লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Redmi Note 14s Price: 200 মেগাপিক্সেল ক্যামেরা সবথেকে সস্তায়! বিরাট চমক রেডমির এই নতুন স্মার্টফোনে | Redmi Note 14s Specification

Published on:

বর্তমানে Redmi Note 14 সিরিজের অধীনে একাধিক স্মার্টফোন ভারত ও চীনে উপলব্ধ। Note 14 5G , Note 14 Pro 5G এবং Note 14 Pro+ 5G ছাড়াও, Note 14 এবং Note 14 Pro-এর মতো 4G মডেল বিক্রি করছে শাওমির সাব-ব্র্যান্ডটি। আবার সম্প্রতি Redmi Note 14S নামে আরেকটি ফোর-জি স্মার্টফোনের সন্ধান পাওয়া গিয়েছে, যা খুব শীঘ্রই আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হতে পারে। এখন একটি সূত্র ডিভাইসটির দাম থেকে শুরু করে সম্পূর্ণ স্পেসিফিকেশন ও ডিজাইন ফাঁস করেছে।

READ MORE:  itel Zeno 10 Offer: Amazon এর বড় ভুল? মাত্র ৫৫০০ টাকায় ১১ জিবি র‌্যামের স্মার্টফোন কেনার সুযোগ | Smartphone Under Rupees 5500

Redmi Note 14S: স্পেসিফিকেশন ও দাম (সম্ভাব্য)

WinFuture.de প্রকাশনা তাদের প্রতিবেদনে দাবি করেছে যে, Redmi Note 14S স্মার্টফোনে অ্যামোলেড ডিসপ্লে থাকবে যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ফুলএইচডি+ রেজোলিউশন সাপোর্ট করবে। যদিও স্ক্রিনের আকার নির্দিষ্ট ভাবে উল্লেখ করা হয়নি, তবে এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ ৬.৬৭ ইঞ্চি স্ক্রিন রয়েছে বলে অনুমান করা হচ্ছে।

মিডিয়াটেকের Helio G99 Ultra প্রসেসর থাকবে এই ফোনে। অর্থাৎ শুধু ফোর-জি কানেক্টিভিটি অফার করবে। ৮ জিবি/১২ জিবি র‍্যাম ও ১২৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজ অপশনে আসতে পারে। ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। ফোনে পুরানো Android 14 থাকবে বলে দাবি করা হয়েছে। সে ক্ষেত্রে লেটেস্ট HyperOS 2.0 কাস্টম স্কিন থাকার সম্ভাবনা কম।

READ MORE:  OnePlus স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, আসছে Android 16 আপডেট

Redmi Note 14S-এর অন্যতম প্লাস পয়েন্ট হবে ফটোগ্রাফি। ফোনটির ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ একটি ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা থাকবে। সেলফি ও ভিডিয়ো কলের জন্য ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা মিলবে। ইউরোপে ২৪০ ইউরোর (প্রায় ২২,৬০০ টাকা) মধ্যে দাম থাকতে পারে। এটি ভারতেও লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।

READ MORE:  লক্ষাধিক টাকার Samsung Galaxy S25 Ultra ফোনের ক্যামেরায় সমস্যা, দুশ্চিন্তায় ক্রেতারা

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.