Revolt RV BlazeX Launched: ফুল চার্জে ১৫০ কিমি মাইলেজ, অসাধারণ ইলেকট্রিক বাইক লঞ্চ করল ভারতীয় সংস্থা | Revolt RV BlazeX Price

বৈদ্যুতিক দু’চাকা গাড়ি তৈরির জন্য পরিচিত সংস্থা Revolt Motors লঞ্চ করল RV BlazeX ইলেকট্রিক বাইক। এই নতুন ই-বাইকের দাম রাখা হয়েছে ১.১৫ লাখ টাকা (এক্স-শোরুম)। কমিউটার কেন্দ্রিক বাইক হিসাবে মডেলটি বাজারে এনেছে সংস্থাটি, অর্থাৎ নিত্য যাতায়াতের জন্য যাতে ব্যবহার করা হয় সেই বিষয়টি খেয়াল রাখা হয়েছে। এই মোটরসাইকেলে ফুল চার্জে ১৫০ কিলোমিটার রেঞ্জ পাওয়া যাবে বলে দাবি করেছে রেভোল্ট মোটরস।

Revolt RV BlazeX ইলেকট্রিক বাইকের দাম ও বুকিং

ইলেকট্রিক বাইকের এক্স-শোরুম দাম ১.১৫ লাখ টাকা। অন-রোড প্রাইস আর একটু বেশি হতে পারে। বাইকের বুকিং ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। টোকেন মূল্য ৫০০ টাকা। বাইকের ডেলিভারি শুরু হবে মার্চ থেকে। এই বাইকের সঙ্গে তিন বছরের ওয়ারেন্ট অথবা ৪৫,০০০ কিলোমিটার কভারেজ পাওয়া যাবে।

READ MORE:  Komaki X3 Price: একটার দামে বাড়ি আনুন দুটো ইলেকট্রিক স্কুটার! বাম্পার অফার দিচ্ছে এই কোম্পানি | Komaki X3 E-Scooter Special Offer

Revolt RV BlazeX ইলেকট্রিক বাইকের রেঞ্জ ও ফিচার্স

RV BlazeX-এ ৩.২৪ কিলোওয়াট আওয়ার লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা প্রতি চার্জে ১৫০ কিলোমিটার রেঞ্জ (আইডিয়াল ড্রাইভিং রেঞ্জ) প্রদান করে। বাইকটি স্টার্লিং সিলভার ব্ল্যাক ও ইক্লিপস রেড ব্ল্যাক রঙে পাওয়া যাবে। সর্বোচ্চ গতি ৮৫ কিমি প্রতি ঘণ্টা। বাইকে তিনটি রাইডিং মোড এবং একটি রিভার্স মোড বর্তমান। সাসপেনশন সেটআপে রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক ও টুইন রিয়ার শক অ্যাবজর্বার। উভয় চাকায় মিলবে ডিস্ক ব্রেক।

READ MORE:  রয়্যাল এনফিল্ডের অনুভূতি দেবে হোন্ডার এই বাইক, এবার নতুন রূপে মন জিততে আসছ

দ্রুত বা নিয়মিত চার্জিংয়ের জন্য একটি স্ট্যান্ডার্ড থ্রি-পিন সকেট রয়েছে। দ্রুত চার্জিংয়ের মাধ্যমে, ব্যাটারি মাত্র ৮০ মিনিটের মধ্যে ৮০% চার্জ করা যাবে। আর স্ট্যান্ডার্ড হোম চার্জিংয়ে একই স্তরে পৌঁছতে প্রায় ৩ ঘন্টা ৩০ মিনিট সময় লাগবে। স্পোর্টি লুক দিতে ডুয়াল-টোন গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে।

রিভোল্ট আরভি ব্লেজএক্স একটি উঁচু হ্যান্ডেলবার, সিঙ্গেল-পিস সিট এবং পিলিয়নের জন্য গ্র্যাব রেল পেয়েছে। সঙ্গে মিলবে এলইডি টেললাইট, ৬ ইঞ্চি এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, যার সঙ্গে জিও-ফেন্সিং এবং ওভার-দ্য-এয়ার (OTA) আপডেটের মতো স্মার্টফোন সংযোগ বৈশিষ্ট্যগুলি পাওয়া যাবে। বাইকের সামনে একটি স্টোরেজ বক্স এবং সিটের নীচে একটি চার্জিং কম্পার্টমেন্টও রয়েছে।

READ MORE:  Apache, Ntorq-দের বাজিমাত! ইতিহাসে এই প্রথম TVS-এর কাছে হেরে তিনে নামল Hero | TVS Overtakes Hero Motocorp for The First Time

Scroll to Top