Xiaomi হ্যারি পটার প্রেমীদের জন্য একটি বিশেষ স্মার্টফোন এনেছে। এই ফোনের নাম Redmi Turbo 4 Pro হ্যারি পটার লিমিটেড এডিশন। এটি মিড-রেঞ্জ সেগমেন্টের একটি চমকপ্রদ ডিভাইস। আপাতত ডিভাইসটি শুধুমাত্র চীনে পাওয়া যাচ্ছে। এই স্মার্টফোনের ডিজাইন ও ইউআই হ্যারি পটার ক্যারেক্টার অনুপ্রাণিত। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Redmi Turbo 4 Pro হ্যারি পটার লিমিটেড এডিশনের দাম ও ফিচার
রেডমি টার্বো ৪ প্রো হ্যারি পটার লিমিটেড এডিশনের দাম রাখা হয়েছে ২,৭৯৯ ইউয়ান (প্রায় ৩২,৮০০ টাকা)। এই লিমিটেড এডিশনটি বিশেষ প্যাকেজিং এবং থিমেটিক ডিজাইন সহ এসেছে।
রেডমি টার্বো ৪ প্রো হ্যারি পটার লিমিটেড এডিশনের স্পেসিফিকেশন ও ফিচার বেস মডেলের মতোই। এর সামনে আছে ৬.৮৩ ইঞ্চি 1.5K OLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং সর্বোচ্চ ব্রাইটনেস ৩২০০ নিটস। পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোনে পাওয়া যাবে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ প্রসেসর।
এই লিমিটেড এডিশনে বিশেষ হ্যারি পটার থিমের ব্যাক প্যানেল উপস্থিত, যা স্মার্টফোনটির লুক ব্যতিক্রমী করে তুলেছে। ক্যামেরা সিস্টেমেও বিশেষ ডিজাইন দেখা যাবে। এর সঙ্গে একাধিক হ্যারি পটার থিমযুক্ত অ্যাক্সেসরিজ যেমন কাস্টম কেস, সিম ইজেক্টর পিন, বক্স, চার্জার এবং ডকুমেন্টেশনও দেওয়া হচ্ছে।
ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল Sony LYT-600 প্রাইমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭৫৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।