Redmi Note 14 5G Discounts: হোলির আগে সুখবর, রেডমির জনপ্রিয় স্মার্টফোনের দাম 2,000 টাকা দাম কমল | Xiaomi Holi Sale
হোলি আর কয়েকদিন পরেই। আর সেই উপলক্ষ্যে ভারতীয় ক্রেতাদের সুখবর শোনাল রেডমি। শাওমির এই সাব-ব্র্যান্ডটি Redmi Note 14 5G স্মার্টফোনে বিশেষ ছাড় দেওয়ার ঘোষণা করেছে। ‘শাওমি হোলি সেল’ নামে এই অফারের অধীনে আরও বেশ কিছু হ্যান্ডসেটে আকর্ষণীয় ডিসকাউন্ট দিচ্ছে কোম্পানি। জানিয়ে রাখি, Redmi Note 14 5G গত ডিসেম্বরে ভারতে লঞ্চ হয়েছিল। এতে AMOLED ডিসপ্লে ও MediaTek Dimensity 7025 Ultra প্রসেসর রয়েছে।
লঞ্চের সময়, রেডমি নোট ১৪ ৫জি-এর বেস ৬ জিবি + ১২৮ জিবি মডেলের দাম ছিল ১৮,৯৯৯ টাকা। আর উচ্চতর ৮ জিবি + ১২৮ জিবি এবং ৮ জিবি + ২৫৬ জিবি মডেলের দাম ছিল যথাক্রমে ১৯,৯৯৯ টাকা ও ২১,৯৯৯ টাকা। এখন হোলি অফারের অংশ হিসেবে, ফোনটির প্রতিটি স্টোরেজ ভেরিয়েন্টে ১,০০০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে।
বর্তমানে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যামাজনে ফোনটির বেস ভার্সনের মূল্য ১৭,৯৯৯ টাকা। এবং টপ-এন্ড ভার্সনগুলি ১৮,৯৯৯ টাকা ও ২০,৯৯৯ টাকায় লিস্টেড আছে। আবার নির্বাচিত ব্যঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ১,০০০ টাকার ছাড়/ক্যাশব্যাক মিলবে। এর ফলে ফোনটির কার্যকর দাম দাঁড়াচ্ছে যথাক্রমে ১৬,৯৯৯ টাকা, ১৭,৯৯৯ টাকা এবং ১৯,৯৯৯ টাকা।
রেডমি নোট ১৪ ৫জি ফোনে ৬.৬৭ ইঞ্চি ফুল-এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, ২১০০ নিট পিক ব্রাইটনেস, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, এইচডিআর১০+ সাপোর্ট, এসজিএস আই প্রোটেকশন, ডাইমেনসিটি ৭০২৫ আল্ট্রা প্রসেসর, ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,১১০ এমএএইচ ব্যাটারি রয়েছে।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি ISL-এ ব্যর্থতার পর AFC চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে কার্যত বিফলে গিয়েছে…
রঙের উৎসব কাটতে না কাটতেই দক্ষিণবঙ্গে শুরু হতে চলেছে চরম দাবদহের তাণ্ডব (Heat Wave)। আবহাওয়া…
আপনিও যদি গুগল ক্রোম ওয়েব ব্রাউজার ব্যবহার করেন, তাহলে সাবধান! কারণ ভারত সরকারের সাইবার সিকিউরিটি…
শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই যেন অষ্টম বেতন পে কমিশন (8th Pay Commission)…
দেশজুড়ে সরকারি শিক্ষকরা (School Teacher) এখন অধির আগ্রহে অপেক্ষা করছে অষ্টম বেতন কমিশন গঠন হওয়ার।…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ ফের পাকিস্তানের হাওয়া গরম। ভারতের অন্যতম কুখ্যাত শত্রু এবং লস্কর-ই-তৈবা (LeT)-এর সন্ত্রাসী…
This website uses cookies.