লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Redmi Turbo 4 K80 Ultra Specification: একঝাঁক স্মার্টফোন থেকে শুরু করে ট্যাব, Xiaomi লঞ্চ করছে চমকপ্রদ সব ডিভাইস | Redmi Turbo 4 K80 Ultra Launch Timeline

Published on:

Xiaomi চলতি বছরে কেমন ধরনের পণ্য বাজারে আনবে তার একটি আভাস দিয়েছে। সম্প্রতি চিনে সংস্থা একটি লাইভ ব্রডকাস্টের আয়োজন করেছিল, যেখানে আপকামিং প্রোডাক্টগুলির সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ হয়েছে বলে জানা গিয়েছে। রেডমির এক আধিকারিক চিনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ওয়েইবোতে সেই ইভেন্টের বক্তব্যের সারসংক্ষেপ তুলে ধরেছেন। চলুন জেনে নিই এই বছর শাওমি ভক্তদের জন্য কী কী চমক অপেক্ষা করছে।

Redmi Turbo 4 Pro শীঘ্রই আসছে

গিজমোচিনার প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির সবচেয়ে বড় ঘোষণাগুলির মধ্যে ছিল একটি নতুন রেডমি স্মার্টফোন। এটি আগামী মাসে লঞ্চ হওয়ার সম্ভাবনা। এই ডিভাইসটির মার্কেটিং নাম Redmi Turbo 4 Pro বলে অনুমান করা হচ্ছে। যে সব ক্রেতারা হাই-পারফরম্যান্স, কোয়ালিটি এবং দীর্ঘ ব্যাটারি লাইফ খুঁজছেন, তাদের জন্য তৈরি করা হচ্ছে বলে দাবি করা হয়েছে।

READ MORE:  Realme GT 7 Memory: ফোনের স্টোরেজ ফুরিয়ে যাওয়ার চিন্তা থেকে মুক্ত করবে রিয়েলমি, দেশে আনছে নতুন চমক | Realme GT 7 Specification

আরও বিস্তারিত! দাম কমলো সমস্ত আইফোনের, Flipkart Big Saving Days সেলে বিরাট সস্তায় iPhone 13 থেকে iPhone 16

Redm K80 Ultra লঞ্চ হতে বেশি দেরি নেই

ফোনটির অন্যতম চমক হতে পারে Snapdragon 8s Elite প্রসেসর। জল্পনা সত্যি হলে কোয়ালকমের এই নেক্সট জেনারেশন ফ্ল্যাগশিপ চিপসেটের প্রথম ফোনগুলির মধ্যে একটি হতে পারে এটি। আবার Redmi Turbo 4 Pro ছাড়াও আরেকটি চমৎকার স্মার্টফোনের উপর শাওমি কাজ করছে বলে খবর সামনে এসেছে। এই মডেলটির নাম Redmi K80 Ultra। এটি মে বা জুন মাসে লঞ্চ হতে পারে।

READ MORE:  সবথেকে শক্তিশালী ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে Redmi Turbo 4 Pro, চার্জ দিতে ভুলে যাবেন!

আরও বিস্তারিত! নতুন স্মার্টফোন নিয়ে কামব্যাক করল HTC, জলের দরে বিশাল স্ক্রিন ও 50MP ক্যামেরা

আরও কিছু ফোন ও ট্যাবলেট আনছে শাওমি

ডিভাইসটিতে Dimensity 9400 Plus প্রসেসর থাকার সম্ভাবনা, যাা ভবিষ্যতে ভিভো, ওপ্পো, এবং আউকিউ ব্র্যান্ডের ফোনে ব্যবহৃত হবে। এছাড়া, Xiaomi Civi সিরিজে উল্লেখযোগ্য আপডেট আসবে বলে নিশ্চিত করা হয়েছে। আসন্ন Xiaomi Civi 5 Pro স্মার্টফোনে Snapdragon 8s Elite প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে। সবশেষে, একটি নতুন ট্যাবলেট ও Redmi K90 সিরিজের উপরেও কাজ শুরু করেছে শাওমি।

READ MORE:  CMF Phone 2 Pro Design: ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সহ নজরকাড়া ডিজাইন, CMF Phone 2 Pro এই মাসেই বাজারে আসছে

আরো পড়ুন:

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.