Redmi Note 14 5G Discounts: হোলির আগে সুখবর, রেডমির জনপ্রিয় স্মার্টফোনের দাম 2,000 টাকা দাম কমল | Xiaomi Holi Sale
হোলি আর কয়েকদিন পরেই। আর সেই উপলক্ষ্যে ভারতীয় ক্রেতাদের সুখবর শোনাল রেডমি। শাওমির এই সাব-ব্র্যান্ডটি Redmi Note 14 5G স্মার্টফোনে বিশেষ ছাড় দেওয়ার ঘোষণা করেছে। ‘শাওমি হোলি সেল’ নামে এই অফারের অধীনে আরও বেশ কিছু হ্যান্ডসেটে আকর্ষণীয় ডিসকাউন্ট দিচ্ছে কোম্পানি। জানিয়ে রাখি, Redmi Note 14 5G গত ডিসেম্বরে ভারতে লঞ্চ হয়েছিল। এতে AMOLED ডিসপ্লে ও MediaTek Dimensity 7025 Ultra প্রসেসর রয়েছে।
লঞ্চের সময়, রেডমি নোট ১৪ ৫জি-এর বেস ৬ জিবি + ১২৮ জিবি মডেলের দাম ছিল ১৮,৯৯৯ টাকা। আর উচ্চতর ৮ জিবি + ১২৮ জিবি এবং ৮ জিবি + ২৫৬ জিবি মডেলের দাম ছিল যথাক্রমে ১৯,৯৯৯ টাকা ও ২১,৯৯৯ টাকা। এখন হোলি অফারের অংশ হিসেবে, ফোনটির প্রতিটি স্টোরেজ ভেরিয়েন্টে ১,০০০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে।
বর্তমানে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যামাজনে ফোনটির বেস ভার্সনের মূল্য ১৭,৯৯৯ টাকা। এবং টপ-এন্ড ভার্সনগুলি ১৮,৯৯৯ টাকা ও ২০,৯৯৯ টাকায় লিস্টেড আছে। আবার নির্বাচিত ব্যঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ১,০০০ টাকার ছাড়/ক্যাশব্যাক মিলবে। এর ফলে ফোনটির কার্যকর দাম দাঁড়াচ্ছে যথাক্রমে ১৬,৯৯৯ টাকা, ১৭,৯৯৯ টাকা এবং ১৯,৯৯৯ টাকা।
রেডমি নোট ১৪ ৫জি ফোনে ৬.৬৭ ইঞ্চি ফুল-এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, ২১০০ নিট পিক ব্রাইটনেস, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, এইচডিআর১০+ সাপোর্ট, এসজিএস আই প্রোটেকশন, ডাইমেনসিটি ৭০২৫ আল্ট্রা প্রসেসর, ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,১১০ এমএএইচ ব্যাটারি রয়েছে।
প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: এইমুহুর্তে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী নিয়ে গোটা বিশ্ব জুড়ে বেশ হইচই পড়ে…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ এবার পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সংবাদ। সম্প্রতি পশ্চিমবঙ্গের খ্যাতনামা কলেজ আইআইটি খড়গপুর…
বর্তমান সময়ে চাকরির বাজার ক্রমশই প্রতিযোগিতামূলক হয়ে উঠছে। আর এই কারণেই অনেকেই নিরাপদ এবং লাভজনক…
ফ্লিপকার্টে চলছে বিগ সেভিং ডেজ সেল। এই সেলে বাম্পার ডিসকাউন্টে একাধিক স্মার্টফোন কেনা যাচ্ছে। আমরা…
প্রীতি পোদ্দার, কোচবিহার: গতকাল ছিল বসন্ত উৎসব। আকাশে বাতাসে মিশেছিল খুশির রং। গোটা এলাকা যখন…
শ্বেতা মিত্র, কলকাতা: আপনিও কি পুরুলিয়া (Purulia) ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? বিশেষ করে পলাশ ফুল…
This website uses cookies.