Remittance: ৫ মুসলিম দেশ থেকে কাঁড়ি কাঁড়ি টাকা এল ভারতে, তথ্য দিল RBI | Thousand Of Crore In India
সৌভিক মুখার্জী, কলকাতা: বিদেশে কর্মরত ভারতীয়দের পাঠানো রেমিট্যান্স (প্রবাসী আয়) দেশের অর্থনীতিতে প্রধান ভূমিকা রাখে। প্রতিবছর ঠিক কত টাকা বিদেশ থেকে ভারতে আসে এবং কোন কোন দেশ থেকে সবচেয়ে বেশি টাকা আসে, এই বিষয়ে অনেকেরই আগ্রহ। সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংক তাদের বুলেটিন রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে ২০২৩-২৪ অর্থবর্ষে বিদেশ থেকে ভারতে আসা রেমিট্যান্সের (Remittance) পরিসংখ্যান দেওয়া হয়েছে।
সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ২০২৩-২৪ সালে বিদেশ থেকে ভারতে মোট ১১৮.৭ বিলিয়ন মার্কিন ডলার ভারতে এসেছে, যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় ৯.৮৮ লক্ষ কোটি টাকা। জানলে অবাক হবেন, এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে টাকা এসেছে কয়েকটি মুসলিম দেশ থেকে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে।
RBI বুলেটিন ২০২৫ অনুযায়ী, ২০২৩-২৪ সালে ভারতে আসা মোট রেমিট্যান্সের ৩৮ শতাংশ এসেছে পাঁচটি মুসলিম প্রধান দেশ থেকে। তালিকায় রয়েছে সংযুক্ত আরব আমিরাত (UAE), সৌদি আরব, কাতার, ওমান এবং বাহরাইন। ভারতে আসা মোট ১১৮.৭ বিলিয়ন মার্কিন ডলারের ৩৮ শতাংশ অর্থাৎ, ৪৫.১০ বিলিয়ন মার্কিন ডলার এই পাঁচটি দেশ থেকেই এসেছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩.৯৮ লক্ষ কোটি টাকা।
এই তালিকার শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাত (UAE)। ২০২০-২১ অর্থবর্ষে ভারতে আসা মোট রেমিট্যান্সের ১৮% এসেছিল UAE থেকে। এমনকি ২০২৩-২৪ সালে এটি বেড়ে ১৯.২% এ দাঁড়িয়েছে। অর্থাৎ, প্রায় ২২.৮২ বিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২ লক্ষ কোটি টাকা। মূলত সংযুক্ত আরব আমিরাতের (UAE) কর্মরত ভারতীয়রা নির্মাণ শিল্প, স্বাস্থ্য পরিষেবা, পর্যটন ও ব্যবসায়িক খাতে কাজ করেন। এজন্যেই এই দেশ থেকে ভারতে আসা রেমিট্যান্সের পরিমাণ সবচেয়ে বেশি।
যদি বিশ্বের সমস্ত দেশগুলির তুলনা করা হয়, তাহলে ভারতের সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে যুক্তরাষ্ট্র (USA) থেকে। ২০২০-২১ সালে ভারতের মোট রেমিট্যান্সের ২৩.৪% এসেছিল আমেরিকা থেকে। জানলে অবাক হবেন, ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২৭.৭%।
প্রবাসী ভারতীয়দের পাঠানো টাকা দেশের অর্থনীতির প্রধান শক্তি। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আসে এই বিপুল পরিমাণ টাকা ভারতের অর্থনীতিকে চাঙ্গা রাখে। রিপোর্ট অনুযায়ী, আগামী দিনে রেমিট্যান্সের পরিমাণ আরো বাড়তে পারে, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে।
এখানে আমরা ১০ হাজার টাকার কমে দুর্দান্ত ক্যামেরা সহ লঞ্চ হওয়া ডিভাইসগুলি সম্পর্কে বলবো। এই…
Samsung Galaxy M16 5G ফোনটি ১২ হাজার টাকার কমে বাড়ি নিয়ে যাওয়া যাবে। সুমন পাত্র,…
মোটোরোলা এজ ৬০ ফিউশন ৫জি আগামী ২ এপ্রিল ভারতে লঞ্চ হবে। এই দিন দুপুর ১২…
জিও ইলেকট্রিক সাইকেল ই-ভেহিকল জগতে নতুন আলোড়ন সৃষ্টি করেছে! যারা কম দামে অসাধারণ রেঞ্জ ও…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ২৬শে মার্চ, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) আপনার জন্য কী নিয়ে…
boAt Storm Infinity এর দাম ১,২৯৯ টাকা রাখা হয়েছে এবং নির্বাচিত ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে ১০০…
This website uses cookies.