Categories: চাকরি

RSMSSB Recruitment 2025: স্টাফ সিলেকশন বোর্ডে ৫২,৪৫৩ শূন্যপদে বিশাল নিয়োগ, মাধ্যমিক পাসে আবেদন | Staff Selection Board Recruitment

সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি উচ্চ বেতনের একটি সরকারি চাকরির সন্ধান করছেন? তাহলে আপনার জন্য দারুণ সুখবর। সম্প্রতি রাজ্যের স্টাফ সিলেকশন বোর্ড ৫২,৪৫৩টি শূন্যপদে বিশাল নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে এখানে আবেদন করতে পারবেন। তাই রাজ্যের বেকার চাকরিপ্রার্থীদের সরকারি চাকরিতে যোগ দেওয়ার জন্য এটি হতে চলেছে সুবর্ণ সুযোগ। ভারতীয় নাগরিক হলে ছেলে-মেয়ে উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কোন পদে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বেতন কত দেওয়া হবে, কীভাবে আবেদন করবেন, বয়স সীমা কত লাগবে, কীভাবে নিয়োগ করা হবে ইত্যাদি তথ্যগুলি জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।

পদ এবং শূন্যপদের বিবরণ | RSMSSB Recruitment 2025 |

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, এখানে Class- IV পদে নিয়োগ করা হবে, যেখানে শূন্যপদ রয়েছে ৫২,৪৫৩টি। এই বিপুল পরিমাণে শূন্যপদ দেখেই বোঝা যাচ্ছে এটি চাকরিপ্রার্থীদের জন্য হতে চলেছে সেরা সুযোগ।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, আগ্রহী চাকরিপ্রার্থীরা মাধ্যমিক পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবে। তবে যেকোন স্বীকৃত বোর্ড বা বিদ্যালয় থেকে পরীক্ষায় পাস করতে হবে।

বেতন কাঠামো

শুরুতেই বলা হয়েছে এখানে চাকরি পেলে মোটা অঙ্কের বেতন দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, এই পদগুলিতে চাকরি পেলে চাকরিপ্রার্থীদের প্রতি মাসে পে-লেভেল ১ অনুযায়ী বেতন দেওয়া হবে।

বয়স সীমা

যেমনটা জানানো হয়েছে, এখানে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৩ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত ক্যাটাগরির জন্য বয়সের ছাড় থাকবে। যেমন SC/ST হলে ৫ বছর এবং OBC হলে ৩ বছরের ছাড় দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

এক্ষেত্রে জানিয়ে রাখি, এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে রাজস্থান স্টাফ সিলেকশন বোর্ডের তরফ থেকে। তাই যারা আবেদন করতে চান, তারা স্টাফ সিলেকশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

১) সর্বপ্রথম রাজস্থান স্টাফ সিলেকশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যান। 

২) এরপর “RSMSSB Class IV Recruitment 2025” লিংকে ক্লিক করুন।

৩) নতুন আবেদনকারী হলে অবশ্যই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।

৪) এরপর নির্ধারিত আবেদন ফর্মটি নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।

৫) এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করুন। 

৬) এরপর আবেদন ফি পরিশোধ করুন।

৭) এরপর আবেদন জমা দিন এবং কনফার্মেশন কপি ডাউনলোড করুন।

আবেদন করার সুবিধার্থে জানিয়ে রাখি, এখানে অনলাইনে আবেদন শুরু হবে আগামী ২১শে মার্চ থেকে এবং আবেদন চলবে আগামী ১৯শে এপ্রিল, ২০২৫ তারিখ পর্যন্ত। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেওয়া ভালো।

নিয়োগ প্রক্রিয়া

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, প্রার্থীদের এখানে ২টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। সর্বপ্রথম একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে। 

অফিসিয়াল ওয়েবসাইট- RSMSSB Official Website

অফিসিয়াল বিজ্ঞপ্তি- RSMSSB Official Notification

Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.

Recent Posts

রাজ্যের সরকার কর্মচারীদের বাড়লো বোনাস, মিলবে বাড়তি ৬৮০০ টাকা

পশ্চিমবঙ্গ সরকার তার কর্মচারীদের জন্য বোনাস বৃদ্ধির (Bonus Hike) ঘোষণা করেছে। তবে, সমস্ত কর্মচারী এই…

2 minutes ago

Oppo Find X8s Design: Apple-এর থেকেও হালকা, পাতলা ফোন আনছে Oppo, ফিচার্সে বিরাট চমক | Oppo Find X8s Launch Date

একের পর এক ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করে বাজারে আলোড়ন ফেলছে চাইনিজ মোবাইল ফোন প্রস্তুতকারী সংস্থাগুলি।…

6 minutes ago

অবশেষে বাজারে আসছে অ্যাপলের Foldable iPhone ও iPad, কবে থেকে উৎপাদন শুরু জেনে নিন

Apple শীঘ্রই ফোল্ডেবল আইফোন ও আইপ্যাড বাজারে আনতে চলেছে। সাম্প্রতিক এক রিপোর্টে বলা হয়েছে, ২০২৬…

13 minutes ago

অবৈধ মসজিদ ভাঙার কাজে দেরি! TMC-কে ভর্ৎসনা হাইকোর্টের

প্রীতি পোদ্দার, মুম্বই: মুসলিম সম্প্রদায়ের কাছে পবিত্রতম মাস হল এই রমজান মাস। রমজান মাসের শেষে…

28 minutes ago

8th Pay Commission: বেসিক পে-র সঙ্গে মিশে যাচ্ছে DA? জানিয়ে দিল সরকার | Central Government Of Dearness Allowance And Basic Pay

শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে একটা প্রশ্ন বারবার চাগাড়…

33 minutes ago

লটারি লাগলো এবার সরকারি কর্মীদের, NPS নিয়ে বড় ঘোষণা

কিছু অফিস এখনও পুরানো নিয়মের ভিত্তিতে তিনটি প্রোভিশনাল পেনশন পেমেন্ট অর্ডার (পিপিও) জমা দিচ্ছে। দুইটি…

39 minutes ago

This website uses cookies.