সৌভিক মুখার্জী, কলকাতা: প্রতিবছরের ১লা এপ্রিল থেকে শুরু হয় নতুন অর্থবর্ষ। আর তার সঙ্গে আসে নানারকম অর্থনৈতিক পরিবর্তন। এবারে ২০২৫-২৬ নয়া অর্থবর্ষের শুরুতে বেশ কিছু পরিবর্তন এসেছে, যা সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি কর্মজীবী, ব্যবসায়ী এমনকি গাড়ির মালিকদের উপরে সরাসরি প্রভাব ফেলবে। নতুন নিয়মগুলির মধ্যে অন্যতম রয়েছে LPG-র দাম, UPI লেনদেনের নিয়ম বদল, গাড়ির দাম বৃদ্ধি, পেনশনের নিয়ম পরিবর্তন ইত্যাদি। তো চলুন জেনে নেওয়া যাক এই বছরে কী কী অর্থনৈতিক পরিবর্তন আসলো।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
সস্তা হল বাণিজ্যিক LPG
হোটেল, রেস্তোরাঁর ব্যবসায়ীদের জন্য সুখবর। এবার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে ৪৫ টাকা পর্যন্ত। জানা যাচ্ছে, দিল্লিতে ৪১ টাকা, কলকাতায় ৪৪.৫০ টাকা এবং চেন্নাইতে ৪৬.৫০ টাকা মূল্য পতন ঘটেছে। তবে ঘরোয়া LPG সিলিন্ডারের দামে এখনো কোনরকম পরিবর্তন আসেনি। তাই সাধারণ মানুষের সেভাবে কোন লাভ হয়নি।
নয়া পেনশন স্কিম চালু
কেন্দ্র সরকার আগে থেকেই ঘোষণা করেছিল নতুন ইউনিফায়েড পেনশন স্কিম (UPS) চালু হবে। আর আজ ১লা এপ্রিল থেকেই তা কার্যকর হল। আর এই নতুন স্কিমে প্রায় ১৩ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী উপকার পাবেন।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
করমুক্ত আয়ের সীমা বাড়ল
এবারের নতুন নিয়ম অনুযায়ী ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয়ের উপর কোন আয়কর দিতে হবে না। পাশাপাশি স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে এবার ৭৫ হাজার টাকা করা হয়েছে। ফলে মধ্যবিত্তদের জন্য বিশাল স্বস্তি।
ন্যূনতম ব্যাংক ব্যালেন্স না থাকলে জরিমানা
নয়া অর্থবর্ষের নয়া পরিবর্তন! SBI, PNB, কানারা ব্যাংক সহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবার থেকে ন্যূনতম ব্যালেন্সের পরিমাণ বাড়ানোর আবেদন করেছে। অর্থাৎ, যদি কেউ অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না রাখেন, তবে তাকে জরিমানা গুনতে হবে।
বাড়ল গাড়ির দাম
নতুন অর্থ বছরের শুরুতেই গাড়ির গ্রাহকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। প্রথম দিন থেকেই বিভিন্ন গাড়ি সংস্থা তাদের গাড়ির দাম বাড়িয়ে দিয়েছে। টাটা থেকে শুরু করে মারুতি, BMW, মাহিন্দ্রা, SUV সব কিছুরই দাম বেড়েছে। ফলে যারা নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য সমবেদনা।
UPI লেনদেনে বড়সড় বদল
যারা এতদিন ফোনপে, গুগল পে ব্যবহার করতেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। এবার NPCI নিষ্ক্রিয় মোবাইল নাম্বারগুলি ডেটাবেস থেকে সরিয়ে দিচ্ছে। ফলে আর্থিক জালিয়াতি কমবে।
বেড়ে গেল টোল ট্যাক্স
আজ থেকে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া টোল ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। ফলে যারা নিয়মিত হাইওয়েতে যাতায়াত করেন, তাদের পকেট থেকে এবার অতিরিক্ত টাকা খোয়াতে হবে।
বদলে গেল ক্রেডিট কার্ডের নিয়ম
নতুন অর্থবছরের শুরুতে SBI, IDFC, অ্যাক্সিস ব্যাংক তাদের ক্রেডিট কার্ডের নিয়মে কিছু পরিবর্তন এনেছে। জানা যাচ্ছে, এবার ক্যাশব্যাক অফার এবং রিওয়ার্ড পয়েন্টে পরিবর্তন হবে। পাশাপাশি বার্ষিক ফি এবং অন্যান্য চার্জ সংক্রান্ত নয়া নিয়ম লাগু হচ্ছে, যা কার্ডধারীদের উচিত আগে থেকেই জেনে নেওয়া।
বিমানের জ্বালানির দাম কমলো
সব থেকে বড় সুখবর, এবার বাণিজ্যিক LPG-র পাশাপাশি বিমানের জ্বালানির দাম কমেছে। ৯০ হাজার টাকা প্রতি কিলোলিটারের পরিবর্তে এখন দাম হয়েছে ৮৪ হাজার টাকা প্রতি কিলোলিটার। ফলে ভবিষ্যতে বিমানের ভাড়াও কিছুটা কমতে পারে বলে আশা করা যাচ্ছে।
GST সংক্রান্ত পরিবর্তন
নয়া অর্থবছরের নতুন নিয়ম অনুযায়ী, ১৮০ দিনের বেশি পুরনো আধার ব্যবহার করে ই-বিল আর জেনারেট করা যাবে না। এছাড়া GST পোর্টালে মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা হচ্ছে। ফলে জালিয়াতি কমবে।
এক কথায়, নতুন অর্থবছরের এই পরিবর্তনগুলি সাধারণ মানুষের জীবনযাত্রার উপর সরাসরি প্রভাব ফেলবে। LPG-র দাম থেকে শুরু করে বিমানের জ্বালানির দাম কমা, কর ছাড়ের সুবিধা, গাড়ির দাম বৃদ্ধি, ব্যাংক ব্যালেন্স সংক্রান্ত পরিবর্তন সাধারণ মানুষের বাড়তি ব্যয়ের কারণ হয়ে দাঁড়াবে। তাই আগে থেকেই নতুন নিয়মগুলি সম্পর্কে অবগত হন এবং বিনিয়োগ ও পরিকল্পনা বুঝেশুনে করুন।