লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Royal Enfield Sales Record FY25: ২০২৫ অর্থবর্ষে রেকর্ড গড়ল Royal Enfield, বুলেট ও ক্লাসিকের দাপটে তৈরি হল ইতিহাস | Royal Enfield Motorcycles Highest Sold India

Published on:

মাঝারি আয়তনের মোটরবাইক সেগমেন্টে সর্বাধিক বিক্রির রেকর্ড গড়ল রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। কোম্পানির ইতিহাসে ২০২৪-২৫ অর্থবর্ষে বিক্রি হয়েছে সবথেকে বেশি মোটরসাইকেল। গত অর্থবছরে ১০,০৯,৯০০ ইউনিট বিক্রি করেছে কোম্পানি। এই প্রথম ১ বছরের মধ্যে ১০ লাখ বিক্রির গন্ডি পেরিয়েছে রয়্যাল এনফিল্ড। কোম্পানির মোট পাইকারি বিক্রি ২০২৫ অর্থবছরে ১১% বৃদ্ধি পেয়েছে, ২০২৪ অর্থবছরে যা ছিল ৯,১২,৭৩২ ইউনিট।

২০২৪-২৫ অর্থবর্ষে রেকর্ড বিক্রি রয়্যাল এনফিল্ডের

বর্তমানে রয়্যাল এনফিল্ডের ঝুলিতে একাধিক মডেল বর্তমান৷ যেমন হান্টার ৩৫০, বুলেট ৩৫০, ক্লাসিক ৩৫০, গোয়ান ক্লাসিক ৩৫০, মিটিওর ৩৫০, হিমালয়ান, স্ক্র্যাম ৪৪০, গেরিলা ৪৫০, বিয়ার ৬৫০, শটগান ৬৫০, সুপার মিটিওর ৬৫০, ইন্টারসেপ্টর ৬৫০, কন্টিনেন্টাল জিটি ৬৫০ এবং সম্প্রতি লঞ্চ হওয়া ক্লাসিক ৬৫০ এর মতো মোটরসাইকেল।

READ MORE:  শোরুমে গেলে খালি হাতে ফিরতে হবে, বন্ধ হয়ে যাচ্ছে Royal Enfield-এর এই বাইক

পরিসংখ্যান বলছে, ভারতের বাজারে এনফিল্ডের অভ্যন্তরীণ বিক্রি ৮% বার্ষিক বৃদ্ধি পেয়ে ২০২৫ অর্থবছরে ৯,০২,৭৫৭ ইউনিটে দাঁড়িয়েছে, যা আগের অর্থবছরে ছিল ৮,৩৪,৭৯৫ ইউনিট। রফতানি ৩৭% বার্ষিক বৃদ্ধি পেয়ে ২০২৫ অর্থবছরে ১,০৭,১৪৩ ইউনিট হয়েছে, যা আগের অর্থবছরে ছিল ৭৭,৯৩৭ ইউনিট।

গত মাসে রয়্যাল এনফিল্ড মোট ১,০১,০২১ ইউনিট বিক্রি করেছে, যা ২০২৪ সালের মার্চ মাসের ৭৫,৫৫১ ইউনিটের তুলনায় ৩৪% বেশি। পাশাপাশি, ২০২৫ সালের মার্চ মাসে ভারতে সংস্থার বিক্রি ৩৩% বৃদ্ধি পেয়ে ৮৮,০৫০ ইউনিটে দাঁড়িয়েছে, যা আগের বছরের একই মাসে ছিল ৬৬,০৪৪ ইউনিট।

READ MORE:  Mercedes-Benz EQS Range: এক চার্জেই পুরী ঘুরে বাড়ি রিটার্ন, শুধু এই ইলেকট্রিক গাড়িতেই এমন অনবদ্য মাইলেজ! | Mercedes-Benz EQS Mileage

রফতানি ৩৬% বৃদ্ধি পেয়ে ২০২৫ সালের মার্চ মাসে ১২,৯৭১ ইউনিটে হয়েছে, যা গত বছরের একই মাসে ছিল ৯,৫০৭ ইউনিট। সবমিলিয়ে রয়্যাল এনফিল্ডের জন্য, ২০২৫ অর্থবছর একটি ঐতিহাসিক বছর বলা যেতে পারে। কেবল পরিমাণের দিক থেকে নয়, বাজারে একাধিক নতুন মোটরসাইকেলও লঞ্চ করেছে কোম্পানি।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.