লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

RPF Constable Application Status 2025: মাধ্যমিক পাশে RPF-এ চাকরি, ৪২০৮ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল রেল | Railway RPF Constable Recruitment 2025 Status Check

Published on:

পার্থ সারথি মান্না, RPF Constable Application Status 2025: কেন্দ্রীয় সরকারে চাকরির আশা কে না করে! তাই অনেকেই ছোট থেকেই রেলের চাকরির জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। আপনিও কি চাকরির জন্য পড়াশোনা করছেন? তাহলে আপনার জন্য রইল সুখবর। সম্প্রতি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় রেল। যেখানে কয়েক হাজার লোক নেওয়া হবে। এবং গোটা দেশের যে কোনো জায়গা থেকেই আবেদন করতে পারবে। আজকের প্রতিবেদনে সেই সম্পর্কেই জানাবো আপনাদের।

রেলওয়ে প্রোটেকশন ফোর্সে নিয়োগের বিজ্ঞপ্তি জারি | RPF Recruitment Notice 2025

রেলওয়ে প্রটেকশন ফোর্স বা RPF এর কনস্টেবল নিয়োগের সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অনেকেই এই পদে আবেদনের জন্য প্রস্তুতি নেন, পরীক্ষা দেওয়ার জন্য পড়াশোনাও করেন। তাই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই খুশি চাকরিপ্রার্থীরা। কী যোগ্যতা লাগবে?  কীভাবে আবেদন করতে হবে? নিচে সমস্ত খুঁটিনাটি তথ্য দেওয়া হল।

READ MORE:  Calcutta Civil Court Recruitment: মাধ্যমিক পাসে কলকাতা সিভিল কোর্টে চাকরি, বেতন ২১০০০ থেকে শুরু, দেখুন আবেদন পদ্ধতি | Calcutta Civil Court Recruitment For Various Post How To Apply

শূন্যপদের সংখ্যা

সম্প্রতি রেলের তরফ থেকে RPF Recruitment 2025 এর যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে মোট ৪২০৮ টি শূন্যপদ শ্ব রয়েছে কনস্টেবল পদের জন্য। তাই যে সমস্ত প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে চাও তারা প্রয়োজনীয় যোগ্যতা দেখে আবেদন করতে পারো।

শিক্ষাগত যোগ্যতা | Educational Qualification for Railway Police Force Recruitment 2025

এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে আপনি যদি রেলওয়ে প্রটেকশন ফোর্সের জন্য আবেদন করতে চান তাহলে নূন্যতম মাধ্যমিক পাশ হতে হবে সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে বা সমতুল্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

বেতন

কনস্টেবল পদের জন্য আবেদনকারী প্রার্থীরা সিলেক্টেড হলে সপ্তম বেতন কমিশনের লেভেল ৩ অনুযায়ী বেতন দেওয়া হবে। এক্ষেত্রে ২১,৭০০ টাকা বেতন পাওয়া যাবে।

READ MORE:  আধার যাচাইয়ে বড় পরিবর্তন! এখন বেসরকারি সংস্থাও করতে পারবে আধার যাচাই

রেলওয়েতে RPF নিয়োগের জন্য শারীরিক মাপঝোপ

আপনি যদি RPF পদের জন্য আবেদন করতে চান তাহলে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি শারীরিক মাপঝোপের দিক থেকেও পাশ করতে হবে। সেক্ষেত্রে জেনারেল ও ওবিসি পুরুষ প্রার্থীদের উচ্চতা ১৬৫ সেন্টিমিটার ও ছাতি না ফুলিয়ে ৮০ ও ফুলিয়ে ৮৫ হতে হবে। আর মহিলাদের ক্ষেত্রে উচ্চতা ১৫৭ সেন্টিমিটার হতে হবে। তবে SC, ST ও গোর্খা, মারাঠা, ডোগরা ইত্যাদি উপজাতিদের কিছু ছাড় দেওয়া হবে।

কিভাবে RPF কনস্টেবল আবেনদের স্ট্যাটাস চেক করবেন?

আপনি যদি আবেদনের স্ট্যাটাস চেক করতে চান তাহলে নিম্নলিখিত পদ্ধতি ফলো করুনঃ

  • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। তারপর সেখান থেকে RPF নিয়োগের অপশনে ক্লিক করতে হবে।
  • এবার ইউজার অ্যাপ্লিকেশন নাম্বার ও পাসওয়ার্ড বা জন্ম তারিখ দিয়ে ড্যাশবোর্ডে লগ ইন করে নিতে হবে।
  • লগইন করার পর আবেদনের স্ট্যাটাস চেক অপশনে ক্লিক করলেই আপনার আবেদনটি গ্রহণ হয়েছে কি না দেখা যাবে।
READ MORE:  একবার চার্জ দিলেই চলবে ৮০ কিমি, জিও এবার বাজারে আনছে সাশ্রয়ী মূল্যের ইলেকট্রিক সাইকেল

আরপিএফ কনস্টেবল নিয়োগের পদ্ধতি | RPF Constable Recruitment Process 2025

বিজ্ঞপ্তি অনুযায়ী RPF Constable নিয়োগ কয়েকটি ধাপে হবে। যার মধ্যে সবার প্রথমে কম্পিউটার বেসড টেস্ট বা CBT নেওয়া হবে। এরপর প্রার্থীকে (PET) বা শারীরিক দক্ষতার পরিমাপ ও শারীরিক পরিমাপ পরীক্ষায় (PMT) পাশ করতে হবে।

এই দুই পর্ব পার হওয়ার পর ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। ডকুমেন্টস ভেরিফিকেশন হওয়ার পর চূড়ান্ত মেডিক্যাল ফিটনেস টেস্ট নেওয়া হবে। এক্ষেত্রে যারা পাশ করবে তাদের নিয়োগ দেওয়া হবে।

অফিসিয়াল ওয়েবসাইট – Official Website

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.