vivo X200 5G লোভনীয় অফারে কিনুন | Vivo X200 5G Price Cut

উল্লেখ্য, ২০২৩ সালে বাজারে আসা Redmi K70 ফোনে Snapdragon 8 Gen 2 প্রসেসর ব্যবহার হয়েছিল, যা ২০২২ সালে প্রকাশ হয়। আবার K70 Pro মডেলটিতে ২০২৩ সালে রিলিজ হওয়া Snapdragon 8 Gen 3 চিপসেট ছিল। গত বছরের Redmi K80 ও K80 Pro যথাক্রমে Snapdragon 8 Gen 3 এবং Snapdragon 8 Elite প্রসেসর দিয়ে সজ্জিত।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.