বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোমবার দিল্লির বিরুদ্ধে ঋষভ পন্থের (Rishabh Pant) ব্যর্থতার পর গত বছরের স্মৃতি মনে করে অনেকেই কেঁপে উঠেছিলেন! মাঠের অনতিদূরে ডাগাউটের কাছে লখনউ কর্তা সঞ্জীব গোয়েঙ্কার কে এল রাহুলকে তিরস্কারের দৃশ্য সম্ভবত আজও ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে দগদগে হয়ে রয়েছে। সোমবার অধিনায়ক ঋষভ পন্থের ক্ষেত্রেও উসকে গেল সেই স্মৃতি?
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
সোমবারের ম্যাচে ব্যর্থ হয়েছেন ঋষভ
সোমবার লখনউয়ের মুখের গ্রাস কেড়ে নিয়েছে দিল্লি। আশুতোষ শর্মার দুরন্ত অপরাজিত ইনিংসের কাঁধে চেপেই হারা ম্যাচে জয়ী হয়েছে দিল্লি ক্যাপিটালস। এমতাবস্থায়, একেবারে জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরে আসার কারণে প্রশ্ন উঠছে পন্থের অধিনায়কত্ব নিয়ে।
কেননা, গতকাল নিকোলাস পুরাণের ঝোড়ো ব্যাটিংয়ের মাঝে মাঠে নেমে একটি সংখ্যাও বাড়াতে পারেননি পন্থ। সোমবার চেনা দলের বিরুদ্ধে 6 বল খেলেও শূন্য নিয়েই মাঠ ছেড়েছিলেন ঋষভ। আর এরপরই খেলোয়াড়ের ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শুধু তাই নয়, গতকাল ম্যাচের শেষ ওভারে বড়সড় ভুল করে বসেন পন্থ।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
এদিন অন্তিম ওভারে পৌঁছে শাহবাজ আহমেদ মোহিত শর্মাকে বল ছুঁড়লে স্ট্যাম্প আউট করার সুযোগ ছিল ঋষভের। তবে সেই সুযোগ একেবারেই কাজে লাগাতে পারেননি তিনি। যার জেরে নতুন অধিনায়ক পন্থকে দিল্লির ম্যাচের খলনায়ক হিসেবে দাগিয়ে দিচ্ছেন অনেকেই। এহেন আবহে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে একটি ছবি। যেখানে ডাগাউটে দাঁড়িয়ে LSG কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার প্রশ্নের সম্মুখীন হতে দেখা গিয়েছে পন্থকে।
LSG-র প্রথম ম্যাচেই ফিরল কে এল রাহুলের স্মৃতি
গতকাল অধিনায়ক পন্থের থেকে কোনও ভরসাযোগ্য যোগদান পায়নি দল। সেই সাথে ম্যাচের একেবারে অন্তিম লগ্নে উইকেটরক্ষক হিসেবেও বড়সড় ভুল করেছিলেন তিনি। আর এর পরই মালিক সঞ্জীবের প্রশ্নের মুখোমুখি যে তাকে হতে হবে একথা বুঝে গিয়েছিলেন বহু ভক্তই। সোমবার রাতে ঘটল তেমনটাই।
অবশ্যই পড়ুন: বুন্দেসলিগায় খেলা তারকা আসছে মোহনবাগানে? বাদ পড়ছেন তুখড় প্লেয়ার
সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া একটি ছবিতে, ঋষভ পন্থকে ডাগাউঠে দাঁড়িয়ে সঞ্জীব গোয়েঙ্কার প্রশ্নের মুখোমুখি হতে দেখা গিয়েছে। এদিন অধিনায়ক পন্থকে কিছুটা হলেও অপ্রস্তুত দেখাচ্ছিল। যা ফের গত বছর কে এল রাহুলের তিরস্কারের ঘটনাকে মনে করিয়ে দিয়েছে। ওয়াকিবহাল মহলের একটা বড় অংশ মনে করছেন, সোমবার উদ্বোধনী ম্যাচে যেভাবে ব্যর্থ হয়েছেন পন্থ, তাতে তিনি গতকালের ম্যাচটি দুঃস্বপ্নেও আর দেখতে চাইবেন না।