Reliance Jio, Vi, Airtel এর ফ্রি জিও হটস্টার প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্রিপেইড রিচার্জ প্ল্যান
আপনি যদি জিও হটস্টার সাবস্ক্রিপশন সহ সাশ্রয়ী মূল্যের প্রিপেইড প্ল্যানগুলি খোঁজ করে থাকেন, তাহলে ভোডাফোন-আইডিয়া (Vi) এর পোর্টফোলিওতে বেশ কয়েকটি রিচার্জ প্ল্যান আছে। এর মধ্যে একটি প্ল্যান Jio এবং Airtel এর তুলনায় সবচেয়ে সস্তা। আজ্ঞে হ্যাঁ! Vodafone Idea ২০০ টাকার কমে জিও হটস্টার সাবস্ক্রিপশন সহ আকর্ষণীয় একটি প্ল্যান অফার করছে। সংস্থার এই প্ল্যানের দাম ১৫১ টাকা। যেখানে জিও হটস্টার সাবস্ক্রিপশন সহ Jio-র প্ল্যানের দাম ৯৪৯ টাকা। আবার জিও হটস্টারের সাথে Airtel সবচেয়ে সস্তা প্ল্যানের দাম ৩৯৮ টাকা।
জিও হটস্টার সাবস্ক্রিপশন সহ ভোডাফোন-আইডিয়ার সবচেয়ে সস্তা প্ল্যানের দাম ১৫১। এটি একটি ডেটা প্ল্যান যা ৩০ দিনের ভ্যালিডিটি এবং মোট ৪ জিবি ডেটা অফার করে। ভোডাফোন- আইডিয়ার পোর্টফোলিওতে আরেকটি ১৬৯ টাকার প্ল্যানও অন্তর্ভুক্ত রয়েছে, যেখানেও জিও হটস্টারের সাবস্ক্রিপশন সহ, ৩০ দিনের বৈধতা এবং মোট ৮ জিবি ডেটা পাওয়া যায়। এই দুটি প্ল্যানে তিন মাস ধরে জিও হটস্টারের কনটেন্ট দেখা যাবে।
এগুলি ছাড়াও, Vi একটি ৪৬৯ প্ল্যানও রিচার্জ করতে দেয়, যেখানে তিন মাসের জন্য জিও হটস্টারের বিনামূল্যে অ্যাক্সেস পাওয়া যায়। এখানে প্রতিদিন ২.৫ জিবি ডেটা এবং মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত আনলিমিটেড ডেটা উপভোগ করা যায়। এছাড়াও রয়েছে প্রতিদিন ১০০ টি ফ্রি এসএমএস এবং আনলিমিটেড কলিং। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।
জিও তাদের গ্রাহকদের ৯৪৯ টাকার প্ল্যানের সাথে জিও হটস্টারের সাবস্ক্রিপশন দেয়। এটি তিন মাসের জন্য বৈধ। জিও-র এই প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন। এখানে প্রতিদিন ২ জিবি করে ডেটা পাওয়া যাবে। যোগ্য গ্রাহকরা এই প্ল্যানে আনলিমিটেড 5G ডেটাও পাবেন। এর সাথে ১০০টি ফ্রি এসএমএস এবং আনলিমিটেড কলিং অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া জিও টিভি বিনামূল্যে দেখা যাবে।
জিও হটস্টার সাবস্ক্রিপশন সহ এয়ারটেলের সবচেয়ে সস্তা প্ল্যানের দাম ৩৯৮ টাকা। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এখানে প্রতিদিন ২ জিবি ডেটা পাওয়া যাবে। এর সাথে রয়েছে আনলিমিটেড 5G ডেটা। এই প্ল্যানে প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস এবং আনলিমিটেড কলিং উপভোগ করা যাবে।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ নয় মাস ধরে মহাকাশে আটকে থাকার পর অবশেষে পৃথিবীতে ফিরছেন সুনীতা উইলিয়ামস…
হোলির মরসুমে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দারুণ সুসংবাদ। সরকার ঘোষণা করেছে যে, ষষ্ঠ বেতন কমিশনের…
শ্বেতা মিত্র, কলকাতা: বছর ঘুরলেই বাংলায় রয়েছে বিধানসভা ভোট। এরই মাঝে রাজ্য সরকারের কাছে অন্যতম…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ রঙের মরসুম শেষ। তবে ভারতের সোনার বাজারে তেমন কোন পরিবর্তন আসেনি। তবে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: সম্প্রতি অবসর ভেঙে ভারতীয় ফুটবল দলে ফিরেছেন সুপারস্টার ফুটবলার সুনীল ছেত্রী। ভারতীয়…
সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মনের মধ্যে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে,…
This website uses cookies.