Rule Changes from 1st Feb: মিনিমাম ব্যালেন্স থেকে LPG-র দাম, ATM ফি! ১লা ফেব্রুয়ারি থেকেই বদলে যাচ্ছে ৫ নিয়ম | LPG Price to Minimum Balance in Bank 5 Rules changing from 1st February
পার্থ সারথি মান্না, কলকাতাঃ আর মাত্র ২ দিন পরেই শেষ হচ্ছে জানুয়ারি মাস। আর নতুন মাস মানেই বেশ কিছু নিয়মের পরিবর্তন হয়। রান্নার গ্যাসের দাম থেকে শুরু করে ব্যাঙ্কের বেশ কিছু নিয়ম পাল্টে যাবে। এগুলি সম্পর্কে আগে থেকেই জেনে নেওয়া উচিত। ১লা ফ্রেবুয়ারী থেকে কী কী নিয়ম বদলাচ্ছে? চলুন দেখে নেওয়া যাক আজকের প্রতিবেদনে।
প্রতিমাসের শুরুতেই রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তিত হয়। পয়লা তারিখে যে দাম নির্ধারণ করা হয় সেই দামেই গোটা মাস ঘরোয়া ও কমার্শিয়াল সিলিন্ডার বিক্রি হয়। তবে সামনের মাসটি একটু বেশিই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ, এক তারিখেই বাজেট প্রকাশ্যে আসবে। তাই অনেকেরই আশা হয়তো দাম কমানো হতে পারে।
এলপিজি এর মতই সিএনজি ও পিএনজি এর দামও মাসের শুরুতেই পরিবর্তন করে সরবরাহকারী সংস্থাগুলি। এছাড়া বিমান চলাচলের জন্য যে জ্বালানির প্রয়োজন বা এভিয়েশন টায়ারবাইন ফুয়েলের দামও পরিবর্তন করা হবে। জ্বালানির দাম কম বেশি হওয়ার উপর বিমান যাত্রার খরচ ও নির্ভর করবে।
বর্তমান সময়ে দাঁড়িয়ে সকলেরই একটা হলেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। এক্ষেত্রে বিভিন্ন ব্যাঙ্ক তাদের নিয়ম অনুযায়ী অ্যাকাউন্টে নূন্যতম কিছু ব্যালেন্স রাখতে বলে। ১লা ফেব্রুয়ারি থেকে এই নিয়মে বদল হতে চলেছে।উদাহরণ স্বরূপ এসবিআই ব্যাঙ্কে যেখানে নূন্যতম ব্যালেন্স ৩০০০ টাকা ছিল সেটা বেড়ে ৫০০০ টাকা করে দেওয়া হবে। এছাড়া PNB ব্যাঙ্কের নূন্যতম ব্যালেন্স ২০০০ থেকে বাড়িয়ে ৩৫০০ টাকা করে দেওয়া হচ্ছে। একইভাবে কানাড়া ব্যাঙ্কের এই অঙ্কটা ১০০০ টাকা থেকে বাড়িয়ে ২৫০০ টাকা করে দেওয়া হতে চলেছে।
ATM কার্ড থাকলে ব্যাঙ্কে না গিয়েও দিব্যি টাকা তুলে নেওয়া যায়। এছাড়া অফলাইন ও অনলাইনে অনেক জায়গায় এটিএম কার্ডের মাধ্যমেই লেনদেন করে নেওয়া যায়। প্রতিমাসে ATM থেকেই টাকা তোলার ক্ষেত্রে কিছু ট্রানজ্যাকশন ফ্রি দেওয়া হয়। তারপর থেকেই চার্জ লাগে। এতদিন পর্যন্ত ৩টি ATM থেকে টাকা তোলা ফ্রি ছিল, এরপর ২০ টাকা লাগত। তবে এবার থেকে সেটা বদলে যাচ্ছে, যদি আপনি হোম ব্রাঞ্চের এলাকায় অতিরিক্ত লেনদেন করেন তাহলে ২৫ টাকা ও নন হোম ব্রাঞ্চের ক্ষেত্রে ৩০ টাকা চার্জ নেওয়া হবে। এক্ষেত্রে একদিনে সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত তোলা যাবে ATM থেকে।
প্রতিমাসের শুরুতে ব্যাঙ্কের তরফ থেকেই সঞ্চয় প্রকল্পের উপর দেওয়া সুদের হারে বদল করা হয়ে থাকে। এছাড়া অনেক ক্ষেত্রে বিশেষ স্কিমের লঞ্চও করা হয়ে থাকে। ফেব্রুয়ারি মাসেও এর ব্যতিক্রম হবে না। ফিক্সড ডিপোজিটের সুদের হার পরিবর্তন করা হবে। তবে সাধারণ নাগরিকদের যে সুদ দেওয়া হয় প্রবীণদের জন্য তার থেকে ০.৫০% বেশি সুদ দেওয়া হবে।
প্রীতি পোদ্দার, কলকাতা: গরমকালে প্রখর রোদে তৃষ্ণা নিবারণ করতে অনেকেই রাস্তার ধারে দাঁড়িয়ে পুদিনার সরবত,…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: 14 বছরের তুফান গতকাল উড়িয়ে দিয়েছে গুজরাতের তাবড় বোলারদের। সোমবার শুভমন গিলদের…
সহেলি মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই কলকাতা মেট্রোর (Kolkata Metro) প্রতি নিত্য যাত্রীদের ভরসা…
রিলায়েন্স জিও সম্প্রতি একটি অত্যন্ত সাশ্রয়ী মূল্যের প্রিপেইড রিচার্জ প্ল্যান চালু করেছে, যা মাত্র ৮৯৫-তে…
সৌভিক মুখার্জী, কলকাতা: অক্ষয় তৃতীয়ার আগের দিন সোনার বাজারে বড়সড় ধাক্কা। হু হু করে বাড়লো…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: অনামি ফুটবলারদের সঙ্গে নিয়েই কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে সুপার কাপের (Super Cup 2025)…
This website uses cookies.