লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Robot Dog: ম্যাচ চলাকালীন মাঠে ঘুরে বেড়াবে রোবট কুকুর! IPL-এ নতুন চমক | New Robotic Dog Camera In IPL

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL নিয়ে কৌতুহল নেই এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর! বিশ্বের সবচেয়ে বৃহত্তম টি-টোয়েন্টি লিগে নিত্য নতুন প্রযুক্তির ব্যবহার এখন নিয়মিত। এবার সেই সূত্র ধরেই, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিয়ে আসা হয়েছে চারপেয়ো অর্থাৎ কুকুরের মতো দেখতে একটি রোবোটিক ক্যামেরা। সোশ্যাল মিডিয়ায়, ডগ ক্যামেরাটির ছবি ও ভিডিও শেয়ার করে নেট নাগরিকদের তার নাম রাখার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

জ্যান্ত কুকুরের মতোই কাজ করছে সে…

সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যে নতুন ডগ ক্যামেরাটি নিয়ে আসা হয়েছে তা দেখতে কার্যত কুকুরের মতোই। তবে শুধু দৃশ্যতই এর বৈশিষ্ট্য মেলে তেমনটা নয়, কাজকর্মেও একেবারে কুকুরের মতোই ঝাঁপিয়ে পড়ছে সে। সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া ভিডিও অনুযায়ী, ডগ ক্যামেরাটি খেলোয়াড়দের ডাকে সাড়া দিয়ে তাঁদের কাছে পৌঁছে যাচ্ছে ও ছবি তুলছে।

READ MORE:  KKR Vs RCB: KKR বনাম RCB ম্যাচে ড্রিম টিমে রাখুন এই 11 জনকে! কাকে অধিনায়ক-সহ অধিনায়ক করবেন? | KKR Vs RCB Match Dream Team Prediction

শুধু তাই নয়, সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির সাথে করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিচ্ছে সে। এছাড়াও, এক ছুঁটে পালিয়ে যাওয়া কিংবা দৌড়ানোর ক্ষমতা রয়েছে এই নতুন রোবোটিক ক্যামেরাটির। IPL ম্যাচগুলি কভার করার জন্য নিয়ে আসা নতুন সদস্য অর্থাৎ রোবোটিক কুকুরটি কোনও রকম সমস্যা ছাড়াই মাঠে থাকা খেলোয়াড়দের ছবি তুলতে সক্ষম।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

অবশ্যই পড়ুন: ISL জয়ের পর আরেক সুখবর মোহনবাগানে

READ MORE:  Lionel Messi: ভারতে আসছেন মেসি! খেলবেন কলকাতায়? ভাইরাল পোস্টে উত্তর খুঁজছে ভক্তরা | Messi Coming To India, Kolkata

খেলোয়াড়দের সাথে আলাপচারিতায় ব্যস্ত রোবোটিক ডগ

এ যেন একেবারে চারপেয়ো প্রাণীটিকেও হার মানাবে। জানা গিয়েছে, খেলোয়াড়দের ডাকে সাড়া দিয়ে তাঁদের সাথে আলাপচারিতায় ব্যস্ত হয়ে যাচ্ছে ডগ ক্যামেরাটি। তবে এর প্রযুক্তিকে হার মানায় এমন ক্ষমতা কোথায়? ক্রিকেটাররা চাইলেও ডগ ক্যামেরাটিকে তার লক্ষ্য থেকে সরাতে পারবেন না। রোবোটিক কুকুরটি খেলোয়াড়দের সাথে আলাপচারিতার মাঝেই ক্রমশ নিজের কাজ চলছে গিয়েছে।

READ MORE:  বেজে গিয়েছে IPL-এর দামামা, কোথায় কীভাবে টিকিট কাটবেন? দাম কত থাকবে জেনে নিন

রবিবার সন্ধ্যায় নয়া দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটারদের সাথে আলাপচারিতা করতে দেখা গিয়েছিল ওই রোবটিক কুকুরটিকে। তবে সবকিছুর মাঝে একচেটিয়া ছবি ও ভিডিও তুলে গিয়েছে সে। ভিডিওটিতে হার্দিক পান্ডিয়াকে ওই রোবোটিক কুকুরটির সাথে কথা বলতে দেখা গিয়েছে। ভিডিওটির একেবারে শেষের দিকে দেখা যায়, কুকুরটি আচমকা দু পায়ে উঠে দাঁড়িয়ে প্রতিক্রিয়ার জবাব দিচ্ছে। সব মিলিয়ে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন সদস্য তথা রোবোটিক ক্যামেরাটি ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে কৌতূহলের নতুন মঞ্চ তৈরি করেছে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.