Robot Dog: ম্যাচ চলাকালীন মাঠে ঘুরে বেড়াবে রোবট কুকুর! IPL-এ নতুন চমক | New Robotic Dog Camera In IPL
বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL নিয়ে কৌতুহল নেই এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর! বিশ্বের সবচেয়ে বৃহত্তম টি-টোয়েন্টি লিগে নিত্য নতুন প্রযুক্তির ব্যবহার এখন নিয়মিত। এবার সেই সূত্র ধরেই, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিয়ে আসা হয়েছে চারপেয়ো অর্থাৎ কুকুরের মতো দেখতে একটি রোবোটিক ক্যামেরা। সোশ্যাল মিডিয়ায়, ডগ ক্যামেরাটির ছবি ও ভিডিও শেয়ার করে নেট নাগরিকদের তার নাম রাখার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যে নতুন ডগ ক্যামেরাটি নিয়ে আসা হয়েছে তা দেখতে কার্যত কুকুরের মতোই। তবে শুধু দৃশ্যতই এর বৈশিষ্ট্য মেলে তেমনটা নয়, কাজকর্মেও একেবারে কুকুরের মতোই ঝাঁপিয়ে পড়ছে সে। সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া ভিডিও অনুযায়ী, ডগ ক্যামেরাটি খেলোয়াড়দের ডাকে সাড়া দিয়ে তাঁদের কাছে পৌঁছে যাচ্ছে ও ছবি তুলছে।
শুধু তাই নয়, সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির সাথে করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিচ্ছে সে। এছাড়াও, এক ছুঁটে পালিয়ে যাওয়া কিংবা দৌড়ানোর ক্ষমতা রয়েছে এই নতুন রোবোটিক ক্যামেরাটির। IPL ম্যাচগুলি কভার করার জন্য নিয়ে আসা নতুন সদস্য অর্থাৎ রোবোটিক কুকুরটি কোনও রকম সমস্যা ছাড়াই মাঠে থাকা খেলোয়াড়দের ছবি তুলতে সক্ষম।
অবশ্যই পড়ুন: ISL জয়ের পর আরেক সুখবর মোহনবাগানে
এ যেন একেবারে চারপেয়ো প্রাণীটিকেও হার মানাবে। জানা গিয়েছে, খেলোয়াড়দের ডাকে সাড়া দিয়ে তাঁদের সাথে আলাপচারিতায় ব্যস্ত হয়ে যাচ্ছে ডগ ক্যামেরাটি। তবে এর প্রযুক্তিকে হার মানায় এমন ক্ষমতা কোথায়? ক্রিকেটাররা চাইলেও ডগ ক্যামেরাটিকে তার লক্ষ্য থেকে সরাতে পারবেন না। রোবোটিক কুকুরটি খেলোয়াড়দের সাথে আলাপচারিতার মাঝেই ক্রমশ নিজের কাজ চলছে গিয়েছে।
রবিবার সন্ধ্যায় নয়া দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটারদের সাথে আলাপচারিতা করতে দেখা গিয়েছিল ওই রোবটিক কুকুরটিকে। তবে সবকিছুর মাঝে একচেটিয়া ছবি ও ভিডিও তুলে গিয়েছে সে। ভিডিওটিতে হার্দিক পান্ডিয়াকে ওই রোবোটিক কুকুরটির সাথে কথা বলতে দেখা গিয়েছে। ভিডিওটির একেবারে শেষের দিকে দেখা যায়, কুকুরটি আচমকা দু পায়ে উঠে দাঁড়িয়ে প্রতিক্রিয়ার জবাব দিচ্ছে। সব মিলিয়ে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন সদস্য তথা রোবোটিক ক্যামেরাটি ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে কৌতূহলের নতুন মঞ্চ তৈরি করেছে।
রিয়েলমি আগামী ২৩ এপ্রিল চীনে তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme GT 7 লঞ্চ করতে চলেছে।…
Vodafone Idea (Vi) আজ তাদের গ্রাহকদের জন্য নতুন একটি প্রিপেড প্ল্যান লঞ্চ করল। ৩৪০ টাকার…
বাজারে শক্তিশালী এবং টেকসই অ্যান্ড্রয়েড ট্যাবলেটের চাহিদা বেড়েছে। আর তাই Samsung আজ লঞ্চ করেছে Galaxy…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৬ই এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন যাবে?…
সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান ব্যস্ত জীবনে অটোমেটিক গাড়ির (Automatic Car) চাহিদা একেবারে আকাশছোঁয়া। ক্লাচের ঝামেলা…
সৌভিক মুখার্জী, কলকাতা: বিশ্বের সবথেকে উঁচু বিল্ডিং হিসেবে বুর্জ খলিফাকে (Burj Khalifa) আমরা সবাই চিনি।…
This website uses cookies.