S25 সিরিজের পর ফোল্ডেবল ফোন লঞ্চের প্রস্তুতি শুরু করল Samsung, ফাঁস ক্যামেরা, চিপসেট ডিটেলস

গতমাসে Samsung Galaxy S25 সিরিজ ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। এই লাইনআপে Galaxy S25, Galaxy S25 Plus ও Galaxy S25 Ultra মডেল এসেছে। এখনও ফোনগুলির বিক্রি চালু না হলেও, সংস্থার নেক্সট জেনারেশন ফোল্ডেবল স্মার্টফোনের বিভিন্ন স্পেসিফিকেশন সামনে আসতে শুরু করেছে। স্যামসাং সাধারণত জুন বা জুলাইয়ে Galaxy Z সিরিজ লঞ্চ করে থাকে। ফলে Galaxy Z Fold 7 এবং Galaxy Z Filp 7 বাজারে আসতে আর মাস ছয়েকের অপেক্ষা।

READ MORE:  iQOO Z9s Pro Price: সেল ছাড়াই Sony ক্যামেরা ফোনে ৭০০০ টাকা ডিসকাউন্ট, iQOO Z9s Pro বিরাট সস্তায় নিজের করুন | iQOO Z9s Pro 5G 50 Megapixel Sony Camera

Samsung Galaxy Z Fold 7 ও Galaxy Z Filp 7 কেমন হবে

এক টিপস্টারের এক্স (সাবেক টুইটার) পোস্ট থেকে জানা গিয়েছে, Galaxy Z Flip 7 দুই স্টোরেজ অপশনে আসবে — ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ। অন্যদিকে, Galaxy Z Fold 7 মডেলটিতেও ১২ জিবি র‍্যাম থাকতে চলেছে। স্টোরেজ ভ্যারিয়েন্ট মিলবে — ২৫৬ জিবি, ৫১২ জিবি, ও ১ টেরাবাইট।

READ MORE:  পিছনে ১০০ মেগাপিক্সেল এবং সামনে ৫০ মেগাপিক্সেল, সেরা ক্যামেরার সস্তা তিন স্মার্টফোন

প্রসঙ্গত, গত বছর লঞ্চ হওয়া Z Fold 6 ও Z Flip 6 মডেল দুটিও একই র‍্যাম ও স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ। Z Fold 7 ফোনে পাওয়ারফুল Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর থাকবে বলে দাবি করা হয়েছে, যা পূর্বসূরী মডেলে ব্যবহৃত Snapdragon 8 Gen 3 চিপসেটের তুলনায় বড় আপগ্রেড। তবে Z Flip 7 কোন চিপসেটের সঙ্গে আসবে তা জানা যায়নি।

উল্লেখ্য, কিছু রিপোর্টে বলা হয়েছিল দুটি ডিভাইসেই Exynos 2500 প্রসেসর থাকতে পারে। তবে নতুন সূত্রের দাবি, কিছু উৎপাদনগত সমস্যা এসে যাওয়ার কারণে চিপটি শুধুমাত্র Galaxy Z Flip 7-এর মধ্যে সীমাবদ্ধ রাখা হতে পারে। এছাড়া, দুই ফোনেই অভিন্ন ক্যামেরা সেটআপ থাকবে। ৫০ মেগাপিক্সেল প্রাইমারি, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ও ১০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  iQOO Z10x 5G: মধ্যবিত্তের বাজেটে দুর্দান্ত ফোন আনছে iQOO, শক্তিশালী ব্যাটারির সঙ্গে লঞ্চ হবে ভারতে | iQOO Z10x 5G India Launch Date

Scroll to Top