লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Redmi Note 14 5G Discounts: হোলির আগে সুখবর, রেডমির জনপ্রিয় স্মার্টফোনের দাম 2,000 টাকা দাম কমল | Xiaomi Holi Sale

Published on:

হোলি আর কয়েকদিন পরেই। আর সেই উপলক্ষ্যে ভারতীয় ক্রেতাদের সুখবর শোনাল রেডমি। শাওমির এই সাব-ব্র্যান্ডটি Redmi Note 14 5G স্মার্টফোনে বিশেষ ছাড় দেওয়ার ঘোষণা করেছে। ‘শাওমি হোলি সেল’ নামে এই অফারের অধীনে আরও বেশ কিছু হ্যান্ডসেটে আকর্ষণীয় ডিসকাউন্ট দিচ্ছে কোম্পানি। জানিয়ে রাখি, Redmi Note 14 5G গত ডিসেম্বরে ভারতে লঞ্চ হয়েছিল। এতে AMOLED ডিসপ্লে ও MediaTek Dimensity 7025 Ultra প্রসেসর রয়েছে।

READ MORE:  iQOO Z10x Specification: বাজার কাঁপাতে এপ্রিলেই লঞ্চ হচ্ছে iQOO Z10x, থাকবে বিশাল 6500mAh ব্যাটারি | iQOO Z10x Launch Date April 11

Redmi Note 14 5G কত টাকা ছাড়ে মিলছে

লঞ্চের সময়, রেডমি নোট ১৪ ৫জি-এর বেস ৬ জিবি + ১২৮ জিবি মডেলের দাম ছিল ১৮,৯৯৯ টাকা। আর উচ্চতর ৮ জিবি + ১২৮ জিবি এবং ৮ জিবি + ২৫৬ জিবি মডেলের দাম ছিল যথাক্রমে ১৯,৯৯৯ টাকা ও ২১,৯৯৯ টাকা। এখন হোলি অফারের অংশ হিসেবে, ফোনটির প্রতিটি স্টোরেজ ভেরিয়েন্টে ১,০০০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে।

READ MORE:  নতুন ফোন কিনবেন? এপ্রিলে লঞ্চ হচ্ছে Realme Narzo 80 Pro থেকে Vivo V50e | Upcoming Smartphone Launching in India in April 2025

বর্তমানে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যামাজনে ফোনটির বেস ভার্সনের মূল্য ১৭,৯৯৯ টাকা। এবং টপ-এন্ড ভার্সনগুলি ১৮,৯৯৯ টাকা ও ২০,৯৯৯ টাকায় লিস্টেড আছে। আবার নির্বাচিত ব্যঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ১,০০০ টাকার ছাড়/ক্যাশব্যাক মিলবে। এর ফলে ফোনটির কার্যকর দাম দাঁড়াচ্ছে যথাক্রমে ১৬,৯৯৯ টাকা, ১৭,৯৯৯ টাকা এবং ১৯,৯৯৯ টাকা।

Redmi Note 14 5G: স্পেসিফিকেশন

রেডমি নোট ১৪ ৫জি ফোনে ৬.৬৭ ইঞ্চি ফুল-এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, ২১০০ নিট পিক ব্রাইটনেস, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, এইচডিআর১০+ সাপোর্ট, এসজিএস আই প্রোটেকশন, ডাইমেনসিটি ৭০২৫ আল্ট্রা প্রসেসর, ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,১১০ এমএএইচ ব্যাটারি রয়েছে।

READ MORE:  Oppo A5 Pro 4G Launched: সস্তায় ৫০ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সহ Oppo A5 Pro (4G) লঞ্চ হল, রয়েছে ৫৮০০mAh ব্যাটারি

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.