Royal Enfield Classic 650 Features: Royal Enfield বিরাট ঘোষণা করল, 650 সিসির নতুন Clasic লঞ্চ হচ্ছে এই মাসেই! | Royal Enfield Classic 650 India Launch Date
অবশেষে নতুন ক্লাসিক মোটরসাইকেলের লঞ্চের তারিখ ঘোষণা করল রয়্যাল এনফিল্ড। দেশের অন্যতম জনপ্রিয় এই সংস্থা আনতে চলেছে ৬৫০ সিসির ক্লাসিক মডেল, যা নিয়ে বাইকের বাজারে শুরু হয়েছে চর্চা। আগামী ২৭ মার্চ লঞ্চ হবে বহু প্রতীক্ষিত Royal Enfield Classic 650। বাইকে মিলবে এলসিডি স্ক্রিন, এলইডি লাইটিং এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লকিং ব্রেকিং সিস্টেম। এই নিয়ে ৬৫০ সিসি ইঞ্জিনের ছয় নম্বর মোটরসাইকেল আনছে কোম্পানি।
গত বছর নভেম্বরে এই মোটরসাইকেল প্রথম সামনে আনে রয়্যাল এনফিল্ড। তারপর থেকে বাইকটি কবে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হবে সেই দিকে তাকিয়ে ছিলেন উৎসাহী বাইক-প্রেমীরা। চলুন আসন্ন ক্লাসিক ৬৫০ মডেলে কী ইঞ্জিন ও ফিচার্স থাকতে চলেছে জেনে নেওয়া যাক।
রয়্যাল এনফিল্ডের ক্লাসিক ৬৫০-এ পাওয়া যাবে ৬৪৮ সিসি এয়ার /অয়েল কুল্ড ইঞ্জিন। এই টুইন সিলিন্ডার মোটর ৪৬.৩ হর্সপাওয়ার শক্তি এবং ৫২.৩ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম, সঙ্গে উপলব্ধ হবে ছয় গতির গিয়ারবক্স। বাইকের সামনের দিকে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনের দিকে টুইন শক অ্যাবজর্বার সাসপেনশন রয়েছে।
বাইকটির কার্ব ওজন ২৪৩ কেজি, অর্থাৎ বেশ ভারী এবং রাস্তায় বেশ আধিপত্যপূর্ণ ব্যক্তিত্ব নিশ্চিত করতে চলেছে। সিগনেচার রেট্রো ডিজাইন বজায় রাখতে চলেছে কোম্পানি। ক্লাসিক ৬৫০ মডেলে আরও বড় এবং শক্তিশালী টায়ার লাগানো থাকবে। এতে দুটি পিশুটার এক্সহস্ট রয়েছে, যা এর ২৭০ ডিগ্রি ক্র্যাঙ্ক প্যারালাল-টুইন ইঞ্জিনের সিগনেচার থাম্প তৈরি করতে সক্ষম।
উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে পাওয়া যাবে, ওয়্যার স্পোক হুইল, ক্রোম ফিনিশ এবং একটি কমপ্যাক্ট এলসিডি স্ক্রিন-সহ অ্যানালগ কনসোল, এলইডি লাইটিং এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লকিং ব্রেকিং সিস্টেম। যদিও রয়্যাল এনফিল্ডের ক্লাসিক ৬৫০ বাইকের দাম সম্পর্কে এখনও কোনও ইঙ্গিত পাওয়া যায়নি।
এক্সচেঞ্জ অফারে আপনি Vivo T3 Pro 5G ফোনের দাম ১৩,৩৫০ টাকা পর্যন্ত কমাতে পারবেন। ২০…
শ্বেতা মিত্র, কলকাতা: আপনিও কি ট্রেনে ভ্রমণ করতে পছন্দ করেন? আগামী দিনে পরিবারের সঙ্গে কোথাও…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ২৭শে মার্চ, বৃহস্পতিবার। লক্ষ্মীবারে কি আপনার ভাগ্য ফিরবে? জানতে হলে আজকের…
রাত পোহালেই ভারতে লঞ্চ হবে রয়্যাল এনফিল্ডের ৬৫০ সিসির ষষ্ঠ মোটরসাইকেল Classic 650। বিপুল জনপ্রিয়…
প্রীতি পোদ্দার, কোচবিহার: ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যে এখনও ঠিক হয়নি তা বারংবার একাধিক ঘটনার…
আগামী ১লা এপ্রিল থেকে ভারতীয় ব্যাংকিং সেক্টরে বড়সড় পরিবর্তন আসছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক নতুন কিছু…
This website uses cookies.