RRB Group D Recruitment 2025: মাধ্যমিক পাসে রেলে চাকরি, গ্রুপ ডি-তে ৩২৪৩৮ পদে নিয়োগ, মিলবে DA থেকে TA | Madhyamik Pass Railway Job
সৌভিক মুখার্জী, কলকাতা: যাদের রেলে চাকরি করার অনেক দিনের স্বপ্ন তাদের জন্য বড় সুখবর। কারণ সম্প্রতি ভারতীয় রেল ৩২,৪৩৮টি শূন্যপদে গ্রুপ-ডি নিয়োগের বিজ্ঞপ্তি (RRB Group D Recruitment 2025:) প্রকাশ করেছে। তাই যারা রেলে সরকারি চাকরির খোঁজ করছিলেন তাদের জন্য এটি একটি বড় সুযোগ। বিশেষ করে যারা মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরির সন্ধান করছেন তাদের জন্য রেলের এই নিয়োগ সেরা বিকল্প।
চাকরি পাওয়ার আগে সবার মনে একটি প্রশ্ন থাকে, বেতন কত দেওয়া হবে? তবে জানিয়ে রেখি, রেলওয়ে গ্রুপ-ডি কর্মচারীদের সাধারণত সপ্তম বেতন কমিশন অনুযায়ী বেতন দেওয়া হয়। একজন গ্রুপ-ডি কর্মচারীর প্রাথমিক বেতন হয় ১৮,০০০/- টাকা প্রতি মাসে। তবে বিভিন্ন ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা মিলিয়ে মোট ২২,৫০০/- টাকা থেকে ২৫,৩৮০/- টাকা পর্যন্ত বেতন হতে পারে। বাৎসরিক প্যাকেজ নিয়ে যদি কথা বলি, তাহলে ৩.৩ লক্ষ টাকা থাকে ৩.৫ লক্ষ টাকার মধ্যে বেতন দাড়ায়।
অনেকেই হয়তো জানেন না, যে সরকারি চাকরিতে শুধু বেতন নয়, পাশাপাশি বিভিন্ন ভাতা ও সুবিধাও দেওয়া হয়, যা আর্থিক সুরক্ষা নিশ্চিত করে। গ্রুপ-ডি কর্মচারীদের জন্য ভারতীয় রেল একাধিক সুবিধা প্রদান করে। যেমন- মহার্ঘ ভাতা (DA), বাড়ি ভাড়া ভাতা (HRA), পরিবহন ভাতা (TA), রাতের শিফটের ভাতা, অতিরিক্ত সময়ের জন্য ভাতা, শিশু যত্ন ভাতা, মেডিকেল সুবিধা, পেনশন সুবিধা প্রভৃতি। এইসব ভাতাগুলি যুক্ত করলে মূল বেতনের থেকে অনেকটাই বেশি পাওয়া যায়।
গ্রুপ-ডি চাকরিতে একবার যোগ দেওয়ার পর কর্মচারীরা খুব সহজেই পদোন্নতির সুযোগ পান। অভিজ্ঞতা এবং যোগ্যতা অনুযায়ী তারা ধাপে ধাপে উচু পোস্টে উন্নীত হতে পারেন। সময়ের সঙ্গে সঙ্গে বেতনও বাড়ে এবং অন্যান্য সুযোগ-সুবিধাও পাওয়া যায়।
যারা গ্রুপ-ডি পদে আবেদন করতে চান তারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (RRB) অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য এবং ডকুমেন্ট আপলোড করে সব শেষে আবেদন ফি জমা করতে হবে। তারপর আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
তবে মনে রাখবেন, এই নিয়োগের জন্য আবেদন করার শেষ তারিখ ১১ই মার্চ, ২০২৫ যা সম্প্রতি বাড়ানো হয়েছে। আগে আবেদন করার শেষ তারিখ ছিল ২২শে ফেব্রুয়ারী, ২০২৫। যাতে আরো বেশি প্রার্থীরা চাকরির সুযোগ পেতে পারে, তার জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) আবেদনের শেষ তারিখ বাড়িয়ে দিয়েছে।
সৌভিক মুখার্জী, কলকাতা: সঞ্চয় সবাই করতে চায়। তবে সঞ্চয়ের মাঝে প্রতি মাসে নির্দিষ্ট আয় পেলে…
১লা মে থেকে ভারতীয় রেল টিকিট বুকিংয়ের নিয়মে বড় পরিবর্তন আসছে। যাত্রীদের সুবিধা ও প্রতারণা…
আইপিএল ২০২৫ এর ইতিহাসে এক অবিশ্বাস্য ঘটনা ঘটালেন মাত্র ১৪ বছরের বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের…
সৌভিক মুখার্জী, কলকাতা: যে সমস্ত বেকার যুবক-যুবতীরা কোন উন্নত সংস্থায় ইন্টার্নশিপ ট্রেনিং নিয়ে ক্যারিয়ার গড়তে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত-পাকিস্তান (Pakistan) যুদ্ধ যুদ্ধ আবহাওয়া! এই বুঝি শোনা যায় গোলাগুলির শব্দ! এমন…
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রত্যেকদিন ভারতীয় রেলে কয়েক লাখ যাত্রী ট্রেনের মাধ্যমে দেশের এক প্রান্ত থেকে…
This website uses cookies.