শাওমির রেডমি নোট সিরিজের ডিভাইসগুলি ভারতীয় বাজারে খুবই জনপ্রিয়। আপনিও যদি রেডমির কোনো নতুন ফোন কিনতে চান তাহলে জানিয়ে রাখি যে, এই মুহূর্তে Redmi Note 14 5G-এর উপর বড় ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এই ডিভাইসটি অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজন থেকে 20 হাজার টাকার কম দামে অর্ডার করা যাবে। এই ফোনের সাথে ফ্ল্যাট ডিসকাউন্ট তো থাকছেই, সাথে ব্যাঙ্ক অফারের সুবিধা নেওয়া যাবে।
Redmi Note 14 5G ফোনে আছে Sony ট্রিপল ক্যামেরা এবং দাবি করা হয়েছে যে এতে সেগমেন্টের সবচেয়ে উজ্জ্বল AMOLED ডিসপ্লে পাওয়া যাবে। এই ডিভাইসে IP64 ধুলো এবং জল প্রতিরোধী রেটিং আছে এবং ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5। এই ডিভাইসে AI পাওয়ার্ড Xiaomi HyperOS কাস্টম স্কিন এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।
বিশেষ ছাড়ে অর্ডার করুন Redmi Note 14 5G
অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজনে রেডমি নোট 14 5G এর 8GB র্যাম + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্ট 16 শতাংশ ডিসকাউন্টে 24,999 টাকার পরিবর্তে 20,999 টাকায় তালিকাভুক্ত। আবার নির্বাচিত ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 1,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে, যারপর ডিভাইসটির দাম 20 হাজার টাকার কম হয়ে যাবে। তাছাড়া অন্যান্য অফারের সুবিধাও নেওয়া যেতে পারে।
ক্রেতারা চাইলে রেডমি নোট 14 5G কেনার সময় পুরানো ফোন এক্সচেঞ্জ করলে 18,400 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। তবে এই মূল্য পুরানো ফোনের মডেল এবং তার অবস্থার উপর নির্ভর করে।
Redmi Note 14 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
রেডমি নোট 14 5G ফোনে 6.67-ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে আছে, যা 120Hz রিফ্রেশ রেট এবং 2100 নিটস পিক ব্রাইটনেস অফার করে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7025 আল্ট্রা প্রসেসর দ্বারা চালিত। ফটোগ্রাফির জন্য এতে 50MP প্রাইমারি ক্যামেরা, 8MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 2MP ম্যাক্রো লেন্স সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে 20MP ফ্রন্ট ক্যামেরা। এতে 5110mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।