S25 সিরিজের পর ফোল্ডেবল ফোন লঞ্চের প্রস্তুতি শুরু করল Samsung, ফাঁস ক্যামেরা, চিপসেট ডিটেলস
গতমাসে Samsung Galaxy S25 সিরিজ ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। এই লাইনআপে Galaxy S25, Galaxy S25 Plus ও Galaxy S25 Ultra মডেল এসেছে। এখনও ফোনগুলির বিক্রি চালু না হলেও, সংস্থার নেক্সট জেনারেশন ফোল্ডেবল স্মার্টফোনের বিভিন্ন স্পেসিফিকেশন সামনে আসতে শুরু করেছে। স্যামসাং সাধারণত জুন বা জুলাইয়ে Galaxy Z সিরিজ লঞ্চ করে থাকে। ফলে Galaxy Z Fold 7 এবং Galaxy Z Filp 7 বাজারে আসতে আর মাস ছয়েকের অপেক্ষা।
এক টিপস্টারের এক্স (সাবেক টুইটার) পোস্ট থেকে জানা গিয়েছে, Galaxy Z Flip 7 দুই স্টোরেজ অপশনে আসবে — ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ। অন্যদিকে, Galaxy Z Fold 7 মডেলটিতেও ১২ জিবি র্যাম থাকতে চলেছে। স্টোরেজ ভ্যারিয়েন্ট মিলবে — ২৫৬ জিবি, ৫১২ জিবি, ও ১ টেরাবাইট।
প্রসঙ্গত, গত বছর লঞ্চ হওয়া Z Fold 6 ও Z Flip 6 মডেল দুটিও একই র্যাম ও স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ। Z Fold 7 ফোনে পাওয়ারফুল Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর থাকবে বলে দাবি করা হয়েছে, যা পূর্বসূরী মডেলে ব্যবহৃত Snapdragon 8 Gen 3 চিপসেটের তুলনায় বড় আপগ্রেড। তবে Z Flip 7 কোন চিপসেটের সঙ্গে আসবে তা জানা যায়নি।
উল্লেখ্য, কিছু রিপোর্টে বলা হয়েছিল দুটি ডিভাইসেই Exynos 2500 প্রসেসর থাকতে পারে। তবে নতুন সূত্রের দাবি, কিছু উৎপাদনগত সমস্যা এসে যাওয়ার কারণে চিপটি শুধুমাত্র Galaxy Z Flip 7-এর মধ্যে সীমাবদ্ধ রাখা হতে পারে। এছাড়া, দুই ফোনেই অভিন্ন ক্যামেরা সেটআপ থাকবে। ৫০ মেগাপিক্সেল প্রাইমারি, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ও ১০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
রিয়েলমি বর্তমানে P3 5G এবং P3 Ultra ভারতে আনার জন্য তোড়জোড় শুরু করেছে। স্মার্টফোন দুটি…
সদ্য বাজারে এসেছে নতুন মোটরসাইকেল Honda Shine 100। তবে বাইকটি একেবারে নতুন বললে ভুল হবে,…
শ্বেতা মিত্র, কলকাতা: এবার সংসদে উঠল বাংলার জমি জট প্রসঙ্গ। আর এই বিষয়টি উঠতেই তুমুল…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগামী শনিবার মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (KKR…
ভারতের ডিজিটাল লেনদেনের হার বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাংক জালিয়াতিও (Bank Fraud) ক্রমশ বেড়ে চলেছে। সাম্প্রতিক…
চীনে উপলব্ধ রিয়েলমির বহু ফোন অন্য দেশগুলিতে রিব্র্যান্ডেড হয়ে অর্থাৎ নাম বদলে বিক্রি হয়। যেমন…
This website uses cookies.