Categories: চাকরি

RSMSSB Recruitment 2025: স্টাফ সিলেকশন বোর্ডে ৫২,৪৫৩ শূন্যপদে বিশাল নিয়োগ, মাধ্যমিক পাসে আবেদন | Staff Selection Board Recruitment

সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি উচ্চ বেতনের একটি সরকারি চাকরির সন্ধান করছেন? তাহলে আপনার জন্য দারুণ সুখবর। সম্প্রতি রাজ্যের স্টাফ সিলেকশন বোর্ড ৫২,৪৫৩টি শূন্যপদে বিশাল নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে এখানে আবেদন করতে পারবেন। তাই রাজ্যের বেকার চাকরিপ্রার্থীদের সরকারি চাকরিতে যোগ দেওয়ার জন্য এটি হতে চলেছে সুবর্ণ সুযোগ। ভারতীয় নাগরিক হলে ছেলে-মেয়ে উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কোন পদে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বেতন কত দেওয়া হবে, কীভাবে আবেদন করবেন, বয়স সীমা কত লাগবে, কীভাবে নিয়োগ করা হবে ইত্যাদি তথ্যগুলি জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।

পদ এবং শূন্যপদের বিবরণ | RSMSSB Recruitment 2025 |

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, এখানে Class- IV পদে নিয়োগ করা হবে, যেখানে শূন্যপদ রয়েছে ৫২,৪৫৩টি। এই বিপুল পরিমাণে শূন্যপদ দেখেই বোঝা যাচ্ছে এটি চাকরিপ্রার্থীদের জন্য হতে চলেছে সেরা সুযোগ।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, আগ্রহী চাকরিপ্রার্থীরা মাধ্যমিক পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবে। তবে যেকোন স্বীকৃত বোর্ড বা বিদ্যালয় থেকে পরীক্ষায় পাস করতে হবে।

বেতন কাঠামো

শুরুতেই বলা হয়েছে এখানে চাকরি পেলে মোটা অঙ্কের বেতন দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, এই পদগুলিতে চাকরি পেলে চাকরিপ্রার্থীদের প্রতি মাসে পে-লেভেল ১ অনুযায়ী বেতন দেওয়া হবে।

বয়স সীমা

যেমনটা জানানো হয়েছে, এখানে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৩ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত ক্যাটাগরির জন্য বয়সের ছাড় থাকবে। যেমন SC/ST হলে ৫ বছর এবং OBC হলে ৩ বছরের ছাড় দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

এক্ষেত্রে জানিয়ে রাখি, এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে রাজস্থান স্টাফ সিলেকশন বোর্ডের তরফ থেকে। তাই যারা আবেদন করতে চান, তারা স্টাফ সিলেকশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

১) সর্বপ্রথম রাজস্থান স্টাফ সিলেকশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যান। 

২) এরপর “RSMSSB Class IV Recruitment 2025” লিংকে ক্লিক করুন।

৩) নতুন আবেদনকারী হলে অবশ্যই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।

৪) এরপর নির্ধারিত আবেদন ফর্মটি নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।

৫) এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করুন। 

৬) এরপর আবেদন ফি পরিশোধ করুন।

৭) এরপর আবেদন জমা দিন এবং কনফার্মেশন কপি ডাউনলোড করুন।

আবেদন করার সুবিধার্থে জানিয়ে রাখি, এখানে অনলাইনে আবেদন শুরু হবে আগামী ২১শে মার্চ থেকে এবং আবেদন চলবে আগামী ১৯শে এপ্রিল, ২০২৫ তারিখ পর্যন্ত। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেওয়া ভালো।

নিয়োগ প্রক্রিয়া

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, প্রার্থীদের এখানে ২টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। সর্বপ্রথম একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে। 

অফিসিয়াল ওয়েবসাইট- RSMSSB Official Website

অফিসিয়াল বিজ্ঞপ্তি- RSMSSB Official Notification

Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.

Recent Posts

Oppo A5 Launched: অ্যামোলেড ডিসপ্লে, 12 জিবি র‍্যাম, ও বিশাল 6500mah ব্যাটারির সঙ্গে লঞ্চ হল Oppo A5 | Oppo A5 Price

Oppo A5 জল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল। পূর্বসূরী A4 মডেলটির তুলনায় একঝাঁক আপডেট পেয়েছে…

3 hours ago

আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোড সহ আসছে Oppo F29 ও Oppo F29 Pro, লঞ্চের আগে সমস্ত স্পেসিফিকেশন ফাঁস

Oppo আগামী ২০ মার্চ ভারতে F29 সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই সিরিজের অধীনে দুটি…

4 hours ago

জলে ডুবিয়ে রাখলেও নষ্ট হবে না, Oppo Reno 13 থেকে Realme P3x 5G, সেরা পাঁচ ওয়াটারপ্রুফ ফোন | Best 5 IP68 Waterproof Smartphone

স্মার্টফোনকে জল এবং ধুলো থেকে সুরক্ষিত রাখা একটা বড় চ্যালেঞ্জ। এই কারণে ব্র্যান্ডগুলি ফোনের বিল্ড…

5 hours ago

Realme GT 7 Pro Discount: দূরের ছবিও ঝাক্কাস উঠবে, সেরা ক্যামেরা ও 120W ফাস্ট চার্জিংয়ের Realme স্মার্টফোন হল সস্তা | Realme GT 7 Pro 50 Megapixel Camera

আপনি যদি প্রিমিয়াম সেগমেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের ফোন কিনতে চান, তাহলে Realme GT 7 Pro আপনার…

5 hours ago

Daily Horoscope- ভগবান গনেশের কৃপায় ভাগ্যের দুয়ার খুলবে এই ৩ রাশির, রইল আজকের রাশিফল, ১৯শে মার্চ | Ajker Rashifal 19 March

সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৯শে মার্চ, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) আপনার জন্য আজ কী…

6 hours ago

Oppo A5 Vitality Edition Launched: সস্তায় 5,800mAh ব্যাটারি, 50MP ক্যামেরা, ও 24 জিবি র‍্যাম নিয়ে বাজারে এল Oppo-র নতুন বাজেট ফোন |Oppo A5 Vitality Edition Price

জনপ্রিয় চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ড ওপ্পো আজ দুটি নতুন ফোন আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। প্রথম মডেলটি হল…

6 hours ago

This website uses cookies.