Samsung থেকে Apple, এই ৬ কোম্পানির স্মার্টফোনে পাবেন সবচেয়ে বেশি সময়ের সফ্টওয়্যার সাপোর্ট | Smartphones Roll Out Long Time Software Updates for Phone
Google হল প্রথম স্মার্টফোন ব্র্যান্ড, যারা সাত বছর পর্যন্ত সফ্টওয়্যার আপডেট ঘোষণা করেছিল। Pixel 8 সিরিজ থেকে শুরু করে, প্রতিটি ডিভাইস সাত বছরের জন্য অপারেটিং সিস্টেম এবং সুরক্ষা আপডেট পাবে।
সুমন পাত্র, কলকাতা: আজকাল যেসব স্মার্টফোন বাজারে আসছে তাতে একটি বিষয়ের উপর বিশেষ নজর দিচ্ছে ব্র্যান্ডগুলি। এটি হল সফ্টওয়্যার সাপোর্ট বা অপারেটিং সিস্টেম। বর্তমানে Android 15 ভার্সন বাজারে উপলব্ধ। আগামী বছর আসবে অ্যান্ড্রয়েড ১৬, তার পর ১৭, ১৮। অতদিন যাতে ফোনে সফ্টওয়্যার সাপোর্ট নিশ্চিত করা যায় সেই দিকটি খেয়াল রেখেছে Samsung, Apple-সহ একাধিক কোম্পানি। এছাড়াও আর কোন কোন ব্র্যান্ড লম্বা সময় ধরে সফ্টওয়্যার আপডেট দেবে আসুন জেনে নেওয়া যাক।
গুগলই হল প্রথম স্মার্টফোন ব্র্যান্ড, যারা সাত বছর পর্যন্ত সফ্টওয়্যার আপডেট ঘোষণা করেছিল। পিক্সেল ৮ সিরিজ থেকে শুরু করে, প্রতিটি ডিভাইস সাত বছরের জন্য অপারেটিং সিস্টেম এবং সুরক্ষা আপডেট পাবে। এর মধ্যে সম্প্রতি বাজারে আসা গুগল পিক্সেল ৯এ ফোনও রয়েছে। এই ডিভাইসে অ্যান্ড্রয়েড ১৫ থেকে অ্যান্ড্রয়েড ২২ পর্যন্ত আপডেট পাওয়া যাবে।
স্যামসাং সাত বছরের জন্য প্রধান ওএস আপগ্রেড এবং নিরাপত্তা আপডেট দিয়ে থাকে। তবে শুধুমাত্র তার ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস এবং গ্যালাক্সি জেড সিরিজের মডেলগুলির জন্য। গ্যালাক্সি এস২৪ সিরিজেও পাওয়া যাবে। কোম্পানি সম্প্রতি নিশ্চিত করেছে যে, গ্যালাক্সি এস২৪ সিরিজটি সর্বশেষ অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান UI ৭ থেকে অ্যান্ড্রয়েড পর্যন্ত আপডেট পেতে থাকবে।
সফ্টওয়্যার আপডেটের ক্ষেত্রে অ্যাপলও কোনও অংশে কম নয়। সমস্ত যোগ্য আইফোনে রয়েছে লম্বা সময়ের জন্য ওএস আপডেট। এমনকী যদি সেগুলি চার বা পাঁচ বছর বয়সী ডিভাইসও হয় তাহলেও পাবেন। যা অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে দেখা যায় না। অ্যাপল পাঁচ বছর পর্যন্ত ওএস আপডেট অফার করে থাকে। তবে অনেক পুরানো ডিভাইসগুলিতে গুরুত্বপূর্ণ সুরক্ষা আপডেটও দিচ্ছে সংস্থা। উদাহরণস্বরূপ, কেউ যদি ২০২৫ সালে আইওএস ১৮ চালিত একটি আইফোন ১৬ কেনে, তাহলে সে ২০২৯ পর্যন্ত আইওএস আপডেট পাবে।
OPPO Find X8 এবং Find X8 Pro এর মতো ফ্ল্যাগশিপ মডেলগুলিতে চার বছরের সফ্টওয়্যার আপডেট পাওয়া যায় এবং ছয় বছরের নিরাপত্তা আপডেট মেলে। অপরদিকে, OnePlus 13R এবং OnePlus 13 এই দুই স্মার্টফোনে চার বছরের সফ্টওয়্যার আপডেট এবং ছয় বছরের নিরাপত্তা আপডেট দেয় ওয়ানপ্লাস।
আইকিউ সম্প্রতি ঘোষণা করেছে যে, iQOO 12 স্মার্টফোনে চার বছর সফ্টওয়্যার আপডেট এবং পাঁচ বছরের নিরাপত্তা আপডেট পাওয়া যাবে। iQOO-এর অভিভাবক সংস্থা Vivo, তাদের হাইএন্ড স্মার্টফোন, যেমন Vivo X200 সিরিজের জন্য চার বছরের ওএস আপডেট এবং পাঁচ বছরের নিরাপত্তা আপডেট অফার করছে।
শ্বেতা মিত্র, কলকাতা: গরমে হাঁসফাঁস করছেন বাংলার মানুষ। তাপমাত্রা যেন কমতেই চাইছে না। মাঝেমধ্যে দমকা…
বাজেট ফ্রেন্ডলি রিচার্জ প্ল্যান এনে জনপ্রিয়তা লাভ করেছে BSNL। কম দামে দীর্ঘ মেয়াদের একাধিক রিচার্জ…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩১শে মার্চ, সোমবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Samsung আনতে চলেছে নতুন প্রযুক্তির ফোল্ডেবল স্মার্টফোন, যা ৩৬০ ডিগ্রি ফোল্ড করা যাবে বলে দাবি…
গত কয়েকবছরে স্মার্টফোনের ব্যাটারি ক্যাপাসিটিতে পরিবর্তন এসেছে। এখন ৫০০০ এমএএইচ এর পরিবর্তে ফোনে আরও বড়…
সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ডিএ মামলা (DA Case) নিয়ে বিতর্ক এখন…
This website uses cookies.