Redmi Note 13 Pro Price Drop: হুর হুর করে কমল দাম, মাত্র ১৫ হাজারে পাওয়া যাচ্ছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরার Redmi Note 13 Pro স্মার্টফোন | Flipkart Month End Mobile Festival Sale
এক ধাক্কায় অনেকটা সস্তা হয়েছে Redmi Note 13 Pro। কোম্পানির একটি উল্লেখযোগ্য স্মার্টফোন, যা ফিচার ও ডিজাইনের নিরিখে বহু ব্যবহারকারীর দৃষ্টি আকর্ষণ করেছে। দাম কমে যাওয়ার ফলে এখন এটি ১৫ হাজার টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। মূলত, ২০ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত Flipkart এ চলবে মান্থ এন্ড মোবাইল ফেস্টিভ্যাল। এই সেল চলাকালীন, Redmi Note 13 সিরিজের প্রিমিয়াম মডেলটি এর আসল দামের তুলনায় কমে পাওয়া যাচ্ছে।
Redmi Note 13 Pro – তে ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ২০০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে, যা এই বাজেটে খুব কম ফোনেই দেখা যায়। এই স্মার্টফোনে কী ফিচার রয়েছে এবং কত টাকা ছাড় পাওয়া যাবে আসুন দেখে নেওয়া যাক।
২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ফ্লিপকার্টে চলবে মান্থ এন্ড মোবাইল ফেস্টিভ্যাল সেল। এই সেল চলাকালীন একাধিক স্মার্টফোনে ছাড় এবং অফার রয়েছে, যার মধ্যে একটি রেডমি নোট ১৩ প্রো। এই মোবাইল তিনটি ভ্যারিয়েন্টে উপলব্ধ – ৮ জিবি র্যাম + ১২৮ জিবি, ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি, এবং ১২ জিবি র্যাম + ৫১২ জিবি। রয়েছে তিনটি রংয়ের বিকল্প – আর্কটিক হোয়াইট, মিডনাইট ব্ল্যাক এবং কোরাল পার্পল। লঞ্চের সময়, এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ছিল ২৬,৯৯৯ টাকা। কিন্তু এখন এটি অ্যামাজনে মাত্র ২১,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।
অন্যদিকে, ফ্লিপকার্টে Flipkart Axis Bank ক্রেডিট কার্ড ব্যবহার করলে ৫ শতাংশ আনলিমিটেড ক্যাশব্যাক অফার রয়েছে। যদি আপনি আপনার পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করেন তাহলে দাম আরও ২১,১০০ টাকা পর্যন্ত কমাতে পারবেন। উদাহরণস্বরূপ, যদি আপনার পুরানো ফোনের মূল্য ৭,০০০ টাকা হয়, তাহলে আপনি এই নতুন স্মার্টফোনটি ১৫,০০০ টাকার মধ্যে কিনতে পারবেন। তবে এই ছাড় পুরনো ফোনের অবস্থার উপর নির্ভর করছে।
রেডমি নোট ১৩ প্রো ফোনে আছে ১.৫কে রেজোলিউশন-সহ ৬.৬৭ ইঞ্চি AMOLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১৮০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে।
ক্যামেরা রয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন-সহ ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সামনের সেলফির জন্য পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। স্মার্টফোনের ব্যাটারি ক্যাপাসিটি ৫,০০০ এমএএইচ, যা ৬৭ ওয়াট চার্জিং সাপোর্ট করে।
সহেলি মিত্র, কলকাতাঃ তাপপ্রবাহের মাঝেই টানা ঝড়, বৃষ্টি চলছে বাংলাজুড়ে। আর এর জেরে দহনজ্বালা থেকে…
Xiaomi হ্যারি পটার প্রেমীদের জন্য একটি বিশেষ স্মার্টফোন এনেছে। এই ফোনের নাম Redmi Turbo 4…
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
This website uses cookies.