লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Royal Enfield Scram 411-এর বিক্রি বন্ধ হল, পরিবর্তে মিলবে আরও শক্তিশালী Scram 440

Published on:

ভারতে Royal Enfield Scram 411-এর বিক্রি আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেল। কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকেও মোটরসাইকেলটির নাম সহ যাবতীয় তথ্য মুছে ফেলা হয়েছে। যা থেকে এটি…

ভারতে Royal Enfield Scram 411-এর বিক্রি আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেল। কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকেও মোটরসাইকেলটির নাম সহ যাবতীয় তথ্য মুছে ফেলা হয়েছে। যা থেকে এটি স্পষ্ট যে এটি আর বিক্রি করা হবে না। Scram 411-এর পরিবর্তে রয়্যাল এনফিল্ড (Royal Enfield) সম্প্রতি নতুন Scram 440 বাজারে এনেছে, যার এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ২.০৮ লাখ টাকা থেকে।

READ MORE:  মধ্যবিত্তের বাজেটে অলরাউন্ডার বাইক লঞ্চ করছে KTM, লঞ্চের আগেই ফাঁস হল ফিচার্স

ফ্লিপকার্ট রিপালবিক ডে বোনানজা সেলে TVS iQube-এ বিশাল ছাড়, অনেকটা দাম কমল

Royal Enfield Scram 411-এর বিক্রি বন্ধ হল

Scram 411 মূলত Royal Enfield Himalayan 411-এর উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। এতে একই ইঞ্জিন ও চ্যাসিস ব্যবহার করা হয়েছিল। তবে ছোট হুইল, কম ওজন ও কম বডি ওয়ার্ক থাকায় এটি তুলনামূলকভাবে আরও সহজ ও শহরের রাস্তায় চালানোর জন্য উপযোগী ছিল। স্ক্র্যাম্বলার স্টাইলের কারণে এটি কিছুটা অফ-রোডিংয়ের অভিজ্ঞতাও দিত।

Royal Enfield Scram 411-এ ৪১১ সিসি ইঞ্জিন ছিল, যা ৬,৫০০ আরপিএম গতিতে ২৪.৩ বিএইচপি পাওয়ার এবং ৪,২৫০ আরপিএম গতিতে ৩২ এনএম টর্ক উৎপন্ন করত। তবে, এটি পাঁচ-স্পিড গিয়ারবক্স ব্যবহার করত, যা হাইওয়েতে দীর্ঘ রাইডের সময় একটি ষষ্ঠ গিয়ারের অভাব অনুভূত করত।

READ MORE:  রয়্যাল এনফিল্ডকে টেক্কা দিতে নয়া অবতারে লঞ্চ হল এই মোটরসাইকেল, দাম জেনে নিন

Tata Avinya X আত্মপ্রকাশ করল, চমকপ্রদ ডিজাইন যে কারোর নজর টানবে!

Scram 440: আরও শক্তিশালী ইঞ্জিন ও উন্নত ফিচার

নতুন Scram 440 আগের মডেলের তুলনায় অনেক বেশি উন্নত। এতে বড় ইঞ্জিন, বেশি পাওয়ার ও ছয়-স্পিড গিয়ারবক্স রয়েছে, যা দীর্ঘ রাইডে আরও ভালো পারফরম্যান্স দেবে। এই নতুন মডেলে দুই ধরনের হুইল অপশন রয়েছে। স্পোক-হুইল, টিউব-টাইপ টায়ার, অ্যালয় হুইল, টিউবলেস টায়ার। Scram 440-এর দাম Scram 411-এর তুলনায় মাত্র ২,০০০ বেশি।

READ MORE:  Hero Karizma XMR 250 Launch: চোখ ধাঁধানো কালার সহ Hero Karizma XMR 250 বাইক বাজারে আসছে, ইঞ্জিন সহ ফিচার জেনে নিন | Hero Karizma XMR 250 Sales in February

Ather Rizta-তে নতুন আপডেট, বাংলার সঙ্গে আরও ৭টি আঞ্চলিক ভাষায় ব্যবহার করা যাবে

ফলে রয়্যাল এফিল্ডের জন্য পুরনো মডেলটি বন্ধ করে নতুন, আরও উন্নত ও আধুনিক Scram 440 বাজারে আনা ছিল বুদ্ধিমান সিদ্ধান্ত। এই পরিবর্তনের মাধ্যমে সংস্থা তার স্ক্র্যাম্বলার সিরিজকে আরও শক্তিশালী ও আধুনিক করল, যা রাইডারদের জন্য আরও উন্নত পারফরম্যান্স ও নতুন অভিজ্ঞতা দেবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.