RRB NTPC Exam Date: প্রায় ১২ হাজার শূন্যপদে নিয়োগ রেলে, কবে হবে পরীক্ষা? এল আপডেট | Indian Railways Job
সৌভিক মুখার্জী, কলকাতা: রেলের চাকরি শুধুমাত্র স্বপ্ন নয়, এক লক্ষ্যও বটে। প্রতি বছর লক্ষ লক্ষ চাকরিপ্রার্থী বসে থাকে RRB NTPC পরীক্ষার (RRB NTPC Exam Date) জন্য। আর এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে। হ্যাঁ, ২০২৫ সালের এপ্রিল মাসেই অনুষ্ঠিত হতে পারে RRB NTPC CBT 1 পরীক্ষা। যদিও এখনও অফিসিয়ালভাবে তারিখ ঘোষণা করা হয়নি, তবে প্রস্তুতির ক্ষেত্রে এক চুলও কমতি রাখা যাবে না।
এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে প্রায় ১২ হাজার শূন্যপদ পূরণ করবে ভারতীয় রেল, এমনটাই জানানো হয়েছে। আর এই নিয়োগটি হবে গ্রাজুয়েট এবং আন্ডার-গ্রাজুয়েট স্তরের পদে।
এখনো পর্যন্ত পরীক্ষার নির্দিষ্ট দিনক্ষণ জানানো হয়নি। তবে RRB এর এক সূত্র মারফত জানা গিয়েছে, এপ্রিল ২০২৫ থেকেই শুরু হতে পারে CBT 1 পরীক্ষা। পরীক্ষার তারিখ, শিফট, সেন্টার সবকিছুই RRB অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেবে। তবে পরীক্ষার সমস্ত আপডেট জানতে অবশ্যই প্রার্থীদের RRB এর অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে।
এখনো পর্যন্ত যা খবর, RRB NTPC পরীক্ষার আগে দুটি ডকুমেন্ট সংগ্রহ করতে হবে। প্রথমত City Intimation Slip, যেটি পরীক্ষার ১০ দিন আগে প্রকাশিত হবে। আর এতে প্রার্থীরা জানতে পারবে, কোন শহরে তার পরীক্ষা হবে। দ্বিতীয়ত নিতে হবে অ্যাডমিট কার্ড, যা পরীক্ষায় ৪ দিন আগে ডাউনলোড করা যাবে। আর এই ডকুমেন্টগুলি ডাউনলোড করার জন্য ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড লাগবে, যেগুলি রেজিস্ট্রেশনের সময় ব্যবহার করা হয়েছিল।
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যা জানা গিয়েছিল, CBT 1 পরীক্ষা হবে মোট ৯০ মিনিটে। যেখানে থাকবে মোট ১০০টি MCQ টাইপের প্রশ্ন। আর এই প্রশ্ন থাকবে সাধারণ জ্ঞান, অংক এবং বুদ্ধিমত্তা ও যুক্তির উপরে।
বিপুল সংখ্যক প্রার্থীরা এই পরীক্ষায় আবেদন করায় প্রতিদিন তিনটি শিফটে পরীক্ষা নেওয়া হবে। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে-
Shift 1- এই শিফটে সকাল ৯:০০ থেকে ১০:৩০ পর্যন্ত পরীক্ষা হবে, যেখানে রিপোর্টিং টাইম থাকবে সকাল ৭:৩০।
Shift 2- এই শিফটে দুপুর ১২:৪৫ থেকে ২:১৫ পর্যন্ত পরীক্ষা হবে, যেখানে রিপোর্টিং টাইম থাকবে সকাল ১১:১৫।
Shift 3- এই শিফটে পরীক্ষাটি হবে বিকেল ৪:৩০ থেকে ৬:০০ পর্যন্ত, যেখানে রিপোর্টিং টাইম থাকবে বিকাল ৩:০০।
পরীক্ষার দিনক্ষণের নোটিশ প্রকাশিত হওয়ার পর তা চেক করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে-
১) প্রথমে RRB এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
২) এবার আপনি যে পদে আবেদন করেছিলেন, সেই লিঙ্কে ক্লিক করুন।
৩) এরপর “Exam Date Notice (Graduate/Undergraduate)” লিঙ্কে ক্লিক করুন
৪) এরপর পিডিএফ ফাইলটি ডাউনলোড করুন এবং সংরক্ষণ করে রাখুন।
তাই যারা রেলের চাকরি পেতে চান, তাদের জন্য এটি হতে চলেছে সুবর্ণ সুযোগ। পরীক্ষার দিনক্ষণের ঘোষণার অপেক্ষায় বসে না থেকে এখনই জোরদার প্রস্তুতি শুরু করুন। যেহেতু NTPC পরীক্ষার প্রতিযোগিতা খুবই হাই লেভেলের, তাই আগে থেকেই প্রস্তুতি নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২০ই এপ্রিল, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী কেমন যেতে চলেছে…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) আগামী ২৫শে…
নুবিয়া সম্প্রতি নিশ্চিত করেছে যে তারা আগামী ২৮ এপ্রিল চীনে Nubia Z70S Ultra Photographer Edition…
গোটা দেশে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে 5G নেটওয়ার্ক। প্রথমে Reliance Jio এবং Airtel তাদের গ্রাহকদের…
সৌভিক মুখার্জী, কলকাতা: এমন একটা সময় ছিল, যখন দিল্লি থেকে মুম্বাই বা গুরগাঁও থেকে বড়োদরার…
প্রীতি পোদ্দার, কলকাতা: গত সপ্তাহ থেকেই সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বাংলা জুড়ে হিংসার আগুন জ্বলে…
This website uses cookies.