Sada Palash: পুরুলিয়ায় গিয়ে সাদা পলাশ দেখতে চান? জেনে নিন ঠিকানা | Purulia Sada Polash Address
শ্বেতা মিত্র, কলকাতা: আপনিও কি পুরুলিয়া (Purulia) ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? বিশেষ করে পলাশ ফুল দেখবেন বলে উত্তেজিত? তাহলে আপনার জন্য রইল আজকের এই প্রতিবেদনটি। এমনিতে এখন বসন্তকাল চলছে। আর এই সময়ে দিকে দিকে পলাশ ফুলের দেখা মেলে। পলাশ ফুলের রং টকটকে লাল ছাড়াও হলুদ ও লালচে কমলা রঙের পলাশ ফুলও দেখা যায়। কিন্তু আপনি কি কখনো সাদা পলাশ দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে আজকের এই লেখাটি রইল আপনার জন্য। আজকের এই আর্টিকেলে আপনাদের এমন একটি জায়গার সন্ধান দেওয়া হবে যেখানে গেলে আপনি সাদা পলাশ ফুল দেখতে পাবেন। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।
এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে সাদা পলাশ ফুল দেখতে হলে কোথায় যেতে হবে? তাহলে উত্তর হল পুরুলিয়া। হোলির সঙ্গে পলাশ ফুলের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। অতএব, পলাশ ফুল হোলি উৎসবের আগমনের বার্তাও বহন করে। আসলে, পলাশ তিন ধরণের। একটিতে গাঢ় লাল কমলা রঙের ফুল, দ্বিতীয়টিতে হলুদ রঙের ফুল এবং তৃতীয়টিতে সাদা রঙের ফুল। এর মধ্যে সাদা পলাশ এখন খুবই বিরল। কথিত আছে যে সমগ্র রাজ্যে খুব কমই একটি বা দুটি সাদা পলাশ গাছ অবশিষ্ট আছে।
জানলে অবাক হবেন, সাদা পলাশের ঔষধি গুণাবলী এবং এটি সম্পর্কে প্রচলিত তন্ত্র-মন্ত্রের গল্পের কারণে এটি আরও বিশেষ হয়ে ওঠে। এর ফুলকে অলৌকিক বলে মনে করা হয়, বলা হয় যে লক্ষ্মী প্রাপ্তি সহ অন্যান্য তান্ত্রিক কার্যকলাপে সাদা পলাশের বিশেষ গুরুত্ব রয়েছে।
যাইহোক, আপনিও কি পুরুলিয়া গিয়ে বিরল এই সাদা পলাশ দেখতে ইচ্ছুক? তাহলে এর জন্য আপনাকে একটি বিশেষ জায়গায় যেতে হবে। এই সাদা পলাশ ফুলের গাছ টি পুরুলিয়া মানবাজার রোডের( কেন্দা জামতল মোড়) থেকে এক কিলোমিটার ভিতরে রয়েছে বলে দাবি করা হয়েছে। শুধু তাই নয়, এই এই ফুল নাকি আর ১০ দিন মতো থাকতে পারে ।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: টেস্ট ক্রিকেটের ব্যর্থতা ঢেকে দিয়েছে ওয়ানডে ফরম্যাট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে চুনকাম…
নতুন নোট আসছে বাজারে। পুরনো নোটের দিন শেষ! নতুন ৫০, ১০০, ২০০ টাকার নোট আসতে…
শ্বেতা মিত্র, কলকাতা: মার্চ মাসেই কার্যত কাঠফাটা গরম পড়তে শুরু করেছে। সামনে আবার এপ্রিল, মে…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ গোটা বিশ্ব যখন টেকসই এবং নির্ভরযোগ্য শক্তির সন্ধানে ব্যস্ত, তখনই বাজারে এল…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ ভারতের অন্যতম প্রধান বেসরকারি ব্যাংক ইন্ডাসিন্ড ব্যাংকের (IndusInd Bank) হিসাবের খাতা থেকে…
বর্তমান সময়ে আধার কার্ড শুধুমাত্র পরিচয়পত্রের জন্য নয়, বরং এটি সরকারি ও বেসরকারি বিভিন্ন পরিষেবা…
This website uses cookies.