লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Richest State In India: কর্ণাটক বা গুজরাট নয়, ভারতের সবথেকে ধনী রাজ্য কোনটি জানেন? দেখুন কততে পশ্চিমবঙ্গ | India’s Richest State Is Maharashtra

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: এখন যদি কাউকে ভারতের সবথেকে ধনী রাজ্য (Richest State In India) নিয়ে প্রশ্ন করা হয়, তাহলে 90% মানুষ ভুল উত্তর দেবেন। কেউ হয়তো বলবেন গুজরাট, কেউ বলবেন কর্ণাটক, কেউ বা বলবেন তামিলনাড়ুর মত রাজ্য। কিন্তু আসলে কি তাই? সূত্র বলছে, বাস্তবে মহারাষ্ট্রই ভারতের সবথেকে বড় অর্থনৈতিক শক্তি, যা দেশের মোট জিডিপির 13.3% অবদান রাখে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

সম্প্রতি এক সমীক্ষা অনুযায়ী, 2023-24 অর্থবছরে ভারতের জিডিপিতে মহারাষ্ট্রের অংশীদারিত্ব ছিল 13.3%। যদিও 2010-11 সালে এটি ছিল 15.2%। সেই তুলনায় কিছুটা কমেছে। তবে মহারাষ্ট্রই বর্তমানে ভারতের প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি।

READ MORE:  ৩ লক্ষ রেশন কার্ড বাতিল করে দিল সরকার, আপনি তালিকায় নেই তো?

গুজরাটের উন্নতি সত্ত্বেও মহারাষ্ট্র শীর্ষে

গুজরাট রাজ্য অর্থনৈতিক দিক থেকে দ্রুত সামনের দিকে এগোচ্ছে। 2010-11 সালে গুজরাটের জিডিপিতে অবদান ছিল মাত্র 7.5%, যা 2022-23 এ এসে 8.1% পৌছেছে। তবে ব্যক্তিগত আয়ের নিরিখে মহারাষ্ট্র পিছিয়ে পড়েছে গুজরাট, তেলেঙ্গানা, হরিয়ানা কর্ণাটকের মতো রাজ্যগুলির থেকে। সূত্র বলছে, 2023-24 সালে মাথাপিছু আয়ে সবথেকে এগিয়ে যে রাজ্যগুলি সেগুলি হল-


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now
  • সিকিম 319.1%, যা সর্বোচ্চ স্থানে রয়েছে
  • গোয়া 290.7%
  • দিল্লি 250.8%
  • তেলেঙ্গানা 193.6%
  • কর্ণাটক 180.7%
  • হরিয়ানা 176.8%
  • তামিলনাড়ু 171.1%
READ MORE:  লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা ২২০০ টাকা হচ্ছে, রাজ্য সরকারের বড় ঘোষণা

অর্থাৎ, হিসাবের দিকে তাকালে মহারাষ্ট্র এখনো দেশের সবচেয়ে বড় অর্থনীতি রাজ্য হলেও ব্যক্তিগত আয়ের নিরিখে অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে।

নয়া কোম্পানি রেজিস্ট্রেশনে মহারাষ্ট্রই শীর্ষে

নয়া কোম্পানি রেজিস্ট্রেশনে উত্তরপ্রদেশ, দিল্লির মতো রাজ্যগুলিকে টপকে গেছে মহারাষ্ট্র। হ্যাঁ ঠিকই শুনেছেন। 2024-25 অর্থবছরের প্রথম দশ মাসে মহারাষ্ট্রে নতুন কোম্পানির রেজিস্ট্রেশন হয়েছে 21,000 টি। যেখানে উত্তরপ্রদেশে এই সংখ্যা 15,590 এবং দিল্লিতে এই সংখ্যা মাত্র 12,759। সুতরাং, মহারাষ্ট্র এখনো দেশের প্রধান বাণিজ্যিক হাব। তবে অন্যান্য রাজ্যের যে হারে দ্রুত অর্থনৈতিক উন্নতি হচ্ছে, সেক্ষেত্রে ভবিষ্যতে প্রতিযোগিতা আরো বাড়বে।

READ MORE:  Made In India: বিশ্বে দাপট 'মেড ইন ইন্ডিয়া' স্মার্টফোনের! খুশি হওয়ার সুযোগ দিল Apple, Samsung | Made In India Smartphone Shipments

ভবিষ্যৎ কী বলছে?

ভবিষ্যৎ নিয়ে কথা বললে চোখ বন্ধ করেই বলা যাবে মহারাষ্ট্র দেশের প্রধান অর্থনৈতিক চালিকাশক্তি হিসাবে শীর্ষস্থানে থাকবে। কিন্তু গুজরাট, কর্ণাটক, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশের মত রাজ্যগুলিও অর্থনৈতিকভাবে দ্রুত এগোচ্ছে। পাশাপাশি মাথাপিছু আয় বৃদ্ধিতে এগিয়ে যাচ্ছে ছোট ছোট রাজ্যগুলি। ওদিকে ধনী রাজ্যগুলোর তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। 

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.