লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Royal Enfield Flying Flea C6 Electric Bike Debuts: Royal Enfield-এর প্রথম ইলেকট্রিক বাইক ভারতে চলে এল, ফিচার্স শুনলে পাগল হয়ে যাবেন! | Royal Enfield Flying Flea C6 Features

Published on:

Royal Enfield অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতে তাদের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল প্রদর্শন করেছে। নতুন মডেলটির নাম Flying Flea C6 এবং এটি গত বছর ইতালির মিলানে অনুষ্ঠিত EICMA 2024 মোটরশো-তে প্রথম আত্মপ্রকাশ করেছিল। ভারতে পা রাখলেও বৈদ্যুতিক বাইকটির লঞ্চের দিনক্ষণ এখনও প্রকাশ করেনি রয়্যাল এনফিল্ড। তবে চলতি বছর পুজোর মরসুমের আগেই ই-বাইকটির বিক্রি শুরু হবে বলে আশা করা হচ্ছে।

ডিজাইন

Flying Flea C6 দেখলে রয়্যাল এনফিল্ডের তৈরি বলে মনেই হবে না। অনন্য রেট্রো-রোডস্টার ডিজাইন রয়েছে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের Flying Flea মোটরবাইক থেকে অনুপ্রাণিত। সামনের অংশে গোল এলইডি হেডলাইট এবং গোলাকার এলইডি ইন্ডিকেটর রয়েছে। এতে গার্ডার ফর্ক দেওয়া হয়েছে যা আধুনিক যুগের বাইকে বেশ বিরল। ব্যাটারি প্যাক ট্যাঙ্কে নীচে অবস্থিত এবং এতে কুলিং-ফিন রয়েছে।

READ MORE:  একটা স্মার্টফোনের দামেই Royal Enfield Classic কেনা সম্ভব, এই স্কিম জানেন তো?

ব্যাটারি ও স্পেসিফিকেশন ও হার্ডওয়্যার

রয়্যাল এনফিল্ড ফ্লাইং ফ্লি সি৬ এর অফিসিয়াল স্পেসিফিকেশন প্রকাশ করেনি। তবে এতে ২৫০ বা ৩০০ সিসির ইঞ্জিন চালিত মোটরসাইকেলের সমতুল্য পারফরম্যান্স মিলবে বলে আশা করা যায়। ফুল চার্জে ব্যাটারির রেঞ্জ ১২৫ থেকে ১৫০ কিমির মধ্যে থাকবে। সাসপেনশন সেটআপে একটি গার্ডার ফর্ক এবং রিয়ার মনোশক ইউনিট আছে। ডিস্ক ব্রেক এবং উভয় প্রান্তে ১৯ ইঞ্চি অ্যালয় হুইল রয়েছে। পিছনের চাকাটি বেল্ট ড্রাইভের মাধ্যমে চালিত হয়।

READ MORE:  শোরুমে শোরুমে ক্রেতার ঢল, দক্ষিণ ভারতে দুই কোটি বাইক ও স্কুটার বিক্রির নজির গড়ল Honda | Honda Two Wheelers Cross 2 Crore sales

ফিচার্স

ফিচার্স এমন একটি ডিপার্টমেন্ট যেখানে Royal Enfield Flying Flea C6 নজর কাড়তে বাধ্য। বাইকের ৩.৫ ইঞ্চি গোলাকার টাচ ডিসপ্লে স্পিড, ওডোমিটার, ট্রিপ মিটার, চার্জের অবস্থা, রেঞ্জ সহ নানা তথ্য প্রদর্শন করে। কনসোলটি ব্লুটুথ সংযোগও সমর্থন করে যা গুগল ম্যাপ নেভিগেশন, ভয়েস সহায়তা, কল এবং এসএমএস এলার্ট, মিউজিক কন্ট্রোল, রাইড টেলিমেট্রি ডেটা, রিমোট লক এবং আনলক অফার করে।

READ MORE:  বাইকে স্টাইল ও পারফরম্যান্স দুটোই চাই? সস্তায় সেরা বিকল্প Bajaj Pulsar N160

এছাড়া, রয়্যাল এনফিল্ডের প্রথম ইলেকট্রিক বাইকে ডুয়াল-চ্যানেল লিন সেনসিটিভ এবিএস, ক্রুজ কন্ট্রোল, ২ লেভেল রিজেন ব্রেকিং, ৩ লেভেল ট্র্যাকশন কন্ট্রোল, ৫টি রাইডিং মোড: ইকো, রেইন, ট্যুর, পারফরম্যান্স এবং কাস্টম মোড রয়েছে, যা স্মার্টফোনের মাধ্যমেও কাস্টমাইজ করা যায়।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.