লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Samsung 55 inch OLED S90D 4K Smart TV Offer: একটি টিভি কিনলে আরেকটি ফ্রি, Samsung এর অবিশ্বাস্য অফার | Samsung 55 inch OLED S90D 4K Smart TV Price

Published on:

আপনি যদি বড় ডিসপ্লের টিভি কেনার কথা চিন্তা করে থাকেন, তাহলে স্যামসাংয়ের ওয়েবসাইটে আপনার জন্য সেরা একটি অফার আছে। এই অফারে ৫৫ ইঞ্চি Samsung TV আপনি ৭,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্টে কিনতে পারবেন। এছাড়া এই টিভির সাথে আরেকটি টিভি বিনামূল্যে পেতে পারেন। আপনি এই টিভিটি ক্যাশব্যাক এবং আকর্ষণীয় EMI-এর সাথেও কিনতে পারবেন।

Samsung এর 55 ইঞ্চি OLED S90D 4K Smart TV এর উপর অফার

স্যামসাংয়ের এই ৫৫ ইঞ্চি প্রিমিয়াম টিভির দাম ১,৬৩,৯৯০ টাকা। তবে ব্যাঙ্ক অফারে এটি ৭,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্টে কেনা যাবে। আবার এটি কেনার জন্য যদি আপনি স্যামসাং অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তাহলে ১০ শতাংশ অতিরিক্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। টিভিটি দারুণ EMI স্কিমেও বাড়ি নিয়ে আসা যাবে। আবার এই টিভি সাথে ক্রেতারা ৬৮,৯০০ টাকা দামের QLED টিভি (QA43Q60DAULXL) বিনামূল্যে পাবেন।

READ MORE:  Xiaomi Pad 7 Nano Price: রোদে পরিষ্কার দেখা যাবে, স্পেশাল ডিসপ্লের Xiaomi Pad 7 আকর্ষণীয় অফারে কেনা যাবে | Xiaomi Pad 7 Nano Texture Display Edition Sale 18 February

স্যামসাং টিভির ফিচার

স্যামসাংয়ের এই টিভিতে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে NQ4 AI Gen2 প্রসেসর। এটি স্যামসাংয়ের Tizen অপারেটিং সিস্টেমে চলে। এতে আছে 4K AI আপস্কেলিংয়ের সাথে ১৪৪ হার্টজ মোশন এক্সিলারেটর। টিভিটি বিল্ট-ইন অ্যালেক্সা এবং ৩৬০ অডিও মোড সহ এসেছে। সাউন্ডের জন্য এই টিভিতে Q-Symphony এবং ডলবি অ্যাটমস সাপোর্ট করবে।

READ MORE:  Flipkart Smart TV Sale: ঘরকে বানান থিয়েটার, ১৪ হাজার টাকার মধ্যে ৪০ ইঞ্চি স্ক্রিনের Smart TV, এখানে ধামাকা অফার | 40 inch Screen Smart TV Under 14000

উপরের টিভিটি ছাড়াও আপনি Samsung QLED LS03D 4K দ্য ফ্রেম স্মার্ট টিভি (2024)-ও অফারে কিনতে পারবেন। এই টিভির দাম কোম্পানির ওয়েবসাইটে ৯৭,৯৯০ টাকা। তবে ব্যাঙ্ক অফারে এর সাথে ৫,০০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। আবার স্যামসাং অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্টে পাওয়া যাবে ১০ শতাংশ ক্যাশব্যাক। এই টিভির সাথে ২৪,৯০০ টাকার FHD টিভি (UA32T4350BKXXL) বিনামূল্যে পাওয়া যাবে।

READ MORE:  HMD লঞ্চ করল Amped Buds, Fusion X1, কিপ্যাড ফোন-সহ একাধিক ডিভাইস
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.