Romania Viral Stone: দরজার পাশে হেলায় পড়ে থাকা এক টুকরো পাথরই বদলে দিল ভাগ্য! মিলল ৮ কোটি টাকা | Man Got 8 Crore From Amber Stone
সৌভিক মুখার্জী, কলকাতা: ভাগ্য কার কখন বদলে যায় তা ভগবানও বলতে পারেনা! কখনো সাধারন কিছু জিনিস অমূল্য সম্পদ হয়ে ওঠে। আর এমনই এক ঘটনার নজির থাকলে গোটা বিশ্ব। রোমানিয়ার এক বৃদ্ধার দরজার পাশে বছরের পর বছর ধরে পড়ে থাকা এক পাথর (Romania Viral Stone) তার জীবনকে বদলে দিল। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। এক পাথরের দামই ৮ কোটি টাকা। কিন্তু কীভাবে? চলুন খতিয়ে দেখি।
আসলে রোমানিয়ার এক বৃদ্ধা তার বাড়ির দরজা আটকে রাখার জন্য একটা বাদামী রঙের পাথর ব্যবহার করতেন। তার কাছে পাথরটা ছিল সাধারণ একটা নুড়ি। বহু বছর ধরে সেটি দরজার পাশেই পড়ে ছিল। কেউ বিশেষ পাত্তা দেয়নি।
এরপর ১৯৯১ সালে সেই বৃদ্ধার মৃত্যু হয়। তারপর তার এক আত্মীয় সেই পাথরটির হদিস পান। কিন্তু তার মনে সন্দেহ হয়, এই পাথরটা কি সত্যিই সাধারণ? সন্দেহ থেকেই তিনি সেই পাথরটি পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন। তারপরে ঘটে যায় অবিশ্বাস্য ঘটনা।
পাথরটি পরীক্ষার পর জানা যায়, এটি কোন সাধারণ পাথর নয়। বরং পৃথিবীর অন্যতম মূল্যবান পাথর ‘অ্যাম্বার স্টোন’। আর এই বিশেষ রত্নের ওজন ৩.৫ কেজি। যার রং ছিল হালকা হলুদ এবং লালচে মিশ্রণের। এটি ৩৮ থেকে ৭০ মিলিয়ন বছরের পুরনো এক পাথর বলেই ধারণা করছে বিশেষজ্ঞরা।
বর্তমানে এই পাথরটির বাজার মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ৮ কোটি ৪০ লক্ষ টাকা। আর এই তথ্য প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায় গোটা নেটপাড়ায়। পরিবারটি এই মহামূল্যবান পাথরটিকে ৮ কোটি টাকায় রোমানিয়া সরকারের কাছে বিক্রি করে দেয়। আর সরকার এটিকে ‘জাতীয় সম্পদ’ বলে ঘোষণা করে ।
এই ঘটনার আরও একটি মজার কাহিনী রয়েছে। বহু বছর আগে বৃদ্ধার বাড়িতে একবার চুরি হয়েছিল। চোরেরা গয়নাগাটি নিয়ে পালিয়ে গিয়েছিল। কিন্তু দরজার পাশে থাকা এই নুড়ি তখনও ওখানেই পড়ে ছিল। কারণ চোররাও বুঝতে পারেনি যে এটা এক অমূল্য রত্ন। আসলে কেই বা জানত, যে এক সাধারণ পাথর একদিন পরিবারটির ভাগ্য বদলে দেবে!
3D কার্ভড ডিসপ্লের ফোন কিনতে চাইলে অ্যামাজনের ডিল একদম হাতছাড়া করবেন না। এই ডিলটি iQOO…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৮ই এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন কাটবে?…
সানাম তেরি কাসম, তারা বনাম বিলাল, দি মিরান্ডা ব্রাদার্স এর মতো সিনেমায় দুর্দান্ত অভিনয় করে…
Jio এবং Airtel তাদের গ্রাহকদের প্রিপেইড, পোস্টপেইড এবং ডেটা প্যাক রিচার্জ করার সুবিধা দেয়। এর…
Hyundai তাদের বিলাসবহুল সেডান Verna এর উপর লোভনীয় অফারের ঘোষণা করল। এরফলে ভারনার MY2024 এবং…
প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই পয়লা বৈশাখ। বাংলা নতুন বছরের আগমনকে ঘিরে ঘিরে হাজারও উৎসব পালন…
This website uses cookies.