RPF Constable Application Status 2025: মাধ্যমিক পাশে RPF-এ চাকরি, ৪২০৮ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল রেল | Railway RPF Constable Recruitment 2025 Status Check
পার্থ সারথি মান্না, RPF Constable Application Status 2025: কেন্দ্রীয় সরকারে চাকরির আশা কে না করে! তাই অনেকেই ছোট থেকেই রেলের চাকরির জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। আপনিও কি চাকরির জন্য পড়াশোনা করছেন? তাহলে আপনার জন্য রইল সুখবর। সম্প্রতি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় রেল। যেখানে কয়েক হাজার লোক নেওয়া হবে। এবং গোটা দেশের যে কোনো জায়গা থেকেই আবেদন করতে পারবে। আজকের প্রতিবেদনে সেই সম্পর্কেই জানাবো আপনাদের।
রেলওয়ে প্রটেকশন ফোর্স বা RPF এর কনস্টেবল নিয়োগের সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অনেকেই এই পদে আবেদনের জন্য প্রস্তুতি নেন, পরীক্ষা দেওয়ার জন্য পড়াশোনাও করেন। তাই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই খুশি চাকরিপ্রার্থীরা। কী যোগ্যতা লাগবে? কীভাবে আবেদন করতে হবে? নিচে সমস্ত খুঁটিনাটি তথ্য দেওয়া হল।
সম্প্রতি রেলের তরফ থেকে RPF Recruitment 2025 এর যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে মোট ৪২০৮ টি শূন্যপদ শ্ব রয়েছে কনস্টেবল পদের জন্য। তাই যে সমস্ত প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে চাও তারা প্রয়োজনীয় যোগ্যতা দেখে আবেদন করতে পারো।
এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে আপনি যদি রেলওয়ে প্রটেকশন ফোর্সের জন্য আবেদন করতে চান তাহলে নূন্যতম মাধ্যমিক পাশ হতে হবে সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে বা সমতুল্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
কনস্টেবল পদের জন্য আবেদনকারী প্রার্থীরা সিলেক্টেড হলে সপ্তম বেতন কমিশনের লেভেল ৩ অনুযায়ী বেতন দেওয়া হবে। এক্ষেত্রে ২১,৭০০ টাকা বেতন পাওয়া যাবে।
আপনি যদি RPF পদের জন্য আবেদন করতে চান তাহলে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি শারীরিক মাপঝোপের দিক থেকেও পাশ করতে হবে। সেক্ষেত্রে জেনারেল ও ওবিসি পুরুষ প্রার্থীদের উচ্চতা ১৬৫ সেন্টিমিটার ও ছাতি না ফুলিয়ে ৮০ ও ফুলিয়ে ৮৫ হতে হবে। আর মহিলাদের ক্ষেত্রে উচ্চতা ১৫৭ সেন্টিমিটার হতে হবে। তবে SC, ST ও গোর্খা, মারাঠা, ডোগরা ইত্যাদি উপজাতিদের কিছু ছাড় দেওয়া হবে।
আপনি যদি আবেদনের স্ট্যাটাস চেক করতে চান তাহলে নিম্নলিখিত পদ্ধতি ফলো করুনঃ
বিজ্ঞপ্তি অনুযায়ী RPF Constable নিয়োগ কয়েকটি ধাপে হবে। যার মধ্যে সবার প্রথমে কম্পিউটার বেসড টেস্ট বা CBT নেওয়া হবে। এরপর প্রার্থীকে (PET) বা শারীরিক দক্ষতার পরিমাপ ও শারীরিক পরিমাপ পরীক্ষায় (PMT) পাশ করতে হবে।
এই দুই পর্ব পার হওয়ার পর ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। ডকুমেন্টস ভেরিফিকেশন হওয়ার পর চূড়ান্ত মেডিক্যাল ফিটনেস টেস্ট নেওয়া হবে। এক্ষেত্রে যারা পাশ করবে তাদের নিয়োগ দেওয়া হবে।
অফিসিয়াল ওয়েবসাইট – Official Website
মে মাসের শুরুতেই একের পর এক ফল প্রকাশের তোড়জোড়। হ্যাঁ, গরমের ছুটির মধ্যেই এবার অপেক্ষার…
ভারতের কৃষকদের জন্য সুখবর! প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-KISAN) যোজনার আওতায় সরকার কৃষকদের বছরে ৬০০০…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্য সরকারের কাছে 2094 কোটি টাকা বকেয়া রয়েছে সিআরপিএফের (CRPF)। হিন্দুস্তান টাইমস…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্য সরকারের কাছে 2094 কোটি টাকা বকেয়া রয়েছে সিআরপিএফের (CRPF)। হিন্দুস্তান টাইমস…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সিলেন্সে যোগ দিতে পারেন ভারতের অন্যতম সেরা…
প্রীতি পোদ্দার, কলকাতা: বৈশাখের শুরুতে ঝড় বৃষ্টির আবহে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছিল তাপমাত্রা। কিন্তু দুর্যোগের মেঘ…
This website uses cookies.