Redmi Note 14s Launched: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ Redmi Note 14s লঞ্চ হল, কম দামে ৮ জিবি র‌্যাম ও বড় ব্যাটারি | Redmi Note 14s Price

Redmi Note 14s অবশেষে আজ লঞ্চ হল। এর দাম রাখা হয়েছে ২৫,০০০ টাকার কম। শুরুতে ডিভাইসটি চেক প্রজাতন্ত্র এবং ইউক্রেনে এটি পা রেখেছে। 4G কানেক্টিভিটি সহ আসা এই ফোনে ফটোগ্রাফির জন্য দেওয়া হয়েছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা। দুর্দান্ত ক্যামেরার পাশাপাশি Redmi Note 14s স্মার্টফোনে পাওয়া যাবে মিডিয়াটেক হেলিও জি৯৯ আল্ট্রা প্রসেসর, অ্যামোলেড ডিসপ্লে, IP64 রেটিং। আসুন এর সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম জেনে নেওয়া যাক।

Redmi Note 14s এর দাম

চেক প্রজাতন্ত্রে রেডমি নোট ১৪এস এর ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫,৯৯৯ চেক কোরুনা (প্রায় ২২,৭০০ টাকা) এবং ইউক্রেনে এর দাম প্রায় ২৩,১০০ টাকা। এটি অরোরা পার্পল, মিডনাইট ব্ল্যাক এবং ওশান ব্লু কালার সহ উভয় দেশে পাওয়া যাচ্ছে।

READ MORE:  POCO M7 5G Airtel Launched: সস্তায় চলে এল POCO M7 5G Airtel স্মার্টফোন, ১০ হাজার টাকার কমে ৫০ মেগাপিক্সেল সনি ক্যামেরা | POCO M7 5G Airtel Price in India

Redmi Note 14s এর ফিচার ও স্পেসিফিকেশন

রেডমি নোট ১৪এস ফোনটি ডুয়েল-সিম (ন্যানো + ন্যানো) সাপোর্ট সহ এসেছে এবং এটি শাওমির হাইপারওএস কাস্টম স্কিনে চলে। ফিচারের দিক এটি মূলত রেডমি নোট ১৩ প্রো ৪জি এর রিব্যাজড ভার্সন। এই স্মার্টফোনে ৬.৬৭-ইঞ্চি ফুল-এইচডি প্লাস (১০৮০×২৪০০ পিক্সেল) AMOLED ডিসপ্লে আছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ৫ দেওয়া হয়েছে। পারফরম্যান্সের জন্য এতে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৯৯ আল্ট্রা চিপসেট ব্যবহার করা হয়েছে।

READ MORE:  Redmi Book Pro 2025 Features: Xiaomi আনছে Redmi ব্র্যান্ডের প্রিমিয়াম ল্যাপটপ, থাকবে ইন্টেল কোর আল্ট্রা ৫ প্রসেসর | Redmi Book Pro 2025 Processor

ফটোগ্রাফির জন্য, Redmi Note 14s ডিভাইসে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা উপস্থিত। এর সাথে রয়েছে ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, ১৬ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে।

এর কানেক্টিভিটির অপশনের মধ্যে সামিল আছে ৪জি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.২, এনএফসি, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। সিকিউরিটির জন্য এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে। এতে পাওয়ার ব্যাকআপের জন্য ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

READ MORE:  ওপ্পো-ভিভো অতীত, সবথেকে কম সময়ে 36 লক্ষ স্মার্টফোন বিক্রির নজির গড়ল Redmi

Scroll to Top