বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিজের ব্যর্থতায় লজ্জার রেকর্ডে নাম জড়িয়ে ছিলেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। আমরণ চেষ্টা করেও নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ গুলিতে অসফলতার বৃত্ত কমিয়ে আনতে পারেনি তিনি। ফলত, ভারতীয় মহাতারকার নামের পাশে জুড়ে ছিল অসংখ্য অপয়া তকমা। তবে রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডের ময়দানে মনে জমে থাকা বারুদে আগুন ছুঁড়েছিলেন তিনি।
আমাদের সাথে যুক্ত হন
Join Now
গতকাল ব্যাট উঁচিয়ে ইংল্যান্ডকে শাসন করতে দেখা গিয়েছিল শর্মাকে। 90 বলে 119 রানের বিরাট ইনিংস গড়েন এই ভারতীয় সুপারস্টার। আর সেই সূত্র ধরেই ওয়ানডে অধিনায়ক হিসেবে 50তম ম্যাচ পূর্ণ হতেই বিরাট কোহলির পর এমএস ধোনি থেকে শুরু করে শচীন তেন্ডুলকরের মতো কিংবদন্তি ক্রিকেটারদের অসামান্য রেকর্ডের তালিকায় নাম তুলে ফেলেছেন হিটম্যান। ভেঙেছেন সৌরভ গাঙ্গুলীর রেকর্ডও।
সর্বাধিক ওয়ানডে ম্যাচে অধিনায়কত্ব করেছেন ক্যাপ্টেন কুল
অনেকেই হয়তো জানেন না ভারতীয় অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর নেতৃত্বে 200টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়েছিল ভারত। 2011 সালে ক্যাপ্টেন কুলের হাত ধরেই ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। ধোনির পর ভারতের অধিনায়কত্ব রোহিত শর্মার কাছে হস্তান্তর হওয়ার আগে 95টি ওয়ানডে ম্যাচে ভারতের অধিনায়কত্ব করেছেন বিরাট কোহলি। বলে রাখি, সর্বাধিক ওয়ানডে ম্যাচে অধিনায়কত্ব করার দৌঁড়ে কোহলির থেকেও পিছিয়ে রয়েছেন রোহিত।
অবশ্যই পড়ুন: ভারতের জয়ের নেপথ্যে রোহিতের দুই সিদ্ধান্ত, ফাঁস টিম ইন্ডিয়ার সিক্রেট
সৌরভের রেকর্ড গুঁড়িয়ে দিলেন রোহিত শর্মা
রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডের ময়দানে ঝোড়ো ইনিংসের পাশাপাশি অধিনায়ক হিসেবে ভারতকে জিতিয়েছেন রোহিত। যার জেরে ইংলিশ বাহিনীকে পরাস্ত করেই ভারতের চতুর্থ সফল অধিনায়ক হয়ে উঠেছেন শর্মা। তবে এখানেই থেমে থাকেনি রোহিতের কীর্তি। ভারতীয় অধিনায়ক হিসেবে 195টি ওয়ানডে ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে 97টিতে জয় পেয়েছিলেন সৌরভ গাঙ্গুলী।
যেখানে ভারতীয় সুপারস্টার রোহিত শর্মা তাঁর ওয়ানডে কেরিয়ারে মাত্র 136টি ম্যাচে অধিনায়কত্ব করে 98টি ম্যাচ জিতিয়েছেন। কাজেই সৌরভের দখলে থাকা রেকর্ড গতকালের ম্যাচে নিজের ঝুলিতে পুরেছেন রোহিত। গুড়িয়ে দিয়েছেন গাঙ্গুলীর কীর্তি।