RSMSSB Recruitment 2025: রাজ্যের সিলেকশন বোর্ডে ৮২৫৬ শূন্যপদে নিয়োগ, ছেলে-মেয়ে সবার জন্যই চাকরির সুযোগ | Job Vacancy
সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। সম্প্রতি রাজ্যের সার্ভিসেস সিলেকশন বোর্ড জাতীয় স্বাস্থ্য মিশনের তরফ থেকে ৮২৫৬টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি (RSMSSB Recruitment 2025) জারি করেছে। আর এই নিয়োগের মাধ্যমে কমিউনিটি হেলথ অফিসার, নার্স, ডেটা এন্ট্রি অপারেটর ইত্যাদি পদে নিয়োগ করা হচ্ছে। তাই যারা সরকারি স্বাস্থ্য বিভাগে চাকরি খুঁজছেন, তাদের জন্য এটি দারুণ সুযোগ হতে চলেছে।
কোন পদের জন্য কয়টি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কত প্রয়োজন, কত টাকা বেতন দেওয়া হবে, কীভাবে আবেদন করবেন, কীভাবে নিয়োগ করা হবে, সমস্ত খুঁটিনাটি তথ্য জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, এখানে কমিউনিটি হেলথ অফিসার, ব্লক প্রোগ্রাম অফিসার, নার্সিং অফিসার, ডেটা এন্ট্রি অপারেটর, প্রোগ্রাম সহকারী ইত্যাদি পদে নিয়োগ করা হবে। শূন্যপদ সম্পর্কে কথা বললে এখানে মোট ৮২৫৬টি শূন্যপদ থাকছে। যেখানে কমিউনিটি হেলথ অফিসের পদে ২৬৩৪টি, নার্সিং অফিসার পদে ১৯৪১টি, ফার্মা অ্যাসিস্ট্যান্ট পদে ৪৯৯টি, সেক্টর হেলথ সুপারভাইজার পদে ৫৬৫টি, এরকম প্রত্যেকটি পদের জন্য ভিন্ন ভিন্ন শূন্যপদ রয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানানো হয়েছে, আবেদনকারীদের অবশ্যই সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি এবং ডিপ্লোমা ডিগ্রী অর্জন করতে হবে। তবে বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগতে পারে।
যেমনটা জানা যাচ্ছে, এখানে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবে। তবে বয়স হিসাব করতে হবে ১লা জানুয়ারি, ২০২৬ তারিখ অনুযায়ী। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবে।
এই পদগুলিতে নির্বাচিত প্রার্থীদের জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে নির্দিষ্ট মাসিক বেতন প্রদান করা হবে। তবে বেতন কাঠামো সংক্রান্ত কোন তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আপাতত উল্লেখ করা নেই।
আগে থেকেই জানিয়ে রাখি, এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজস্থান সাব-অর্ডিনেট অ্যান্ড মিনিস্টেরিয়াল সার্ভিসেস সিলেকশন বোর্ডের (RSMSSB) তরফ থেকে। তাই যারা আবেদন করতে চান তাঁদের RSMSSB-র সংশ্লিষ্ট পোর্টালে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। শুধু নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করুন-
১) প্রথমের RSMSSB-র অফিসিয়াল ওয়েবসাইটে যান।
২) নতুন ইউজার হলে অবশ্যই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
৩) এরপর নির্ধারিত আবেদন ফর্মটি নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
৪) এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করুন।
৫) এরপর নির্ধারিত আবেদন ফি প্রদান করুন।
৬) এরপর ফর্ম সাবমিট করুন এবং প্রিন্ট আউট সংরক্ষণ করে রাখুন।
জানিয়ে রাখি, এখানে সাধারণ, OBC এবং PwBD প্রার্থীদের ৬০০/- টাকা আবেদন ফি লাগবে। তবে SC, ST বা অন্যান্য প্রার্থীদের ৪০০/- টাকা আবেদন ফি দিতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা গিয়েছে, এখানে আবেদন শুরু হচ্ছে ২রা এপ্রিল, ২০২৫ থেকে এবং আবেদন চললে আগামী ১লা মে, ২০২৫ তারিখ পর্যন্ত।
এখানে চাকরিপ্রার্থীদের তিনটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে।প্রথমে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। তারপর দক্ষতার পরীক্ষা এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে।
অফিসিয়াল ওয়েবসাইট- RSMSSB Official Website
অফিসিয়াল নোটিশ- RSMSSB Official Notification
ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) ভারতীয় ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত একটি উচ্চ-গতির ব্রডব্যান্ড প্ল্যান হাজির করেছে।…
মিড-রেঞ্জ স্মার্টফোন সেগমেন্টে দুটোই দারুন বিকল্প। দাম ৩০,০০০ টাকার মধ্যে। Motorola Edge 60 Fusion এবং…
বাজারে ছেয়ে গিয়েছে 5G স্মার্টফোন। কিন্তু এর মধ্যে থেকে সঠিক ও ব্যবহারের জন্য উপযুক্ত মডেল…
ঘন ঘন রিচার্জ করতে না চাইলে Airtel এর এই প্ল্যান বেছে নিতে পারেন। দেশের দ্বিতীয়…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৪ঠা এপ্রিল, শুক্রবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Honor গ্লোবাল মার্কেটে একটি নতুন হ্যান্ডসেট নিয়ে হাজির হয়েছে, যার নাম 400…
This website uses cookies.